উত্তর : মেন্ডেলিভের পর্যায়সারণির ত্রুটিগুলি হল
(১) মেন্ডেলিভের পর্যায়সারণিতে কোনাে কোনাে ক্ষেত্রে বেশি পারমাণবিক ভরবিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভরবিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে । যেমন— Ar ( পারমাণবিক ভর 39.94 ) এর স্থান K ' ( পারমাণবিক ভর 39.1 )-এর আগে ।
(২) মেন্ডেলিভের পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কারণ IA ও VIIB উভয় গ্রুপের মৌলের সাথে হাইড্রোজেনের বেশ কিছু ধর্মগত মিল আছে ।
(৩) মেন্ডেলিভের পর্যায় সারণিতে কিছু ক্ষেত্রে সমধর্মী মৌলকে ভিন্ন গ্রুপে এবং কয়েকটি ভিন্নধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে । যেমন —ধর্মে যথেষ্ট মিল থাকলেও বেরিয়াম ও লেডকে আলাদা গ্রুপে স্থান দেওয়া হয়েছে । আবার Li , Na , K প্রভৃতি তীব্র ক্ষারধর্মী ধাতুর সঙ্গে Cu , Ag , Au প্রভৃতি মুদ্রা ধাতুকে একই গ্রুপে রাখা হয়েছে ।
(৪) পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত আইসােটোপ বা সমস্থানিকগুলিকে মেন্ডেলিভের পর্যায়সারণিতে একই স্থানে রাখা হয়েছে ।
(৫) আইসােবারগুলির পারমাণবিক ভর একই হলেও তাদের পৃথক স্থানে রাখা হয়েছে ।
(৬) চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণিতে 3টি করে মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে ।
(৭) ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে গ্রুপ IIIA- তে 14 টি করে ( ল্যান্থানাইড়স ও অ্যাকটিনাই ) মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে ।