দলিত আন্দোলনে ড . ভীমরাও আম্বেদকরের ভূমিকা কী ছিল ?

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর দলিত আন্দোলনে ড . ভীমরাও আম্বেদকরের ভূমিকা কী ছিল dolit andolone bhimrao ambedkar bhumika ki chilo

উত্তর : ব্রিটিশ ভারতে দলিত হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও রাজনৈতিক অধিকার অর্জনের দাবিতে যে ক - জন ব্যক্তি আন্দোলন ও প্রতিবাদে সরব হয়েছিলেন , তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ড . ভীমরাও আম্বেদকর । 

( i ) মাহাদ মার্চ : অস্পৃশ্য দলিতরা যাতে সর্বসাধারণের জলাশয় বা কুয়ো থেকে জল নিতে পারে তার জন্য আম্বেদকর ১৯২৭ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের কোবালা অঞ্চলের চৌদার জলাশয়ে মাহাদ মার্চ করেন । 

( ii ) মন্দিরে প্রবেশের দাবি : উচ্চবর্ণের হিন্দুদের মন্দিরগুলিতে দলিতদের প্রবেশাধিকারের দাবিতে তিনি ১৯২৭ খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করেন । তাঁর ডাকে সাড়া দিয়ে অগণিত দলিত মাহাদ এই আন্দোলনে শামিল হয় । এ ছাড়া তিনি ১৯৩০ খ্রিস্টাব্দে নাসিকের কলারাম মন্দিরেও অনুরূপ আন্দোলন করেন । 


( iii ) নাসিক সত্যাগ্রহ : ১৯৩০ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ আম্বেদকর মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে সত্যাগ্রহের ডাক দেন । এই সত্যাগ্রহে অসংখ্য দলিত অংশগ্রহণ করে তাক লাগিয়ে দেয় । প্রায় ৫ বছর ধরে দলিতরা এই সত্যাগ্রহ চালিয়ে ছিল ।


ফলাফল : এই অবস্থায় বোম্বাই সরকার ১৯৩৩ খ্রিস্টাব্দে মন্দির প্রবেশ সংক্রান্ত বিল পাস করে । এর ফলে মন্দিরগুলিতে দলিতরা প্রবেশ করার অধিকার পায় । পরবর্তী সময়ে মাদ্রাজ , মধ্যপ্রদেশ ও অন্যান্য জায়গাতেও অনুরূপ অধিকার স্বীকৃত হয় ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন