ঢালাই লােহা , পেটা লােহা এবং ইস্পাতের ব্যবহার লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর ঢালাই লােহা , পেটা লােহা এবং ইস্পাতের ব্যবহার লেখাে dhalai loha peta loha abong ispater babohar lekho


উত্তর : লােহার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হলো – 

কাস্ট আয়রন বা ঢালাই লােহার ব্যবহার : (১) পেটা লােহা প্রস্তুতিতে ঢালাই লােহা ব্যবহৃত হয় । (২) লােহার নল , ম্যানহােলের ঢাকনা , ইস্ত্রি, রেলিং , কড়াই , আলােকস্তম্ভ প্রভৃতি তৈরিতে কাস্ট আয়রন বা ঢালাই লােহা ব্যবহৃত হয় । 

রট আয়রন বা পেটা লােহার ব্যবহার : (১) তড়িৎচুম্বকের মজ্জা তৈরিতে পেটা লােহা ব্যবহৃত হয় । (২) তার ,শেকল , পেরেক , রড ,নাট বন্টু প্রভৃতি তৈরিতে পেটা লােহা ব্যবহৃত হয় । (৩) জাহাজের নােঙর , ক্রেন প্রভৃতি তৈরিতে পেটা লােহা ব্যবহৃত হয় । 


 ইস্পাত বা স্টিলের ব্যবহার : (১) মােটরগাড়ি , রেলের বগি ,ইঞ্জিন , চাকা , রেললাইন , গাড়ির স্প্রিং, জাহাজ ইত্যাদি তৈরিতে ,(৩) ছুরি, কাঁচি, ব্লেড , অস্ত্রোপচারের যন্ত্রপাতি প্রস্তুতিতে, (৩) হাতা , খুন্তি,থালা , বাটি, গ্লাস ইত্যাদি প্রস্তুতিতে (৪) কৃষিকাজের জন্য লাঙল ও ট্রাক্টরের ফলা , জলের পাম্প তৈরিতে স্টিল ব্যবহৃত হয় । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন