উত্তর : বিভিন্ন মডেলের একই যন্ত্রের দ্বারা ব্যয়িত বৈদ্যুতিক শক্তি ব্যয়ের পরিমাণ বিভিন্ন হয় । বৈদ্যুতিক শক্তি ব্যয়ের এই বিভিন্নতা বােঝানাের জন্য যন্ত্রগুলির গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে । স্টারগুলির সংখ্যা দিয়েই যন্ত্রটির দ্বারা ব্যয়িত শক্তির তুলনা করা হয় । কোনাে যন্ত্রের গায়ে এই ধরনের স্টারের সংখ্যা যত বেশি , সেই যন্ত্রটি অন্য মডেলের একই যন্ত্রের তুলনায় তত কম শক্তি ব্যয় করে । অর্থাৎ , যত বেশি স্টার তত বেশি সাশ্রয় । স্টার চিহ্নগুলির সংখ্যাই যন্ত্রটির বৈদ্যুতিক শক্তির গুণমানের মূল্যায়ন ।