গ্রিনহাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বউষ্ণায়ন কমানাের সম্ভাব্য উপায়গুলি আলােচনা করাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর গ্রিনহাউস প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বউষ্ণায়ন কমানাের সম্ভাব্য উপায়গুলি আলােচনা করাে greenhouse provab o global oyaming ba biswaushnayon komanor somvabbo upayguli alochona koro


উত্তর : সমগ্র বিশ্ব জুড়ে উষ্ণতা বৃদ্ধির হার প্রশমিত করার জন্য কিছু উপায় অবলম্বন করা জরুরি । এর ফলে একদিকে যেমন গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমন হ্রাস পাবে তথা গ্রিনহাউস প্রভাবের মাত্রা কমবে তেমনি অন্যদিকে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির মাত্রাও ( বিশ্বউষ্ণায়ন ) নিয়ন্ত্রিত হবে । এই উপায়গুলি নিম্নরূপ 


(১) জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস : কাঠ ,কয়লা , পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে বায়ুমণ্ডলে CO² এর অতিরিক্ত জোগান কমাতে হবে ।


(২) বনসৃজনে উৎসাহদান : চোরাই কাঠ কাটা বন্ধ করতে হবে , বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং বনসৃজন করতে হবে । এর ফলে পরিবেশে C0² এর পরিমাণ নিয়ন্ত্রিত হবে ।  


(৩) অপ্রচলিত শক্তি-উৎসের ব্যবহার বৃদ্ধি : সৌরশক্তি , বায়ুশক্তি, জোয়ার - ভাটার শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার বাড়াতে হবে । এর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি কম পরিমাণে মিশবে । 


(৪) ফ্রেয়ন উৎপাদন ও ব্যবহারে নিষেধাজ্ঞা : ফ্রেয়ন বা ক্লোরােফ্লুরােকার্বন ( CFC ) - এর উৎপাদন ও ব্যবহার ধাপে ধাপে বন্ধ করতে হবে । 


(৫) জৈব আবর্জনার প্রক্রিয়াকরণ : জৈব আবর্জনার পচনে মিথেন গ্যাস মুক্ত হয় । তাই এই আবর্জনার সঠিক প্রক্রিয়াকরণ করা দরকার যাতে পরিবেশে মিথেন গ্যাস অনিয়ন্ত্রিত মাত্রায় না মেশে । 

(৬) নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার কমানাে : কৃষিজমিতে নাইট্রোজেন ঘটিত সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে । এর ফলে বায়ুতে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলি কম মাত্রায় মিশবে । 

(৭) জনসচেতনতা বৃদ্ধি : গ্রিনহাউস গ্যাসগুলির নির্গমন কমানাের উদ্দেশ্যে মানুষকে সচেতন করে তুলতে হবে । এর ফলে বিশ্বউষ্ণায়নের  মাত্রা নিয়ন্ত্রিত হবে ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন