উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারতবাসীর কাছে একটি স্মরণীয় দিন । তথাপি দেশভাগের পর স্বাধীন ভারত নানান সমস্যার সম্মুখীন হয় ।
( i ) সাম্প্রদায়িক দাঙ্গা : দেশভাগের পর ভারতের নানা স্থানে হিন্দু , মুসলমান ও শিখ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা চরম আকার ধারণ করে । দাঙ্গার কবলে পড়ে বহু মানুষ হতাহত হয় । বাড়িঘর লুঠ , ঘর জ্বালানো , ধর্মান্তরকরণ প্রভৃতি ঘটনায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে ।
( ii ) উদ্বাস্তু সমস্যা : দেশভাগের পর পশ্চিম পাকিস্তান থেকে হিন্দু ও শিখরা এবং পূর্ব-পাকিস্তান থেকে সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে দলে দলে ভারতে প্রবেশ করে । ফলে ভারত উদ্বাস্তু সমস্যায় জর্জরিত হয় ।
( iii ) খাদ্যসংকট : স্বাধীনোত্তরকালে ভারতের আর - একটি সমস্যা ছিল খাদ্য সমস্যা । দেশভাগের ফলে বিপুল পরিমাণ উর্বর কৃষিজমি পাকিস্তানে চলে যায় । ফলে দেশে প্রবল খাদ্যসংকট দেখা দেয় । তার সঙ্গে যুক্ত হয়েছিল শরণার্থীদের চাপ ।
( iv )দেশীয় রাজ্য সংক্রান্ত সমস্যা : ভারত স্বাধীন হলেও , তখনও পর্যন্ত দেশে ৬০১ টি স্বাধীন দেশীয় রাজ্য ছিল । তারা নানা কারণে স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়নি । এই ঘটনা ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী ছিল ।
মন্তব্য : উপরোক্ত সমস্যাগুলি ছাড়াও ভারতের সামনে আর - একটি কঠিন চ্যালেঞ্জ ছিল । তা হল নানা জাতি , ধর্ম , বর্ণ ও সংস্কৃতির মানুষজনদের নিয়ে একটি শক্তিশালী ও সার্বভৌম ভারত রাষ্ট্র গড়ে তোলার চ্যালেঞ্জ । যা ছিল সত্যিই একটি কঠিন কাজ ।