আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখাে ।

মাধ্যমিক দশম টেন ভৌতবিজ্ঞান madhyamik class 10 x physics science questions answers প্রশ্নোত্তর আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয়গুলি লেখাে adorsho gaser gotiyo totter swikarjo bishoyguli lekho


উত্তর : আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য বিষয় — 

(১) সকল গ্যাসই বহুসংখ্যক অণুর সমষ্টি । একই গ্যাসের অণুগুলি একইরকম কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা । 

(২) গ্যাসের অণুগুলি বিন্দুভর অর্থাৎ , পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য । 

(৩) যতক্ষণ না গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায় ততক্ষণ অণুগুলি সরলরেখায় সমদ্রুতিতে গতিশীল থাকে । ধাক্কা খাওয়ায় গ্যাস অণুগুলির গতি হয় সম্পূর্ণ বিশৃঙ্খল । 

(৪) কোনাে একটি ধাক্কার পূর্বে ও পরে অণুগুলির মােট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে । 

(৫) গ্যাসের অণুগুলির নিজেদের মধ্যে কোনাে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না , অর্থাৎ গ্যাস- অণুগুলির কোনাে স্থিতিশক্তি নেই , সম্পূর্ণ শক্তিই গতিশক্তি । 

(৬) গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল । এদের বেগের মান শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে । 


(৭) গ্যাস যে পাত্রে আছে সেই পাত্রের সর্বত্র উষ্ণতা স্থির থাকলে যে - কোনাে স্থানে একক আয়তনে অণুর সংখ্যা অপরিবর্তিত থাকে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন