বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো bohijat prokriyar boishistoguli lekho

উত্তর : বহির্জাত প্রক্রিয়া বা Exogenetic Process শব্দটির 'Exo' কথার অর্থ বহির্ভাগ থেকে এবং 'Genesis' কথার অর্থ উৎপত্তি । অর্থাৎ Exogenetic কথাটির অর্থ বহির্ভাগ থেকে উৎপন্ন । সূর্যরশ্মি , বৃষ্টিপাত, তুষারপাত ,নদী , বায়ু, হিমবাহ , ভৌমজল , সমুদ্রতরঙ্গ প্রভৃতির ক্রিয়াকাজের ফলে ভূমিরূপের বিবর্তন ঘটে ও ভূপৃষ্ঠে নানা ভাস্কর্যের সৃষ্টি করে ,তাকে বলে বহির্জাত প্ৰক্ৰিয়া । 


বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য : ( i ) এটি ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়াশীল ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া । 

( ii ) জলবায়ুর উপাদান ,নদী ,বায়ু, হিমবাহ ,সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ , ভৌমজল , জোয়ারভাটা ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা এটি সংঘটিত হয় । 

( iii ) এটি অতি ধীরে ধীরে সংঘটিত হওয়ায় ইন্দ্রিয়গ্রাহ্য হয় না এবং ভূমিরূপ গঠনে খুব বেশি সময় লাগে । 


( iv ) এই প্রক্রিয়ায় অবক্ষেপণের মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি বা ক্ষয়ের মাধ্যমে উচ্চতা হ্রাস পায় । 

( v ) বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতায় সমতা এসে একটি সাধারণ তল গঠিত হয় । 

( vi ) এই প্রক্রিয়ায় আদি ভূমিরূপের পরিবর্তন ঘটে । ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয় । 

( vii) বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল সূর্য । 

( viii) প্রধানত অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির সমতলীকরণ হয় । 

( ix ) এই প্রক্রিয়ার মাধ্যমে আদি বা প্রাথমিক ভূমিরূপের ওপর নানা ধরনের নতুন নতুন ও ছোটো ছোটো ভূমিরূপ গঠিত হয় । 


( x ) নদী , হিমবাহ , বায়ু, সমুদ্রতরঙ্গ , ভৌমজল প্রভৃতির মাধ্যমে ক্ষয় , পরিবহণ ও সঞ্চয় , মাধ্যাকর্ষণের মাধ্যমে শিলা ও মৃত্তিকার স্খলন বা প্রবাহ এবং আবহবিকারের মাধ্যমে শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় ।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন