উত্তর : ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প দুটি অংশের ( Component ) সম্মিলিত ফল । একটি হল তথ্যপ্রযুক্তি পরিসেবা এবং অপরটি হল বিজনেস প্রোসেস আউট সোর্সিং ( BPO ) । NASSCOM ( National Association for Software and Services Companies )-এর হিসাব অনুযায়ী 2011-12 খ্রিস্টাব্দে ভারতে IT শিল্পে প্রত্যক্ষ 28 লক্ষ এবং পরোক্ষভাবে 47 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে । তথ্যপ্রযুক্তি শিল্পের অভূতপূর্ব উন্নতির কারণগুলি হল —
( ১ ) মানব সম্পদ : মানুষের উচ্চমেধা জ্ঞান তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান সম্পদ । এই শিল্প অতি উন্নত মেধা নির্ভর । সারা ভারত জুড়ে উন্নত মেধা সম্পন্ন মানব সম্পদের প্রাচুর্য রয়েছে ।
( ২ ) প্রশিক্ষণ কেন্দ্র : সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে অসংখ্য উচ্চমানের তথ্যপ্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠান ।যেমন — (i) IIT প্রতিষ্ঠান রয়েছে 16টি স্থানে , যথা — রুরকী , নিউদিল্লি , কানপুর ,বারাণসী , পাটনা ,খড়্গপুর , চেন্নাই, মুম্বাই প্রভৃতি । (ii) এছাড়াও রয়েছে উচ্চমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান । যেমন - Indian Institute of Science- বেঙ্গালুরু ; (iii) Indian Institute of Science Education and Research- কলকাতা ,পুনে ; ( iv ) Indian Institute of Space Science and Technology তিরুবনন্তপুরম ; ( v) Indian Institute of Engineering Science and Technology - কলকাতা ; ( vi ) Indian Institute of Science and Technology- হায়দরাবাদ । এইসব প্রতিষ্ঠান প্রশিক্ষিত মেধাবী ইঞ্জিনিয়ার উদ্ভাবক ও অন্যান্য কলাকুশলী সম্পদ সৃষ্টি করে যা IT শিল্পের মূল উন্নতির কারণ ।
( ৩ ) উন্নত পরিকাঠামো : কেন্দ্র ও রাজ্য সরকার এই শিল্পের প্রতি আগ্রহ দেখিয়ে উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ,বিদ্যুৎ পরিসেবা , নিরাপত্তা , 24 × 7 কর্মের পরিবেশ প্রভৃতি বিষয়ে উন্নত পরিকাঠামোগত সুযোগ করে দিচ্ছে ।
( ৪ ) বিপুল চাহিদা ও বাজার : ভারতবর্ষ দ্রুত উন্নয়নশীল দেশ । কৃষি , শিল্প , পরিবহণ -যোগাযোগ ,শিক্ষা , স্বাস্থ্য,ব্যাবসা, সরকারি , বেসরকারি পরিসেবা প্রদান প্রভৃতি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার ভারতসহ প্রতিবেশী দেশগুলিতে বিশাল বাজার তৈরি হয়েছে । বর্তমানে IT মার্কেটিং - এ উজ্জ্বল পেশা হিসেবে – ( a) হার্ডওয়্যার , ( b ) সফটওয়্যার , (c) আই এস পি সার্ভিস , (d) ওয়েব , ( e) ই -কমার্স , ( f ) গ্রাফিক্স মার্কেটিং উল্লেখযোগ্য । ন্যাসকম - এর তথ্য অনুযায়ী 2020 খ্রিস্টাব্দে ভারত এই শিল্প থেকে 191 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ।
( ৫ ) মূলধনের প্রাচুর্য : উদারীকরণ ও বিশ্বায়নের মধ্য দিয়ে ভারতের এই উদীয়মান শিল্পটিতে দেশীয় ও বহুজাতিক সংস্থাগুলি বিপুল অর্থ বিনিয়োগ করায় শিল্পটি বিকশিত ও পল্লবিত হয়েছে ও হচ্ছে । ভারতের কয়েকটি প্রধান IT হাব (i) বেঙ্গালুরু (ii) চেন্নাই (iii) হায়দরাবাদ (iv) কলকাতা (v) দিল্লি-গুরগাঁও-নয়ডা (vi) পুনে (vii) ত্রিবান্দ্রম (vii) তিরুবনন্তপুরম ।