কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রের গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে । এগুলি কী নির্দেশ করে ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রের গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে এগুলি কী নির্দেশ করে kichu kichu boidyutik jontrer gaye koyekti star anka thake aguli ki nirdesh kore


উত্তর : বিভিন্ন মডেলের একই যন্ত্রের দ্বারা ব্যয়িত বৈদ্যুতিক শক্তি ব্যয়ের পরিমাণ বিভিন্ন হয় । বৈদ্যুতিক শক্তি ব্যয়ের এই বিভিন্নতা বােঝানাের জন্য যন্ত্রগুলির গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে । স্টারগুলির সংখ্যা দিয়েই যন্ত্রটির দ্বারা ব্যয়িত শক্তির তুলনা করা হয় । কোনাে যন্ত্রের গায়ে এই ধরনের স্টারের সংখ্যা যত বেশি , সেই যন্ত্রটি অন্য মডেলের একই যন্ত্রের তুলনায় তত কম শক্তি ব্যয় করে । অর্থাৎ , যত বেশি স্টার তত বেশি সাশ্রয় । স্টার চিহ্নগুলির সংখ্যাই যন্ত্রটির বৈদ্যুতিক শক্তির গুণমানের মূল্যায়ন ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন