বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল

মাধ্যমিক দশম টেন ইতিহাস madhyamik class 10 x history questions answers প্রশ্নোত্তর বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল banglai mudron shilper bikashe gongakishor bhattacharya kirup obodan chilo


উত্তর : উনিশ শতকে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে বাংলায় ছাপাখানা শিল্পের প্রসার ঘটলেও এ বিষয়ে অন্যতম উদ্যোক্তা হিসেবে গঙ্গাকিশোর ভট্টাচার্যের নাম প্রণিধানযোগ্য । 

( i ) প্রথম জীবন : গঙ্গাকিশোর ভট্টাচার্য শ্রীরামপুরের নিকট বাহার নামক গ্রামে জন্মগ্রহণ করেন । লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি শ্রীরামপুর মিশন প্রেসে কম্পোজিটার হিসেবে কাজ শুরু করেন । এরপর তিনি কলকাতায় ফেরির কোম্পানি প্রেসের সঙ্গে যুক্ত হন । 


( ii ) প্রেস প্রতিষ্ঠা : এরপর ১৮১৮ খ্রিস্টাব্দে কলকাতায় তিনি নিজস্ব একটি প্রেস প্রতিষ্ঠা করেন , যার নাম বাঙ্গাল গেজেটি প্রেস । এখান থেকে তিনি নিজের লেখা বই ছাপাতেন , যেমন — গঙ্গাভক্তিতরঙ্গিনী , লক্ষ্মীচরিত , বেতালপঞ্চবিংশতি , চাণক্য শ্লোক , অন্নদামঙ্গল ইত্যাদি ।


( iii ) সম্পাদক হিসেবে : ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাস নাগাদ তিনি বাঙ্গাল গেজেটি নামে একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রকাশ করেন । এই পত্রিকায় সাধারণত সরকারি গেজেট , নোটিশ , চাকুরি সংক্রান্ত বিষয় স্থান পেত । পত্রিকাটির দাম ছিল ১ টাকা । যদিও ১ বছর পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায় ।


( iv ) অন্যান্য কাজ : এ ছাড়া তিনি ইংরেজি ভাষায় বেশ কিছু গ্রন্থ রচনা করেন । যেমন — এ গ্রামার ইন ইংলিশ এন্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ । চিকিৎসা বিষয়ক দ্রব্যগুণ, চিকিৎসানব , দায়ভাগ ইত্যাদি । 


মূল্যায়ন : এসব কারণে তাঁর সম্পর্কে বলা হয় তিনিই ছিলেন , প্রথম বাঙালি সাংবাদিক , মুদ্রাকর তথা প্রকাশক । 



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন