আয়নীয় যৌগ গঠিত হওয়ার শর্তগুলি আলােচনা করাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর আয়নীয় যৌগ গঠিত হওয়ার শর্তগুলি আলােচনা করাে ayoniyo joug gothito hoyar shortoguli alochona koro


উত্তর : আয়নীয় যৌগ গঠিত হওয়ার শর্তগুলি নিম্নরূপ 

মৌলের পরমাণুর যােজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা : ক্যাটায়ন গঠনকারী মৌলটির পরমাণুর যােজ্যতা-কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 ,2 অথবা 3 এবং অ্যানায়ন গঠনকারী মৌলটির পরমাণুর যােজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, 6 অথবা 7 হওয়া দরকার । 

তড়িৎ -ঋণাত্মকতার পার্থক্য : বন্ধন গঠনকারী মৌল দুটির পরমাণুর তড়িৎঋণাত্মকতার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকা দরকার । ক্যাটায়ন গঠনকারী মৌলের তড়িৎ -ঋণাত্মকতা কম এবং অ্যানায়ন গঠনকারী মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে হবে । 


বন্ধন গঠনকারী মৌলের পরমাণুগুলির আকার : ক্যাটায়ন গঠনকারী মৌলের পরমাণুর আকার বড়াে এবং অ্যানায়ন গঠনকারী মৌলের পরমাণুর আকার ছােটো হতে হবে । 

আয়নের আধান : ক্যাটায়ন কম ধনাত্মক আধানযুক্ত ও অ্যানায়ন ঋণাত্মকতা আধানযুক্ত হওয়া প্রয়োজন । 

আয়নন বিভব ও ইলেকট্রন আসক্তি : ক্যাটায়ন গঠনকারী মৌলের আয়নন বিভবের মান কম এবং অ্যানায়ন গঠনকারী মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়া দরকার ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন