উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হলেও শতাধিক দেশীয় রাজ্য তখনও পর্যন্ত স্বাধীন ছিল । তাই অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারত সমস্যায় পড়ে । এরূপ একটি দেশীয় স্বাধীন রাজ্য ছিল হায়দরাবাদ । শেষ পর্যন্ত ভারত সরকার বলপূর্বক এই রাজ্যটিকে ভারতভুক্ত করে ।
( i ) পটভূমি : হায়দরাবাদ ছিল একটি দেশীয় স্বাধীন রাজ্য । এখানের শাসক ছিলেন নিজাম । রাজ্যের ৮৭ শতাংশ জনগণই ছিলেন হিন্দু । তারা ভারতে যোগদানের পক্ষপাতী হলেও নিজাম তাঁর স্বাধীন অস্তিত্ব ধরে রাখতে তৎপর ছিলেন । তিনি ব্রিটেনের কাছে হায়দরাবাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেন ।
( ii ) কংগ্রেসের প্রতিক্রিয়া : দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ আগে হায়দরাবাদ রাজ্যে কংগ্রেস সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে । কিন্তু নিজাম সরকার ও রাজাকার বাহিনী তাদের ওপর নির্মম অত্যাচার চালায় । বাধ্য হয়ে বহু মানুষ ভারতের ত্রাণশিবিরে আশ্রয় গ্রহণ করে ।
( iii ) ভারতের প্রতিক্রিয়া : এরূপ পরিস্থিতিতে ভারত সরকার তার নিরাপত্তার প্রশ্নে হায়দরাবাদ সরকারকে এক চরমপত্র পাঠায় ( ১৮৪৮ খ্রিস্টাব্দ )।তাতে রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানানো হয় । কিন্তু নিজাম সেই দাবি অস্বীকার করলে ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরির নেতৃত্বে ভারত হায়দরাবাদ আক্রমণ করে । ১৮ সেপ্টেম্বর হায়দরাবাদ দখল হয় ।
মন্তব্য : নিজাম পরাজিত হয়ে ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন । শেষপর্যন্ত ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হায়দরাবাদ রাজ্যটিকে ভারতভুক্ত করা হয় ।