দুর্গাপুরে লৌহ -ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর দুর্গাপুরে লৌহ -ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো durgapur louho ispat shilpokendro gore othar karonguli alochona koro


ত্তর : অবস্থান : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে ভারত সরকারের উদ্যোগে ও ব্রিটিশ ইস্কন কোম্পানির সহযোগিতায় 1959 খ্রিস্টাব্দে দামোদর নদের তীরে এই ইস্পাত কেন্দ্রটি ( DSP ) স্থাপিত হয় । 1962 খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয় । এটি একটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা । দুর্গাপুরে একটি ইস্পাত কারখানা ( ASP ) রয়েছে । 



গড়ে ওঠার কারণ : ( ১ ) কাঁচামাল : (a) আকরিক লোহা : ওড়িশার বোলানি ও গুরুমহিষানি এবং ঝাড়খণ্ডের নোয়ামুন্ডিও গুয়া ( দূরত্ব 327 কিমি ) থেকে আকরিক লোহা পাওয়ার সুবিধা রয়েছে । 

(b) কয়লা : 40 কিমি দূরে রানিগঞ্জ এবং 180 কিমি দূরের ঝরিয়া কয়লা খনি থেকে কয়লা পাওয়ার সুবিধা রয়েছে । 

( c) অন্যান্য : ওড়িশার বীরমিত্রপুর ও হাতিবাড়ি অঞ্চলের চুনাপাথর ও ডলোমাইট ; বড়জামদা ও সুন্দরগড় অঞ্চলের ম্যাঙ্গানিজ ( দূরত্ব327 কিমি ) এই শিল্পকেন্দ্রে আনা হয় । 

( ২ ) জল :দামোদর নদ ও দুর্গাপুর ব্যারেজ থেকে স্বচ্ছ জল পাওয়ার সুবিধা রয়েছে । 

( ৩ ) শক্তি : দামোদর উপত্যকা পরিকল্পনার ( DVC ) জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎকেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার সুবিধা রয়েছে ।  

( ৪ ) শ্রমিক : জনবহুল পশ্চিমবঙ্গ , বিহার ও ঝাড়খণ্ডের সুলভ ও দক্ষ শ্রমিকের সুবিধা রয়েছে ।  

( ৫ ) পরিবহণ : ইস্টার্ন রেলওয়ে ,দামোদর খালপথ NH - 2- এর মাধ্যমে প্রয়োজনীয় পণ্য আমদানি -রপ্তানির সুবিধা রয়েছে । 

( ৬ ) বন্দর : কলকাতা ও হলদিয়া বন্দরের সুবিধা রয়েছে ।  

( ৭ ) বাজার : দুর্গাপুর ও আসানসোল শিল্প বলয়ের বিশাল বাজারের সুবিধা বর্তমান ।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন