উত্তর : গ্যাসের চাপ ও ব্যাপন ক্রিয়া — এই দুটি ঘটনা প্রমাণ করে গ্যাসের অণুগুলি গতিশীল ।
(১) গ্যাসের চাপ : গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় । গ্যাসের অণুগুলি দেয়ালে ধাক্কা মারার জন্য দেয়ালের ওপর একটি বল প্রযুক্ত হয় । পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত এই বলই হল গ্যাসের চাপ ।
(২) ব্যাপন ক্রিয়া : দুই বা ততােধিক গ্যাস একে অন্যের মধ্যে নিজে থেকেই মিশে যায় । এটি হল ব্যাপন । সুতরাং গ্যাসের চাপ ও ব্যাপন দুটোই গ্যাসের অণুগুলাের গতিশীলতার জন্য ঘটে ।