ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর ভারতের জনজীবনে হিমালয়ের গুরুত্ব আলোচনা করো bharoter jonojibone himaloyer gurutto alochona koro


উত্তর : ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব অপরিসীম । হিমালয়ের প্রভাবগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় । যথা— (1) জলবায়ুগত প্রভাব ও (2) অর্থনৈতিক প্রভাব । 

(১) জলবায়ুগত প্রভাব : ( i ) শীতের প্রকোপ থেকে রক্ষা : হিমালয় পর্বত অর্ধচন্দ্রাকারে ভারতের উত্তরপ্রান্তে পূর্ব-পশ্চিমে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকায় সাইবেরিয়া থেকে আগত শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না । এর ফলে শীতকালীন উষ্ণতা খুব বেশি হ্রাস পায় না । 

( ii ) বৃষ্টিপাত : দক্ষিণ - পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধা পেয়ে পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটায় । 

( iii ) বনভূমির সৃষ্টি : হিমালয় পর্বতের বিভিন্ন অংশে উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের বনভূমির সৃষ্টি হয়েছে । 

( iv ) পশ্চিমি ঝঞ্ঝার আবির্ভাব : হিমালয় পর্বত পূর্ব-পশ্চিমে বিস্তৃত থাকায় উত্তর - পশ্চিম ভারতে শীতকালে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয় ।



( 2 ) অর্থনৈতিক প্রভাব : ( i ) পশুপালন : হিমালয়ের পাদদেশের তৃণভূমিতে পর্যাপ্ত পশুপালন করা হয় — যার ওপর নির্ভর করে অসংখ্য মানুষ জীবিকানির্বাহ । 

( ii ) কৃষিকাজ : হিমালয়ের পার্বত্য অঞ্চলের পার্বত্য ঢালে ছোটো , বড়ো , মাঝারি বাগান বা বাগিচা তৈরি করে বাগিচা কৃষির প্রসার ঘটানো হয়েছে । অসম , পশ্চিমবঙ্গ , হিমাচল প্রদেশে ফল ও চা বাগিচা প্রসার লাভ করেছে । 

( iii) চিরপ্রবাহী নদীর উৎস : হিমালয়ের বরফাবৃত সুউচ্চ শৃঙ্গ থেকে অসংখ্য চিরপ্রবাহী নদী ( গঙ্গা ,সিন্ধু, ব্রক্ষ্মপুত্র, যমুনা, শতদ্রু, তিস্তা ) উৎপত্তি লাভ করেছে । 

( iv ) জলবিদ্যুৎ : তুষারগলা জলে পুষ্ট খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল । 

( v ) উর্বর সমভূমি : হিমালয় পর্বত থেকে উৎপন্ন অসংখ্য নদী পলির সঞ্জয় ঘটিয়ে উত্তর ভারতে উর্বর সমভূমির সৃষ্টি করেছে । 

( vi ) খনিজ : হিমালয়ের বিভিন্ন অংশে নানা মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায় । 

( vii ) পর্যটনশিল্প ও তীর্থক্ষেত্র : হিমালয়কে ভারতের দেবভূমি বলা হয় । এই অঞ্চলে কেদারনাথ , অমরনাথ , বদ্রীনাথ প্রভৃতি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে । এ ছাড়াও এখানে রয়েছে কাশ্মীর , সিমলা , দেরাদুন , মানালি , গ্যাংটক , দার্জিলিং , নৈনিতাল প্রভৃতি বিখ্যাত পর্যটন কেন্দ্র ।  

( viii ) প্রতিরক্ষা : প্রাকৃতিক বাধা হিসেবে হিমালয় পর্বত অবস্থান করে বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করে । এতে দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় কম হয় ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন