১। তড়িদাধান ?
ক) এক প্রকার
খ) দু প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর : খ) দু প্রকার
২। কুলম্বীয় বল হল ?
ক) শুধুমাত্র আকর্ষণ বল
খ) শুধুমাত্র বিকর্ষণ বল
গ) আকর্ষণ বা বিকর্ষণ বল
ঘ) শুধুমাত্র বা বিকর্ষণ কোনোটিই নয়
উত্তর : গ) আকর্ষণ বা বিকর্ষণ বল
৩। কোনো তড়িৎবর্তনীতে বিভবপ্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল ?
ক) অ্যামিটার
খ) গ্যালভানোমিটার
গ) ভোল্টমিটার
ঘ) ভোল্টামিটার
উত্তর : গ) ভোল্টমিটার
৪। রাসায়নিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় ?
ক) ডায়নামোতে
খ) মোটরে
গ) বার্লোর চক্রে
ঘ) তড়িৎকোশে
উত্তর : ঘ) তড়িৎকোশে
৫। ধাতব পরিবাহিতে তড়িতের বাহক ?
ক) কক্ষীয় ইলেকট্রন
খ) ইলেকট্রন ও আয়ন
গ) মুক্ত ইলেকট্রন
ঘ) আয়ন
উত্তর : গ) মুক্ত ইলেকট্রন
৬। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1min সময়ে 60C আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা হয় ?
ক) 60 A
খ) 5 A
গ) 360 A
ঘ) 1 A
উত্তর : ঘ) 1 A
৭। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্গোক ?
ক) হ্রাস পায়
খ) বৃদ্ধি পায়
গ) প্রথমে বাড়ে ও পড়ে কমে
ঘ) প্রথমে কমে ও পরে বাড়ে
উত্তর : ক) হ্রাস পায়
৮। সবচেয়ে সুপরিবাহী ধাতু হল ?
ক) সোনা
খ) রূপো
গ) অ্যালুমিনিয়াম
ঘ) তামা
উত্তর : খ) রূপো
৯। তাপমাত্রা বাড়লে ধাতুর রোধ ?
ক) প্রথমে বাড়ে , পরে কমে
খ) প্রথমে কমে , পরে বাড়ে
গ) বৃদ্ধি পায়
ঘ) হ্রাস পায়
উত্তর : গ) বৃদ্ধি পায়
১০। উষ্ণতা বাড়ালে রোধ কমে যায় ?
ক) অর্ধপরিবাহীর
খ) সুপরিবাহীর
গ) কুপরিবাহীর
ঘ) অতিপরিবাহীর
উত্তর : ক) অর্ধপরিবাহীর
১১। নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় ?
ক) পরিবাহীর
খ) অর্ধপরিবাহীর
গ) অতিপরিবাহীর
ঘ) অন্তরক
উত্তর : খ) অর্ধপরিবাহীর
১২। অ্যামিটার পরিমাপ করে ?
ক) রোধ
খ) প্রবাহমাত্রা
গ) বিভবপার্থক্য
ঘ) রোধাঙ্ক
উত্তর : খ) প্রবাহমাত্রা
১৩। দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত । বিভব প্রভেদ দ্বিগুণ করলে কোনো রোধে তাপ উৎপন্নের হার হবে ?
ক) দ্বিগুণ
খ) চারগুণ
গ) অর্ধেক
ঘ) আটগুন
উত্তর : খ) চারগুণ
১৪। ফিউজ তারের ?
ক) গলনাঙ্গক কম
খ) গলনাঙ্গক বেশি
গ) নমনীয়তা কম
ঘ) নমনীয়তা বেশি
উত্তর : ক) গলনাঙ্গক কম
১৫। তড়িৎ ক্ষমতার SI একক হল ?
ক) ওয়াট
খ) জুল
গ) আর্গ
ঘ) টেসলা
উত্তর : ক) ওয়াট
১৬। একটি সুদীর্ঘ ঋজু তড়িদবাহী পরিবাহীর জন্য বলারেখাগুলি ?
ক) বৃত্তাকার
খ) আয়তাকার
গ) বর্গকার
ঘ) ত্রিভুজকার
উত্তর : ক) বৃত্তাকার
১৭। সুদীর্ঘ তড়িদবাহী স্প্রিং আকৃতির পরিবাহীর অভ্যন্তরে চৌম্বক বলোরেখাগুলি কেমন হয় ?
ক) সমান্তরাল সরলরেখা
খ) বৃত্তাকার
গ) আয়তাকার
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) সমান্তরাল সরলরেখা
১৮। বার্লোর চক্র কাজ করে ?
ক) শুধুমাত্র ac তে
খ) শুধুমাত্র dc তে
গ) dc ও ac উভয়েই
ঘ) dc ও ac কোনোটিই নয়
উত্তর : খ) শুধুমাত্র dc তে
১৯। বার্লোর চক্রে ব্যাবহৃত তরল হল ?
ক) গ্লিসারিন
খ) তার্পিন তেল
গ) পারদ
ঘ) কেরোসিন
উত্তর : গ) পারদ
২০। নিম্নের কোনটি তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে ?
ক) ডায়নামো
খ) ট্রান্সফরমার
গ) বৈদ্যুতিক মোটর
ঘ) আবেশক
উত্তর : গ) বৈদ্যুতিক মোটর
২১। কোনো বদ্ধ কুন্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় যখন কুন্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ?
ক) শুধুমাত্র বৃদ্ধি পায়
খ) শুধুমাত্র হ্রাস পায়
গ) স্থির থাকে
ঘ) বৃদ্ধি বা হ্রাস পায়
উত্তর : ঘ) বৃদ্ধি বা হ্রাস পায়
২২। বর্তনীতে আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ নির্ণয় করা যায় যে সূত্রের সাহায্য সেটি হল ?
ক) লেঞ্জের সূত্র
খ) ফ্যারাডের প্রথম সূত্র
গ) ফ্যারাডের দ্বিতীয় সূত্র
ঘ) অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র
উত্তর : ক) লেঞ্জের সূত্র
২৩। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা যায় ?
ক) বার্লোর চক্রে
খ) বৈদ্যুতিক মোটরে
গ) বৈদ্যুতিক জেনারেটরে
ঘ) ট্রান্সফরমার
উত্তর : গ) বৈদ্যুতিক জেনারেটরে
২৪। লাইভ তারের রং ?
ক) লাল
খ) কালো
গ) সবুজ
ঘ) আকাশি
উত্তর : ক) লাল
২৫। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারের রং ?
ক) লাল
খ) বাদামি
গ) সবুজ
ঘ) নীল
উত্তর : খ) বাদামি