কার্যনীতিসহ বৈদ্যুতিক হিটারের বর্ণনা দাও ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর কার্যনীতিসহ বৈদ্যুতিক হিটারের বর্ণনা দাও karjonitisoho boidyutik hitarer bornona dao


উত্তর : বৈদ্যুতিক হিটারে একটি ধাতব পাত্রের মধ্যে তড়িতের কুপরিবাহী পদার্থ , যেমন অভ্র বা ফায়ার ক্লে নির্মিত একটি খাঁজকাটা গােল চাকতি থাকে । ওই খাঁজের মধ্যে নাইক্রোম ( Ni , Cr ও Fe -এর সংকর ধাতু ) নির্মিত একটি লম্বা তারকে স্প্রিং-এর মতাে পেঁচিয়ে বসানাে হয় । নাইক্রোম তারের দুই প্রান্ত প্লাগের সাহায্যে বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে নাইক্রাম তারের কুণ্ডলীটি উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় । নাইক্রোমের রােধাক বেশি , তাই বেশি উত্তপ্ত হয় এবং এটি সহজে জারিত হয় না । এ ছাড়া নাইক্রোমের গলনাঙ্ক বেশি , তাই এইসব কারণে হিটারে নাইক্রোম তার ব্যবহৃত হয় । ফায়ার ক্লে বা অভ্রের চাকতির ওপর তাপ সহনশীল পদার্থ যেমন পাের্সেলিনের পাটাতন থাকে যার ওপর রান্নার সামগ্রী রাখা হয় , ফলে রান্নার সামগ্রীর সঙ্গে তড়িৎ সংযােগ ঘটার সম্ভাবনা থাকে না ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন