বিভাগ - ক
( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো :
১.১। হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত নীচের কোন বাক্যটি সঠিক তা নির্ণয় করো ।
ক) হরমোন ভৌত সমন্ধয়ক হিসাবে কাজ করে
খ) হরমোন অতি দ্রুত কাজ করে যা স্বল্প সময় স্থায়ী থাকে
গ) হরমোনের কার্যক্ষেত্রে সীমিত
ঘ) ক্রিয়ার পর হরমোন বিনষ্ট হয়
১.২। লঘুমস্তিষ্কের কাজটি শনাক্ত করো ?
ক) হৃদসংবহন তন্ত্র ও শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে
খ) প্রতিব্রত ক্রিয়া ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্ররূপে কাজ করে
গ) পেশিটান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে
ঘ) বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে
১.৩। নীচের কোন জোড়টি সঠিক তা স্থির করো ?
ক) কর্নিয়া অক্ষিগোলককে নির্দিষ্ট আকার প্রদান করে
খ) আইরিশ অক্ষিগোলককে O² এবং পুষ্টি সরবরাহ করে
গ) রেটিনা কর্নিয়া কে রক্ষা করে
ঘ) লেন্স উপযোজনে সাহায্য করে
১.৪। কোষ বিভাজনের কোন দশাটিকে তুমি টেলোফেজ বলে শনাক্ত করবে তা স্থির করো ।
ক) যে দশায় ক্রোমোজোমগুলি মোটা , লম্বায় ছোটো ও প্যাচানো হয়
খ) যে দশায় দুটি নতুন অপত্য নিউক্লিয়াস গঠিত হয়
গ) যে দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সাজানো থাকে
ঘ) যে দশায় কোষের বিষুব অঞ্চল থেকে ক্রমোটিড গুলির অর্ধেক এক দিকের মেরুতে এবং অপর অর্ধেক বিপরীত দিকের মেরুতে যায়
১.৫। ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন বাক্যটি সঠিক নয় তা নির্নয় করো ?
ক) পরাগরেনু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না
খ) রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন সবল বংশধর সৃষ্টি হয়
গ) বাহকের ওপর নির্ভর করতে হয়
ঘ) নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়
১.৬। বৃদ্ধির কোন দশায় কলা ও অঙ্গ গঠিত হয় তা শনাক্ত করো ?
ক) কোশ বিভাজন
খ) কোশের আকার বৃদ্ধি
গ) কোশীয় বিভেদন
ঘ) কোশ বিভাজন ও কোশের আকার বৃদ্ধি
১.৭। নীচের কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ নির্দেশ করে তা নির্ধারণ করো ?
ক) BbRR
খ) bbRr
গ) BBRR
ঘ) BbRr
১.৮। হলুদ বীজপত্র ও গোলাকার বীজযুক্ত একটি মটর গাছের ( YYRR ) সঙ্গে সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজমুক্ত অপর একটি মটরগাছের ( yyrr ) সংকরায়নের ফলে দ্বিতীয় অপত্য বংশে হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের যে সংখ্যা হবে তা গণনা করে লেখো ?
ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৯
১.৯। নীচের কোনটি জীনগত রোগ নয় তা স্থির করো ?
ক) বর্নান্ধতা
খ) থালাসেমিয়া
গ) ম্যালেরিয়া
ঘ) হিমো ফিলিয়া
১.১০। পৃথিবীতে কোনো দুটি জীব একেবারে একইরকম হয় না । এর কারণ নির্ণয় করো ?
ক) অত্যধিক জন্মহার
খ) অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম
গ) প্রকরণ
ঘ) প্রাকৃতিক নির্বাচন
১.১১। মিলার ও উরের পরীক্ষায় ব্যাবহৃত বিক্রিয়কগুলি বাছাই করো ?
ক) মিথেন , কার্বন ডাই অক্সাইড , জলীয় দ্রবণ , হাইড্রোজেন সালফাইড
খ) জলীয় বাষ্প , অক্সিজেন , অ্যামোনিয়া , মিথেন
গ) মিথেন , অ্যামোনিয়া , হাইড্রোজেন , জলীয় বাষ্প
ঘ) নাইট্রোজেন অক্সাইড , অক্সিজেন , কার্বন ডাই অক্সাইড , কার্বন মনোক্সাইড
১.১২। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো ?
ক) উৎপত্তিগত ও কার্যগতভাবে ভিন্ন
খ) উৎপত্তিগত ও গঠনগতভাবে ভিন্ন
গ) গঠনগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে অভিন্ন
ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
১.১৩। তোমার এলাকায় পানীয় জলে দূষণ ঘটলে বাসিন্দাদের কোন কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তা শনাক্ত করো ?
ক) অ্যাজমা , ব্রংকাইটিস , নিউমোনিয়া
খ) ম্যালেরিয়া , যক্ষ্মা , ব্রংকাইটিস
গ) ডায়ারিয়া , টাইফয়েড , হেপাটাইটিস
ঘ) রিকেট, অন্ধত্ব , স্কাভি
১.১৪। নীচের কোনটি এক্স সিটু সংরক্ষনের উদাহরন তাস্থির করো ?
ক) জাতীয় উদ্যান
খ) ক্রয়সংরক্ষণ
গ) অভয়ারণ্য
ঘ) বায়স্ফিয়ার রিজার্ভ
১.১৫। সর্পগন্ধার বিপন্নতার কারণ নির্বাচন করো ?
ক) অতিত্যব্যাবহার
খ) চোরাশিকার
গ) বিদেশী প্রজাতির অনুপ্রবেশ
ঘ) দূষণ
বিভাগ - খ
২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।
নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি )
২.১। স্পর্শ , আঘাত , ঘষণ , বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপক এর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত ন্যাস্টিক চলনকে__________বলে ।
২.২। ________ইন্টারফেজ দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয় ।
২.৩। মেন্ডেলের এক সংকর জনননের পরীক্ষায় F² প্রজন্মে লম্বা ও বেঁটে মটর গাছের ফোনোটাইপ অনুপাত হলো _________।
২.৪। আত্ম প্রতিলিপি গঠনে সমর্থ প্রাক জীবন সৃষ্টির পর্যায় হলো _______।
২.৫। অম্লবৃষ্টি হলো ________এর ফলাফল ।
২.৬। অভঙ্গুর কীটনাশক খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে _________ঘটায় ।
নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )
২.৭। LH ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইনস্ট্রোজেন নামক হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে ।
২.৮। মিয়েসিস কোশবিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌণ জনন সম্ভব হয় ।
২.৯। মহিলাদের সব গ্যামেট বা ডিম্বাণুতে X ক্রোমোজোম থাকে বলে এদের হেটেরোগ্যামেটিক সেক্স বলে ।
২.১০। এক্রুয়াস এর ঠিক পূর্ববর্তী পর্যায় ছিল মেরিচিপ্পাস ।
২.১১। জিম করবেট ন্যাশানাল পার্ক হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান ।
২.১২। মানুষের গমনাংগের সঙ্গে যুক্ত একটি সচল অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি ।
A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )
A-স্তম্ভ | B-স্তম্ভ |
---|---|
২.১৩. সুষুম্নাকান্ডের ধূসর বস্তু | (a) সমসংস্থ অঙ্গ |
২.১৪. ইউরাসিল | (b) পত্রাশ্রয়ী মুকুলের সাহায্য প্রাকৃতিক অঙ্গজ জনন |
২.১৫. থ্যালাসেমিয়া | (c) ডিনাই ট্রিফাইং ব্যাকটেরিয়া |
২.১৬. পাখির ডানা , তিমির ফ্লীপার | (d) RNA |
২.১৭. সিউডোমোনাস | (e) DNA |
২.১৮. পাথরকুঁচি | (f) প্রতিবর্ত কেন্দ্র |
(g) স্বাভাবিক কর্মক্ষম হিমোগ্লোবিন গঠিত হয় না |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ( যে কোনো ছয়টি )
২.১৯। বিসদৃশটি বেছে লেখো :
ইস্ট্রোজেন , প্রোজেস্টেরণ , ইনসুলিন , টেষ্টরেস্টন
২.২০। নিউরোগ্লিয়ার একটি কাজ লেখো ।
২.২১। নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড়টির সম্পর্কের সঙ্গে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
খন্ডিভবন:স্পাইরোগাইরা:: কোরকোদগম:_____।
২.২২। জেনেটিক কাউন্সেলিং এর একটি গুরুত্ব লেখো ।
২.২৩। গিনিপিগের ক্ষেত্রে bbRr জিনোটাইপ কোন ফিনোটাইপ নির্দেশ করে ।
২.২৪। রুই মাছের জলের নিমন্তলে ও ঊর্ধতলে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট উদস্থৈতিক অঙ্গের নাম লেখো ।
২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো ও লেখো :
কার্বন ডাইঅক্সাইড , গ্রিনহাউস গ্যাস , মিথেন , নাইট্রাস অক্সাইড ।
২.২৬। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের ফলে বিলুপ্তির সম্মুখীন এমন একটি মেরু প্রদেশে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো ।
বিভাগ - গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :
৩.১। নীচের কাজগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোন গুলির নাম তালিকাভুক্ত করো :
• নেফ্রেনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃ শোষণ বৃদ্ধি
• নিষিক্ত ডিম্বানুকে জরায়ু গাত্রে প্রতিস্থাপন
• দেহকোশে O² এর ব্যাবহার বাড়িয়ে অধিকমাত্রায় তাপ উৎপাদন
• হৃৎস্পন্দনের হার , হৃৎপিন্ডের সংকোচন ক্ষমতা ও হাদ উৎপাদক বৃদ্ধি
৩.২। অক্ষিগোলকে অবস্থিত দুটি ভিন্নধর্মী তরলের অবস্থান ও তাদের একটি করে কাজ বিবৃতি করো ।
৩.৩। স্নায়ুতন্ত্রের উৎপাদানগুলি ছকের সাহায্য দেখাও ।
৩.৪। নীচের দুটি কাজের সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোন দুটির নাম বলো :
• কোশের আয়তন বৃদ্ধি
• মুকুল ও বীজের সুপ্তাবস্থা দূর করা
৩.৫। উদ্ভিদ সাইটোকাইনেসিস কীভাবে ঘটে বর্ণনা করো ।
৩.৬। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কোন কোন ধরণের পরাগযোগ ঘটে ?
• পেঁপে
• কুমড়ো
• সন্ধ্যামালতী
• আকন্দ
৩.৭। বয়: সন্ধি দশায় নীচের ক্ষেত্রগুলিতে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় ?
• জনন অঙ্গ
• গৌণ যৌণ বৈশিষ্ট্য
• মানসিক বৈশিষ্ট্য
• প্রোটিন সংশ্লেষ হার
৩.৮। সংকরায়নের পরীক্ষায় কীভাবে প্রচ্ছন্ন গুন পুনঃপ্রকাশিত হয় তা উদাহরনের সাহায্য ব্যাখ্যা করো ।
৩.৯। একটি বিশুদ্ধ কালো বর্ন (BB) ও অমসৃণ রোগমুক্ত (RR) গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা বর্ন (bb) ও মসৃণ রোগমুক্ত (rr) গিনিপিগের ক্রস করানো হলো । এখন (F²) জনুতে উৎপন্ন গিনিপিগের জিনোটাইপ যদি BBrr , bbRR ,BBRr , Bbrr হয় তবে তাদের ফিনোটাইপ কি কি হতে পারে ?
৩.১০। সন্ধ্যামালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা কীভাবে প্রকাশ পায় তা একটি ক্রসের সাহায্য দেখাও ।
৩.১১। তুমি ডুবুরি হয়ে সমুদ্রের নীচে নামলে কি কি জীবনসংগ্রাম দেখতে পাবে বিশ্লেষণ করো ।
৩.১২। “ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিন্ডের তুলনা করলে দেখা যায় হৃদপিন্ডের গঠন পরিকল্পনা একইরকম হলেও হৃদপিন্ডের প্রকোষ্ঠের সংখ্যা আলাদা ।” বাক্যটির তাৎপর্য কি হতে পারে বিবৃত করো ।
৩.১৩। উটের ডিম্বাকার RBC এর অভিযোজনগত সুবিধা কি কি ?
৩.১৪। “ মানুষের ক্রিয়াকলাপের ফলে N² এর অক্সাইড গুলির পরিমাণ বেড়ে গিয়ে নাইট্রোজেন চক্র ব্যহৃত হচ্ছে ” এর ফলে ভূমিস্থ জল ও জলাশয়ের কি কি সমস্যা হতে পারে ?
৩.১৫। “ পরিবেশের অধিবিষের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র স্থাপিত হয়েছে ” বাক্যটির যথার্থ যুক্তিসহ সমর্থন করো ?
৩.১৬। “ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ( JFM ) অরণ্যের সুরক্ষা ও ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে পারে ” পশ্চিমবঙ্গের এটি কীভাবে ফলপ্রসূ হয়েছে তা উদাহরনের সাহায্য ব্যাখ্যা করো ।
৩.১৭। একশৃঙ্গ গন্ডার সংরক্ষনে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ? একশৃঙ্গ গন্ডার সংরক্ষন এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রকল্পের উদাহরণ দাও ।
বিভাগ - ঘ
৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫
৪.১। মানুষের অক্ষি গোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :
ক) আইরিশ খ) অ্যাকুয়াস হিউমর গ) লেন্স ঘ) পিতবিন্দু
৪.২। নিম্নলিখিত পাঁচটি জীবের অযৌন জনন প্রক্রিয়ার পদ্ধতি বর্ণনা করো :
• অ্যামিবা
• মিউকর
• স্পাইরোগাইরা
• হাইড্রা
• প্ল্যানেরিয়া
৪.৩। মানুষের ক্রোমোজমে অবস্থিত একটি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগের সঞ্চারণ সন্তান সন্ততিদের মধ্যে কীভাবে ঘটে তা একটি ক্রসের সাহায্য দেখাও ।
৪.৪। অভিব্যাক্তির মুখ্য ঘটনাবলী একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও । “ গরম তরল স্যুপ ” কি ?
৪.৫। অম্লবৃষ্টির কারণ ও ফলাফল গুলি আলোচনা করো । ক্রয়সংরক্ষণ কি ?
৪.৬। দূষণ কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় তা উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো ।