ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো bharate duttro jonosonkhya briddhir karonguli lekho


উত্তর : ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি ।2001-20011 খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 17.64% । 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি 1 লক্ষ 93 হাজার 422 জন । বর্তমানে 2020 সালে ভারতের জনসংখ্যা 138 কোটি 4 হাজার 385 জন । ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হল 

( ১ ) উচ্চ জন্মহার : 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী, ভারতে মোট জন্মহার 21.8 জন প্রতি হাজারে ,যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি । ফলে উচ্চ জন্মহার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী । 

( ২ ) নিম্ন মৃত্যুহার : আর্থসামাজিক উন্নতি ও চিকিৎসাবিজ্ঞান - এর উন্নতির জন্য ভারতে মৃত্যুহার অনেকাংশে হ্রাস পেয়েছে । 2020 খ্রিস্টাব্দে গণনা অনুযায়ী ভারতের জন্মহার 7.3 জন প্রতি 1000 জনে । জন্মহার ও মৃত্যুহারের এই পার্থক্য ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ । 

( 3 ) অধিক পরিব্রাজন : স্বাধীনতার পর দেশভাগের সময় বাংলাদেশ , পাকিস্তান , নেপাল থেকে বহু মানুষ ভারতে চলে এসেছে এবং পাকাপাকি ভাবে বসবাস শুরু করেছে । বর্তমানে বেআইনিভাবে এবং চাকরি বা শিক্ষাসূত্রে অনেকেই পরিব্রাজিত হয়েছে ভারতে । ফলে ভারতের জনসংখ্যা দ্রুতবৃদ্ধি পাচ্ছে । 

( ৪ ) বাল্যবিবাহ : ভারতের ছেলেদের 21 বছর ও মেয়েদের 18 বছরের ঊর্ধ্বে বিয়ে দেওয়া আইনত অপরাধ । কিন্তু এই বিধিনিষেধ অমান্য করে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলেও অনেক জায়গায় ছেলেদের ও মেয়েদের নির্দিষ্ট বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়া হয় । ফলে মেয়েদের সন্তান ধারণ ক্ষমতা ও সময়সীমা বেড়ে যায় এবং জন্মের হার বৃদ্ধি পায় । 

( ৫ ) কুসংস্কার : ভারতে এখনও অনেক মানুষ ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন থাকে যে পুত্রসন্তান একমাত্র বংশের মর্যাদা রক্ষা করবে , পিতামাতার মৃত্যুর পরে তার পারলৌকিক ক্রিয়া সম্পাদন করবে । এছাড়া বার্ধক্য অবস্থায় পিতামাতাকে দেখাশোনা করবে , নিরাপত্তা প্রদান করবে । 

( ৬ ) শিক্ষার অভাব : ভারতে অনেক মানুষ শিক্ষার অভাবে কুসংস্কারাছন্ন , যা ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ । 

( ৭ ) অন্যান্য কারণ : এছাড়া (i) বিপর্যয়ের প্রভাব  (ii) মেয়েদের স্বল্প সামাজিক মর্যাদা  (iii) দরিদ্র মানুষদের অর্থনৈতিক নিরাপত্তা লাভের আশায় পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করে (iv) বহু বিবাহ প্রথা প্রভৃতির জন্য ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটে ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন