উত্তর : বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাবগুলি হল —
(১) গড় উষ্মতা বৃদ্ধি : এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ পৃথিবীর উষ্ণতা অন্ততপক্ষে 2⁰ - 4 °C- এর মতাে বৃদ্ধি পাবে ।
(২) সমুদ্রের জলতল বৃদ্ধি : ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তূপগুলি গলে যাবে । এর ফলে উপকূলবর্তী এলাকা জল দ্বারা প্লাবিত হবে ।
(৩) ঝড়ের প্রকোপ বৃদ্ধি : সুপার সাইক্লোন , টর্নেডাে ইত্যাদি ঝড় আরও বিধ্বংসী রূপ নেবে ।
(৪) দাবানল : উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় দাবানলের দ্বারা বনভূমি ধ্বংসের আশঙ্কা বাড়বে ।
(৫) বাস্তুতন্ত্রের ওপর প্রভাব : জীবকুল উচ্চ উষ্ণতা সহ্য করতে না পেরে বিলুপ্ত হবে , ফলে বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ।
(৬) রােগের প্রাদুর্ভাব : উষ্ণতা বৃদ্ধির ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রােগের প্রকোপ বাড়বে ।