দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল ?

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান কী ছিল deshiyo rajyagulir bharatbhuktikorone sordar bollobbhai pateler obodan ki chilo


উত্তর : ভারত স্বাধীন হওয়ার পর ভারতের অধিকাংশ দেশীয় রাজ্য ভারত ডোমিনিয়নের বাইরে ছিল । কিন্তু ভারতের স্বরাষ্ট্র সচিব বল্লভভাই প্যাটেলের বলিষ্ঠ নেতৃত্বে এই রাজ্যগুলির ভারতভুক্তি হয় । 


( i ) দেশীয় রাজ্য দফতরের নেতৃত্ব : দেশীয় রাজ্যগুলি সম্পর্কে একটি সুস্পষ্ট নীতি নির্ধারণের জন্য ভারত সরকার ১৯৪৭ খ্রিস্টাব্দে ( জুলাই ) দেশীয় রাজ্য দফতর নামে একটি পৃথক সংস্থা গড়ে তোলে । এর নেতৃত্ব দেন সর্দার বল্লভভাই প্যাটেল ।তিনি দেশীয় রাজ্যগুলির রাজন্যবর্গকে সামরিক অভিযানের ভয় দেখান । যাতে তাঁরা ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন । 


( ii ) কূটনৈতিক চাপ : বল্লভভাই প্যাটেল চেয়েছিলেন যত দ্রুত সম্ভব দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করে দেশের আশু সমস্যার সমাধান করতে , বিশেষ করে ভারতের অখণ্ডতা ও ঐক্য অটুট রাখতে । এজন্য তিনি দেশীয় রাজ্যগুলির ওপর প্রবল কূটনৈতিক চাপ প্রয়োগ করেন । ফলে অনেক দেশীয় রাজ্য ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে । 


( iii ) ভারতভুক্তি আইন প্রণয়ন : বল্লভভাই প্যাটেলের উদ্যোগে গঠিত হয় ইনস্ট্রুমেন্ট অব্ অ্যাকসেশন নামক ভারতভুক্তির দলিল । তাঁরই বলিষ্ঠ নেতৃত্বে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পন্ন হয় । তাঁর উদ্যোগে ভারত সরকার বলপূর্বক হায়দরাবাদ ও জুনাগড় রাজ্যদুটি দখল করে । কাশ্মীর বাধ্য হয়ে উক্ত দলিলে স্বাক্ষরকরে । 

মন্তব্য : এইভাবে বল্লভভাই প্যাটেলের অনমনীয় মনোভাব ও কূটকৌশলের জোরে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ঘটে । ফলে ভারতের জাতীয় ঐক্য ,অখণ্ডতা ও সার্বভৌমত্বরক্ষা পায় । এ প্রসঙ্গে ড . অমলেশ ত্রিপাঠীর মত শিরোধার্য । তিনি বলেছেন , ‘ যদি না বল্লভভাই প্যাটেল দৃঢ় হস্তে হায়দরাবাদ ,  সহ শত শত দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করতেন তবে আজ আমাদের দশা হত বল্কানের মতো ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন