ম্যানােমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করবে যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা বেশি ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর ম্যানােমিটার যন্ত্রের সাহায্যে কীভাবে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করবে যখন আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা বেশি mannomitar jontrer sahajjo kivabe aboddho gaser chap nirnoy korbe jokhon aboddho bayur chap bayumondoler chap opekha beshi


উত্তর : ম্যানােমিটার যন্ত্রে অসম বাহুবিশিষ্ট একটি U আকৃতির নল থাকে । নলটিতে তরল হিসেবে সাধারণত পারদ নেওয়া হয়। স্বাভাবিক অবস্থায় দুই বাহুতে পারদের লেভেল একই উচ্চতায় থাকে । এবার যে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ পরিমাপ করতে হবে সেই পাত্রের সঙ্গে U নলের ছােটো বাহু যুক্ত করা হয় । ফলে ছােটো বাহুতে পারদের ওপরের চাপ গ্যাসের চাপের সমান হবে । আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি হলে ম্যানােমিটারের ডানদিকের খােলা বাহুতে পারদের লেভেল  বামবাহুর তুলনায় উঁচুতে থাকবে । মনে করি ,দুই বাহুতে পারদের উচ্চতার পার্থক্য h¹  । ডানবাহুতে B বিন্দু বামবাহুতে পারদের উপরিতলে অবস্থিত A বিন্দুর সঙ্গে একই অনুভূমিক তলে আছে । স্থির তরলের মধ্যে কোনাে অনুভূমিক তলের ওপর যে - কোনাে বিন্দুতে চাপ সমান । তাই A ও B বিন্দুতে চাপ সমান হবে । A বিন্দুতে চাপ বলতে আবদ্ধ বায়ুর চাপকে বােঝায় । 


আবদ্ধ বায়ুর চাপ = p এবং ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ = P % হলে , 

এবং p = Po + h¹ উচ্চতার পারদস্তম্ভের চাপ 

বা , p = Po + h¹dg 

যেখানে d হল পারদের ঘনত্ব ও g হল ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন