১। অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি হল ?
ক) C,O
খ) C,N
গ) C,P
ঘ) C,H
উত্তর : ঘ) C,H
২। যে অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরী করা হয় ?
ক) অ্যামোনিয়াম ফসফটে
খ) অ্যামোনিয়াম ক্লোরাইড
গ) অ্যামোনিয়াম সায়ানেট
ঘ) অ্যামোনিয়াম সালফেট
উত্তর : গ) অ্যামোনিয়াম সায়ানেট
৩। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় ?
ক) CH⁴
খ) C²H⁶
গ) C²H⁴
ঘ) C³H⁸
উত্তর : গ) C²H⁴
৪। কৃত্রিম উপায়ে তৈরী প্রথম জৈব যৌগটি হল ?
ক) বেঞ্জিন
খ) ইউরিয়া
গ) মিথেন
ঘ) ল্যাকটিক অ্যাসিড
উত্তর : খ) ইউরিয়া
৫। নীচের কোন দ্রাবকে জৈব যৌগ সাধারনত দ্রবীভূত হয় না ?
ক) বেঞ্জিন
খ) ক্লোরোফর্ম
গ) অ্যালকোহল
ঘ) জল
উত্তর : ঘ) জল
৬। সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল ?
ক) ইথেন
খ) অ্যাসিটিলিন
গ) ইথিলিন
ঘ) মিথেন
উত্তর : খ) অ্যাসিটিলিন
৭। তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন যৌগে H পরমানুর সংখ্যা ?
ক) 8
খ) 4
গ) 6
ঘ) 10
উত্তর : গ) 6
৮। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি অসম্পৃক্ত ?
ক) C³H⁸
খ) C³H⁴
গ) C²H⁵OH
ঘ) C²H⁶
উত্তর : খ) C³H⁴
৯। C⁴H¹⁰ যৌগটিতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত ?
ক) 13
খ) 9
গ) 8
ঘ) 12
উত্তর : ক) 13
১০। সরলতম অ্যালকেন হল ?
ক) মিথেন
খ) ইথেন
গ) প্রোপেন
ঘ) বিউটেন
উত্তর : ক) মিথেন
১১। সমগনীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় ?
ক) 10
খ) 12
গ) 14
ঘ) 16
উত্তর : গ) 14
১২। অ্যালকোহল শ্রেণীর যৌগের শ্রেণী প্রত্যয় ?
ক) অ্যাল ( al )
খ) অল ( ol )
গ) ওন ( one )
ঘ) এন ( ane )
উত্তর : খ) অল ( ol )
১৩। দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনের শ্রেণি প্রত্যয় ?
ক) এন ( ane )
খ) ইন ( ene )
গ) আইন ( yne )
ঘ) ওন ( one )
উত্তর : খ) ইন ( ene )
১৪। কার্বক্রিলিক অ্যাসিড সমগনীয় শ্রেণীর সর্বনিম্ন আণবিক ভরবিশিষ্ট সদস্য ?
ক) ফর্মিক অ্যাসিড
খ) অ্যাসিটিক অ্যাসিড
গ) প্রোপিওনিক অ্যাসিড
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) ফর্মিক অ্যাসিড
১৫। CH³CH²CH³ যৌগটির IUPAC পদ্ধতিতে নাম হল ?
ক) প্রোপিন
খ) প্রোপেন
গ) প্রোপাইন
ঘ) ইথেন
উত্তর : খ) প্রোপেন
১৬। জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে ?
ক) অ্যালকিল মূলক
খ) অ্যালকাইল মূলক
গ) কার্যকারী মূলক
ঘ) মুক্ত মূলক
উত্তর : গ) কার্যকারী মূলক
১৭। সবচেয়ে C পরমাণুবিশিষ্ট অ্যালকোহলের নাম ?
ক) মিথানল
খ) ইথানল
গ) প্রোপানল
ঘ) বিউটানল
উত্তর : ক) মিথানল
১৮। CH³CH²CH² যৌগে কার্যকরী মূলকটি হল ?
ক) হাইড্রক্সিল
খ) অ্যালডিহাইড
গ) অ্যামিনো
ঘ) কার্বক্সিল
উত্তর : গ) অ্যামিনো
১৯। সমগনীয় শ্রেণীর পরপর অবস্থিত যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হল ?
ক) CH³
খ) CH²
গ) CH
ঘ) –CH=CH–
উত্তর : খ) CH²
২০। C⁴H⁶ সংকেত বিশিষ্ট অ্যালকাইনে সমযোজী একক বন্ধনের সংখ্যা ?
ক) 0
খ) 1
গ) 8
ঘ) 2
উত্তর : গ) 8
২১। প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ ?
ক) মিথাইল
খ) ইথাইল
গ) প্রোপাইল
ঘ) আইসোপ্রোপাইল
উত্তর : খ) ইথাইল
২২। অ্যালকাইন যৌগে কার্বন পরমাণু ২টি হলে হাইড্রোজেন পরমাণু কতগুলি হবে ?
ক) 1
খ) 2
গ) 4
ঘ) 6
উত্তর : খ) 2
২৩। কোন অণুতে সবকটি পরমাণু একই তলে থাকে ?
ক) C²H⁶
খ) C²H⁴
গ) CH⁴
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ) C²H⁴
২৪। স্তন্যপায়ী প্রাণীদের মুত্রে পাওয়া যায় ?
ক) সাইট্রিক অ্যাসিড
খ) ইউরিয়া
গ) ল্যাকটিক অ্যাসিড
ঘ) ফর্মিক অ্যাসিড
উত্তর : খ) ইউরিয়া
২৫। একটি জৈব যৌগের সংকেত C³H⁴ । এটি কোন শ্রেনীর জৈব যৌগ ?
ক) অ্যালকেন
খ) অ্যালকিন
গ) অ্যালকোহল
ঘ) অ্যালকাইন
উত্তর : ঘ) অ্যালকাইন