উত্তর : 1969 সালে বিশুদ্ধ ও ফলিত রসায়নের আন্তর্জাতিক সংস্থা IUPAC ( International Union of Pure and Applied Chemis try ) বিপুল সংখ্যক জৈব যৌগের নামকরণের সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত একটি পদ্ধতির প্রস্তাব করেন । এটিই জৈব যৌগের নামকরণের IUPAC পদ্ধতি নামে পরিচিত ।
জৈব রসায়ন চর্চার প্রথমদিকে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা অনেক কম ছিল । তখন প্রধানত যৌগগুলির উৎস , স্বাদ ও আরও কিছু ধর্মের ওপর ভিত্তি করে যৌগগুলির নামকরণ করা হত । যেমন — লাল পিঁপড়ে ( লাতিন নাম ফরমিকা ) থেকে যে অ্যাসিড পাওয়া যায় সেটি ফর্মিক অ্যাসিড , মূত্র থেকে প্রাপ্ত যৌগ ইউরিয়া ইত্যাদি । কিন্তু জৈব যৌগের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উৎস ও ধর্মের ওপর ভিত্তি করে এদের নাম ও গঠন - সংকেত মনে রাখা বেশ কষ্টকর হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য বিশুদ্ধ ও ফলিত রসায়নবিদদের আন্তর্জাতিক সম্মেলনে জৈব যৌগসমূহের নামকরণের জন্য IUPAC পদ্ধতি রচিত হয় । এর ফলে সহজে ও স্বতন্ত্রভাবে যেকোনাে জৈব যৌগের নামকরণ করা যায় এবং যৌগটির গঠন , প্রকৃতি ও ধর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় ।