ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো ।

মাধ্যমিক দশম টেন ভূগোল madhyamik class 10 x geography questions answers প্রশ্নোত্তর ভারতের বনভূমি সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো bharater bonobhumi songrokhoner poddhotiguli alochona koro


উত্তর : ভারতে অরণ্য সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত বেশ কতকগুলি পদ্ধতি চালু করা হয়েছে , যেমন — 

( ১ ) যথেচ্ছ বৃক্ষচ্ছেদন প্রতিরোধ : বনাঞ্চলের বৃক্ষচ্ছেদনের জন্য প্রতিটি দেশের সরকার নির্দিষ্ট কয়েকটি নীতি প্রণয়ন করেছেন । ভারত সরকারের অরণ্য ( সংরক্ষণ )আইন , 1980 ( সংশোধিত ,1988 খ্রিস্টাব্দ ) অনুসারে অরণ্যকে কোনো কাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হবে । ফলে নির্বিচারে বৃক্ষছেদন বন্ধহবে । 


( ২ ) পশুচারণ নিয়ন্ত্রণ : বনাঞ্চলে পশুচারণ নিয়ন্ত্রণ খুবই জরুরি । কারণ গোরু , মেষ ,ছাগল ,মহিষ প্রভৃতি জীবজন্তু বনভূমির নতুন চারাগাছ , ঘাস প্রভৃতি নষ্ট করে দেয় । ভারতে এই সকল জীবজন্তু প্রতিপালন করার জন্য পশুপালন ক্ষেত্র নির্দিষ্ট করে বনভূমি সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন ৷


( ৩ ) বনসৃজন : যে জমি কৃষির অনুপযোগী সেই জমিতে নতুন চারাগাছ রোপণ করে অরণ্য সম্পদের জোগান অব্যাহত রাখা প্রয়োজন । প্রত্যেক বছর 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় । ভারতেও এই দিনটিতে বনমহোৎসব করে পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হচ্ছে । 


( ৪ ) অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ : অপরিণত বৃক্ষচ্ছেদন বন্ধ করে কেবলমাত্র পরিণত বৃক্ষছেদনের জন্য সমস্ত মানুষকে সচেতন করা হচ্ছে । 

( ৫ ) বন সংরক্ষণজনিত শিক্ষার প্রসার : মহারাষ্ট্রের চন্দ্রপুর, তামিলনাড়ুর কোয়েম্বাটোর ,অসমের বর্নিহাট, মধ্যপ্রদেশের বালাঘাট , পশ্চিমবঙ্গের , কার্শিয়াং প্রভৃতি স্থানে সরকারি কর্মীদের বনপালন বা বন সংরক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।‘ভারতীয় বনভূমি সমীক্ষা’ নামে একটি সংস্থাও গড়ে তোলা হয়েছে । সমগ্র দেশের বনসম্পদের পূর্ণাঙ্গ সমীক্ষা ও সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে এই সংস্থা কাজ করছে । 

( ৬ ) দাবানল প্রতিরোধ : শুকনো গাছে ঘষা লেগে যাতে দাবানল না সৃষ্টি হয় সেজন্য বর্তমানে শুকনো গাছ ও ডালপালা কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । 

( ৭ ) আইন প্রণয়ন : আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ ও আইন লঙ্ঘনকারীদের শাস্তির বিধান আবশ্যক । 

( ৮ ) কীটনাশক প্রয়োগ : কীটনাশক ও অন্যান্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের নিয়মিত প্রয়োগ ।  

( ৯ ) জনসচেতনতা বৃদ্ধি : বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে বনভূমির উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারলে বন সংরক্ষণ অনেকখানি বাস্তবায়িত হবে ।




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন