জ্বালানিরূপে CNG ব্যবহারের অসুবিধাগুলি কী কী ?

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর জ্বালানিরূপে CNG ব্যবহারের অসুবিধাগুলি কী কী jalanirupe cng baboharer osubidhaguli ki ki


উত্তর : জ্বালানি হিসেবে CNG ব্যবহারের অসুবিধাগুলি হল—

গ্যাসীয় অবস্থাজনিত অসুবিধা : গ্যাসীয় অবস্থায় CNG -এর প্রতি একক আয়তনের দহনে উৎপন্ন শক্তির পরিমাণ অন্যান্য জ্বালানি অপেক্ষা কম হয় । 

সঞ্চয়জনিত অসুবিধা : CNG - কে সঞ্চয় করতে প্রয়োজনীয় ট্যাংকের আয়তনের তুলনায় অনেক বেশি হয়। 
 
দুর্ঘটনার সম্ভাবনা : CNG বায়ু অপেক্ষা হালকা । তাই সিলিন্ডার থেকে CNG নির্গত হলে তা ওপরের দিকে উঠতে থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়ে । ফলে অঞ্চলটি CNG গ্যাস দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে , যা ভয়ংকর বিস্ফোরণ ঘটাতে পারে । 

পরিবেশগত অসুবিধা : CNG ব্যবহারের সময় সামান্য পরিমাণ পরিত্যক্ত মিথেন বায়ুতে মেশে , যা একটি গ্রিনহাউস গ্যাস । 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন