মাধ্যমিক বাংলা সাজেশন

মাধ্যমিক বাংলা সাজেশন madhyamik bengali suggestions



                                 জ্ঞানচক্ষু

                          [ প্রশ্নের মান - ৫ ]

১। ‘রত্নের মূল্য জহুরির কাছেই ।’ — ‘রত্ন’ ও ‘জহুরি’ বলতে কি বোঝানো হয়েছে ? উদ্বৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

২। ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে ?’ — কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? একে অলৌকিক বলার কারণ কী ? 

৩। ‘জ্ঞানচক্ষু’ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো ।

৪। ‘তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ।’ — ‘আজ’ বলতে কোন দিনের কথা বলা হয়েছে ? তপনের এমন মনে হওয়ার কারণ কী ? 



                           অসুখী একজন 

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘আমি তাকে ছেড়ে দিলাম’ — কোন কবিতার অংশ ? আমি কে ? তাঁর ‘ছেড়ে’ আসার তাৎপর্য ব্যাখ্যা করো ।

২। ‘যেখানে ছিল শহর’ — ‘সেখানে’ শব্দটি প্রয়োগ করার কারণ কি ? শহরটির কি হয়েছিল ? 

৩। ‘শিশু আর বাড়িরা খুন হল ।’ — শিশু আর বাড়িরা কীভাবে খুন হল ? ‘খুন’ শব্দটি ব্যবহারের সার্থকতা বিচার করো । 


                আয় আরো বেঁধে বেঁধে থাকি  

                      [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘আমাদের পথ নেই কোনো’ — ‘আমরা’ কারা এবং তাদের ‘পথ’ নেই কেন ? পথহারা মানুষ গুলোকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন ? 

২। ‘আমরা ভিখারি বারোমাস’ — ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন ? 

৩। ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি ।’ — কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ।


                            আফ্রিকা  

                    [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘আফ্রিকা’ কবিতায় কবি আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন , তা নিজের ভাষায় লেখো । আফ্রিকা কীভাবে বন্দি হল তা আলোচনা করো ।

২। ‘আফ্রিকা’ কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো ।

৩। ‘চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে’ — কাকে একথা বলা হয়েছে ? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল ? 

     

                  হারিয়ে যাওয়া কালি কলম  

                      [ প্রশ্নের মান - ৫ ] 

১। “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।” — কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জান লেখো ।

২। ‘হারিয়ে যাওয়া কালি কলম ’ প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে , তা সংক্ষেপে আলোচনা করো ।

৩। ‘জন্ম নিল ফাউন্টেন পেন ।’ — ফাউন্টেন পেনের স্রষ্টা কে ? বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন ? ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি সংক্ষেপে লেখো ।

৪। কালিকলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে , তা আলোচনা করো ।


                                বহুরূপী  

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘চমকে উঠলেন জগদীশবাবু ।’ – জগদীশবাবুর পরিচয় দাও । তাঁর চমকে ওঠার কারণ আলোচনা করো । 

২। ‘বহুরূপী’ গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে , তার চরিত্র বিশ্লেষণ করো ।

৩। ‘বহুরূপী’ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ।


                           সিরাজদ্দৌলা 

                       [ প্রশ্নের মান - ৪ ] 

১। ‘সিরাজদ্দৌলা’ নাটকে ঐতিহাসিক নাটক হয়ে উঠেছে কিনা , তা বিচার করো ।

২। ‘দুর্দিন না সুদিন’ ? বক্তা কে ? ‘দুর্দিন না সুদিন’ বলতে এখানে কি বোঝানো হয়েছে ? 

৩। ‘আপনাদের কাছে এই ভিক্ষা যে , আমাকে শুধু এই আশ্বাস দিন’ — কাদের কাছে বক্তা ‘ভিক্ষা’ চান ? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন ? 

৪। ‘আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো ।’ – বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন ? 

৫। ‘এই পত্র সম্বন্ধে তুমি কিছু জান ?’ – কে , কার উদ্দেশ্য এই প্রশ্ন করেছেন ? পত্রটি সম্বন্ধে যা জান লেখো । 

                              অভিষেক  

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘অভিষেক’ কবিতাটি কোথা থেকে গৃহীত ? কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো ।

২। প্রমীলা কে ? ইন্দ্রজিতের সঙ্গে তাঁর কথোপকথন নিজের ভাষায় লেখো ।

৩। রাবণ চরিত্র আলোচনা করো ।

৪। পাঠ্য কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো ।

৫। ‘তারে ডরাও আপনি’ – বক্তা ও শ্রোতা কারা ? বক্তার এমন মন্তব্যের কারণ কী ? শ্রোতা বক্তা কি বলে আশ্বস্ত করেন ? 


                              পথের দাবী   

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল ।’ – ‘পথের দাবী’ পাঠাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় ? তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় ? 

২। গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও ।

৩। ‘পথের দাবী’ উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্বর রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে , তা নিজের ভাষায় লেখো ।

৪। ‘পথের দাবী’ নামকরণ কতদূর সংগত আলোচনা করো ।


                              প্রলয়োল্লাস  

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘প্রলয়োল্লাস’ কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তাঁর বর্ণনা দাও ।

২। প্রতিবাদী কবিতা হিসেবে ‘প্রলয়োল্লাস’ কতখানি সার্থকতা লাভ করেছে , তা কবিতা অবলম্বনে আলোচনা করো ।

৩। ‘তোরা সব জয়ধ্বনি কর !’ কাদের উদ্দেশ্য কবির এই আহ্বান ? কবিতার ভাববস্তু বিশ্লেষন করে এই আহ্বানধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিতা প্রতিপন্ন করো ।


                                সিন্ধুতীরে   

                         [ প্রশ্নের মান - ৫ ] 

১। সৈয়দ আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যের ঐতিহাসিক ও সাহিত্যিক পরিপেক্ষিতে আলোচনা করো ।

২। ‘পঞ্চকন্যা পাইল চেতন’ — পঞ্চকন্যা কাদের বলা হয়েছে ? পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল ? 

৩। ‘সিন্ধুতীরে’ কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো ।

৪। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নিদর্শন হিসেবে সৈয়দ আলাওলের ‘সিন্ধুতীরে’ কবিতার ভাষা , ছন্দ ও উপমা সম্পর্কে আলোচনা করো । 


                             অদল বদল  

                       [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘হাত ধরাধরি করে অমৃত ও ইসাব ওদের কাছে এল ।’ — ‘ওদের’ বলতে কাদের কথা বোঝানো হয়েছে ? অমৃত ও ইসাবের পরিচয় দাও ।

২। ‘ইসাবের বাবা ছেঁড়া শাট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে ।’ বিষয়টি স্পষ্ট করো । এই পরিণতি থেকে রক্ষা পেতে তারা কোন পথ অবলম্বন করেছিল ? 

৩। ‘অদল বদল’ গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো ।

৪। অমৃতের মায়ের চরিত্রটি আলোচনা করো ।

৫। ‘অদল বদল’ গল্পের নামকরণ কতখানি সার্থক হয়েছে, তা আলোচনা করো ।


                        অস্ত্রের বিরুদ্ধে গান   

                        [ প্রশ্নের মান - ৫ ] 

১। পাঠ্য কবিতা অবলম্বনে অস্ত্র ও গানের ভূমিকা আলোচনা করো ।

২। ‘আমি এখন হাজার হাতে পায়ে’ — কোন কবির কোন কবিতা থেকে নেওয়া ? ‘আমি’ কে ? ‘হাজার হাতে পায়ে’ বলতে তিনি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো ।

৩। ‘অস্ত্র রাখো , অস্ত্র ফ্যালো পায়ে’ — কার উদ্দেশ্য এমন আবেদন ? এমন আবেদন করার কারণ কি ? এ আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো ।

৪। কবি জয় গোস্বামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃত করো ।


                      বাংলা ভাষায় বিজ্ঞান   

                      [ প্রশ্নের মান - ৫ ] 

১। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় , তাদের পরিচয় দাও ।

২। ‘বাংলা ভাষায় বিজ্ঞান’ রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো ।

৩। ‘এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত ।’ কোন কথাটি মনে রাখা উচিত ? লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন ? 


                            নদীর বিদ্রোহ   

                       [ প্রশ্নের মান - ৫ ] 

১। ‘নদীর বিদ্রোহ’ গল্পের শুরুতে সংক্ষিপ্ত উপস্থিতি থেকে নদেরচাঁদের নতুন সহকারীর চরিত্র সম্পর্কে কি ধারণা পাওয়া যায় ? 

২। ‘নিজের এই পাগলামিতে কেন আনন্দই উপভোগ করে ।’ — কার পাগলামির কথা বলা হয়েছে । গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও ।

৩। ‘ত্রিশ বছর বয়সে নদীর জন্য নদেরচাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক ।’ — এই মায়াকে ‘অস্বাভাবিক’ বলা হয়েছে কেন ? এই অস্বাভাবিকত্বের পিছনে নদেরচাঁদ কি কৈফিয়ত পেশ করত ? 

৪। ‘বড়ো ভয় করিতে লাগিল নদেরচান্দের ।’ — নদেরচাঁদের ভয়ের স্বরূপ আলোচনা করো । 


                                    কোনি   

                          [ প্রশ্নের মান - ৫ ]

১। ‘কোনি’ উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে , আলোচনা করো ।

২। ক্ষিতীশের বাড়িটির বর্ণনা দাও । তার শোবার ঘর ও তার পাশের ঘরটি কীরূপ ছিল ? 

৩। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল ? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কি ছিল ? 

৪। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও ।

৫। ক্ষিতীশ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যাবস্থা করেছিলেন , তার পরিচয় দাও ।

৬। ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল ।’ — কোনি কীভাবে বাংলা সাঁতার দলে স্থান পেল তা লেখো ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন