উত্তর : জ্বালানিরূপে LPG ব্যবহারের সুবিধাগুলি হল—
উচ্চ তাপমূল্য : LPG অতি উচ্চ তাপনমূল্য বিশিষ্ট জ্বালানি । এই কারণে অল্প পরিমাণ LPG- এর দহন ঘটিয়ে প্রচুর পরিমাণ তাপশক্তি পাওয়া যায় ।
পরিবেশবান্ধব জালানি : LPG- এর সম্পূর্ণ দহন হয় । তাই এর দহনে ছাইজাতীয় পদার্থের কিংবা C0- এর মতাে বিষাক্ত বায়ুদূষক গ্যাসের উদ্ভব হয় না । ফলে পরিবেশ দূষণ এড়ানাে যায় ।
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় : LPG- এর দহনের ফলে CO এর মতাে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় না । তাই জ্বালানি হিসেবে LPG এর ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় ।
ব্যবহার নিয়ন্ত্রণযােগ্য : উপযুক্ত রেগুলেটরের মাধ্যমে বার্নারে LPG- এর প্রবাহকে নিয়ন্ত্রণ করে প্রয়ােজনমতাে কম বা বেশি পরিমাণ LPG- এর দহন ঘটানাে যায় । এর ফলে প্রয়ােজন অনুযায়ী কম বা বেশি পরিমাণ তাপশক্তি উৎপাদন করা যায় এবং জ্বালানির অপচয় রােধ করা যায় ।
সহজে পরিহণযােগ্য : LPG- পূর্ণ সিলিন্ডারগুলি বহনযােগ্য হওয়ায় অতি দূরবর্তী অঞ্চলেও এই জ্বালানি সহজেই সরবরাহ করা যায় ও ব্যবহার করা যায় ।