আর্থিং করার কারণ কী ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর আর্থিং করার কারণ কী arthing korar karon ki


উত্তর : তড়িৎসংযােগ ব্যবস্থায় ত্রুটিজনিত কোনাে কারণে ব্যবহৃত যন্ত্রের ধাতব আচ্ছাদন তড়িগ্রস্ত হয়ে পড়লে বিপদের আশঙ্কা থাকে । ভূমিতে দাঁড়ানাে কোনাে ব্যক্তি ওই যন্ত্র স্পর্শ করলে তার শক লাগার সম্ভাবনা থাকে । তড়িৎযন্ত্র আর্থিং করা থাকলে ধাতব আচ্ছাদন তড়িদগ্রস্ত হয়ে পড়লে ওই তড়িৎ আর্থিং -এর মধ্য দিয়ে ভূমিতে চলে যায় ফলে শক লাগার সম্ভাবনা এড়ানাে যায় ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন