ইতিহাস সাজেশন

মাধ্যমিক দশম টেন ইতিহাস সাজেশন madhyamik class 10 x history suggestions questions answers


                         প্রশ্নের মান - ৪
                         
১। নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী ?
 
২। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসচর্চার কারণ / উদ্দেশ্য কী ?

৩। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন টীকা লেখো । 

৪। জাতীয়তাবাদ প্রসারে নীলদর্পণ নাটকের অবদান / গুরুত্ব আলোচনা করো ।

৫। আঠারো ও উনিশ শতকে ভারতে কৃষক বিদ্রোহের কারণগুলি কী ছিল ? 

৬। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল ? 

৭। সিপাহি বিদ্রোহের ব্যর্থতার ৪টি কারণ উল্লেখ করো  । 

৮। বাংলায় ছাপাখানার ইতিহাসে শ্রীরামপুর প্রেসের অবদান কী ? 

৯। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল ? 

১০। ডান্ডি অভিযান টীকা লেখো । 

১১। মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে কী জানো ? 

১২। দলিত আন্দোলনে ড . ভীমরাও আম্বেদকরের ভূমিকা কী ছিল ?

১৩। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন টিকা লেখো ।

১৪। ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের ভূমিকা নির্ণয় করো । 

১৫। মাতঙ্গিনি হাজরা টীকা লেখো । 

১৬। দেশভাগের পর ( ১৯৪৭ খ্রিস্টাব্দ ) স্বাধীন ভারত কোন কোন্ সমস্যার সম্মুখীন হয় ? 

১৭। দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল ?

১৮। স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন নিয়ে কী সমস্যা তৈরি হয় ?                      






 
                         প্রশ্নের মান - ৮ 

১। নারীমুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো । 

২। বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু কী ছিল ? 

৩। মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো । 

৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি / চরিত্র আলোচনা করো ।  

৫। বাংলায় ছাপাখানার বিকাশ সম্পর্কে কী জানো ? শিক্ষা বিস্তারে ছাপা বইয়ের ভূমিকা কী ছিল ? 

৬। বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো । 

৯। বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা / অবদান কী ছিল ?

১০। সশস্ত্র বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো ।

১১। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে শ্রমিক আন্দোলন বা ট্রেড ইউনিয়ন আন্দোলন সম্পর্কে যা জানো লেখো ।

১২। ‘জাতীয় শিক্ষা পরিষদ’ গঠনের কারণ ও পটভূমি উল্লেখ করো ।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন