ভগৎ সিং টীকা লেখো ।

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর ভগৎ সিং টীকা লেখো bhogot singha tika lekho


উত্তর : ১৯০৭ খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিপ্লবী ভগৎ সিংহের জন্ম হয় । তিনি ছিলেন বিখ্যাত বিপ্লবী অজিত সিংহের ভ্রাতুষ্পুত্র । লাহোরের জাতীয় কলেজে পড়ার সময় তিনি বিপ্লবীমন্ত্রে দীক্ষিত হন । 


( i ) রাজনৈতিক জীবন : ছাত্রজীবনে ভগৎ সিং বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সান্নিধ্যে আসেন এবং ১৯২৩ খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্থান রিপাবলিকান পার্টির সদস্যপদ গ্রহণ করেন । এরপর তিনি নিজের প্রচেষ্টায় গড়ে তোলেন নওজোয়ান ভারত সভা । ১৯২৮ খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্থান রিপাবলিকান পার্টির নেতৃত্ব গ্রহণ করেন এবং পরে এই দলের নামকরণ করেন হিন্দুস্থান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন । 


( ii ) বিপ্লবী কার্যকলাপ : ( a ) লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি ১৯২৮ খ্রিস্টাব্দে লাহোরের পুলিশ ইনস্পেকটর স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন । ( b ) এরপর ১৯২৯ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দু জনে মিলে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন । এই সময় দিল্লির সেন্ট্রাললেজিসলেটিভ হলে ভারতীয় জনস্বার্থ বিরোধী ট্রেড ডিসপিউট বিল ও পাবলিক সেফটি অ্যাক্ট নিয়ে অধিবেশন চলছিল । তাঁরা ধরা পড়েন এবং এঁদের বিরুদ্ধে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা ( ১৯৩১ খ্রিস্টাব্দে )। ১৯৩১ খ্রিস্টাব্দের ২৩ মার্চ তাঁদের ফাঁসি হয় । 



মূল্যায়ন : এইভাবে শেষ হয় পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের এক আলোড়নকারী অধ্যায় । ভগৎ সিং - এর এই দেশপ্রেম ও ফাঁসির মঞ্চে তাঁর আত্মবলিদান এদেশের যুবমানসে জুগিয়েছিল অপরিসীম সাহস এবং অনুপ্রেরণা । 


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন