মাধ্যমিক জীবন বিজ্ঞান পার্ট ৪

 

মাধ্যমিক জীবন বিজ্ঞান পার্ট ৪ Madhyamik Life Sciences Questions Part4 Madhyamik Life Sciences answer

                          বিভাগ - ক 

       ( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )


১। প্রতিটি  প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো : 


১.১। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার উদ্দেশ্য সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরে উঠে আসে । এই চালনটিকে শনাক্ত করো ?


ক) প্রতিকূল আলোকবৃত্তীয় চলন 


খ) অনুকূল অভিকর্ষবৃত্তিয় চলন 


গ) প্রতিকূল অভিকর্ষবৃত্তিয় চলন 


ঘ) অনুকূল জলবৃত্তিয় চলন


১.২। তোমার মতে মধুমেহ রোগে আক্রান্ত ব্যাক্তির দেহে নীচের কোন হরমোনটি কম মাত্রায় ক্ষরিত হয় তা স্থির করো ?


ক) GH


খ) ACTH


গ) ADH


ঘ) ইনসুলিন


১.৩। চিন্তা , স্মৃতি , বুদ্ধি ইত্যাদি মানসিকবোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি চিহ্নিত শনাক্ত করো ?


ক) সেরিব্রাল কটেক্স


খ) থ্যালামাল


গ) হাইপোথ্যালামাল


ঘ) পনস 


১.৪। তুমি মাইটোসিস কোশবিভাজনের একটি দশায় ক্রোমোজম গণনা করতে সক্ষম হলে । দশাটি শনাক্ত করো ?


ক) প্রোফেজ


খ) মেটাফেজ 


গ) অ্যানাফেজ


ঘ) টেলোফেজ


১.৫। কচুরিপানায় যে পরিবর্তিত অর্ধবায়ীবীয় কান্ডের মাধ্যমে অঙ্গজ জনন ঘটে তাঁর নাম হলো ?


ক) রানার


খ) স্টোলন


গ) অফসেট 


ঘ) সাকার


১.৬। কথা বলতে শেখা মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য তা স্থির করো ?


ক) সদ্যোজাত


খ) শৈশব


গ) বয়: সন্ধি


ঘ) পরিণত 


১.৭। একটি সংকর লম্বা (Tt) মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্বাকার (tt) মটরগাছের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে (F¹) কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা নির্ণয় করো ?


ক) ২৫%


খ) ৫০%


গ) ৭৫%


ঘ) ১০০%


১.৮। একজন পুরুষ (44A+XY) এবং একজন মহিলার (44A+XY) প্রজননে পুত্র ও কন্যা সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনার অনুপাত কত তা হতে পারে নির্ধারণ করো ?


ক) 1:1 


খ) 1:2


গ) 2:1


ঘ) 1:3


১.৯। কন্যা বর্নান্ধ হলে নীচের সঠিক বক্তব্যটি বেছে নিয়ে লেখো ?


ক) মাতা স্বাভাবিক 


খ) পিতা বর্নান্ধ ও মাতা স্বাভাবিক


গ) পিতা ও মাতা স্বাভাবিক


ঘ) পিতা বর্নান্ধ ও মাতা বাহক 


১.১০। জীব বিবর্তনের স্বাভাবিক মুখ্য ঘটনাগুলি নীচের ঘটনা প্রবাহকে সমর্থন করে তা স্থির করো ?


ক) জীবনের উৎপত্তি > পৃথিবীর সৃষ্টি > সায়ানো ব্যাকটেরিয়ার O² ত্যাগ > ডাঙায় উদ্ভিদের বিবর্তন > মাছের মতো মেরুদন্ডী প্রাণীদের বিবর্তন > চারপেয়ে মেরুদন্ডী প্রাণীদের ডাঙায় ওঠা ।


খ) জীবনের উৎপত্তি > পৃথিবীর সৃষ্টি > সায়ানো ব্যাকটেরিয়ার O² ত্যাগ > মাছের মতো মেরুদন্ডী প্রাণীদের বিবর্তন > ডাঙায় উদ্ভিদের বিবর্তন > চারপেয়ে মেরুদন্ডী প্রাণীদের ডাঙায় ওঠা ।


গ) পৃথিবীর সৃষ্টি  > জীবনের উৎপত্তি> সায়ানো ব্যাকটেরিয়ার O² ত্যাগ > ডাঙায় উদ্ভিদের বিবর্তন > মাছের মতো মেরুদন্ডী প্রাণীদের বিবর্তন > চারপেয়ে মেরুদন্ডী প্রাণীদের ডাঙায় ওঠা ।


ঘ) পৃথিবীর সৃষ্টি  > জীবনের উৎপত্তি> সায়ানো ব্যাকটেরিয়ার O² ত্যাগ > মাছের মতো মেরুদন্ডী প্রাণীদের বিবর্তন > ডাঙায় উদ্ভিদের বিবর্তন > চারপেয়ে মেরুদন্ডী প্রাণীদের ডাঙায় ওঠা ।



১.১১। নীচের কোনটি সমসংস্থ অঙ্গ নয় তা চিহ্নিত করো ?


ক) পাখির ডানা ও পতঙ্গের ডানা 


খ) ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত


গ) তিমির ফ্লিপার ও বিড়ালের পা 


ঘ) মানুষের হাত ও বাদুড়ের ডানা 


১.১২। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি নির্নয় করো ?


ক) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে


খ) এদের RBC ডিম্বাকার 


গ) এদের RBC অনুপস্থিত 


ঘ) এদের মল মুত্রে জলের পরিমাণ খুব বেশি থাকে 


১.১৩। বায়ুমন্ডলের গ্যাসীয় নাইট্রোজেন মৃত্তিকায় যৌগরূপে আবদ্ধকরনে অংশগ্রহণকারি স্বাধীনজীবি ব্যাকটেরিয়া টি শনাক্ত করো ?


ক) সিউডোমোনাস 


খ) ক্লসট্রিডিয়াম


গ) নাইট্রোসোমোনাস 


ঘ) রাইজোবিয়াম


১.১৪। ডিমে তা দেবার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায় । এর কারণটি নির্ধারণ করো ?


ক) গ্লোবাল ওয়ার্মিং


খ) ইউট্রফিকেশন 


গ) বায়োম্যাগনিফিকেশন


ঘ) নাইট্রিফিকেশন


১.১৫। আমাদের দেশের মৌরলা , খলসে তেচোখা মাছের বিপন্নতার কারণটি করো ?


ক) বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন


খ) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ


গ) অতিব্যবহার


ঘ) দূষণ 



                              বিভাগ - খ 


২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।


নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি ) 


২.১। অক্ষিগোলকের পশ্চাৎ ভাগে ৫/৬ অংশে অবস্থিত তন্তুময় বহিরাবরকটি হলো _______।


২.২। ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান গুলি হলো DNA , RNA ও _________।


২.৩। পিতা মাতার যে বৈশিষ্ট্য টি অপত্য অপ্রকাশিত থাকে তাকে ________ বৈশিষ্ট্য বলে ।


২.৪। মানবদেহের মেরুদন্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটির নাম হলো _________।


২.৫। জীবাশ্ম জ্বালানির দহনে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটি হলো _________।


২.৬। সুন্দরবনে রয়াল বেঙ্গল টাইগার সংরক্ষন এক প্রকার ____________সংরক্ষণ ।




নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )


২.৭। ডাবের জলে উপস্থিত নাইট্রোজেনযুক্ত সাইটোকাইনেসিস এ সাহায্য করে ।


২.৮। মাইটোসিস কোশবিভাজনের মাধ্যমে প্রাণী দেহে পুনরুৎপাদন ঘটে ।


২.৯। লাল সবুজ বর্নান্ধতা অটোজম ঘটিত রোগ ।


২.১০। জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় ।


২.১১। জলাভূমির পরিমাণ হ্রাস পেলে জীববৈচিত্র্য বেড়ে যায় ।


২.১২। মায়োপিয়ার ত্রুটি সংশোধনের জন্য সঠিক বিবর্ধন যুক্ত লেন্স চশমায় ব্যাবহার করতে হয় ।




A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )


A-স্তম্ভ B-স্তম্ভ
২.১৩. মেনিনজেস (a) লিঙ্গ নির্ধারণ
২.১৪. প্রোফেজ (b) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণীপর্দা
২.১৫. সপুষ্পক উদ্ভিদের সস্য (c) নিউক্লিয়াসের অবলুপ্তি
২.১৬. Y ক্রোমোজম (d) মিয়োসিস
২.১৭. বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্য (e) ট্রিপ্লয়েড
২.১৮. ক্রসিং ওভার (f) নিউক্লিওলাসের পুনরাবিভাব
(g) রেডপান্ডা সংরক্ষন কেন্দ্র


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যে কোনো ৬টি )



২.১৯। বিসদৃশটি বেছে লেখো : ইস্ট্রোজেন , ADH, প্রোজেস্টেরণ , টেস্টস্টেরণ ।


২.২০। লঘুমস্তিষ্কের একটি কাজ লেখো ।


২.২১। নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ।


মাইটোসিস : সমবিভাজন :: মি __________।


২.২২। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো ।


২.২৩। Bbrr জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে তা নির্নয় করো ।


২.২৪। পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকার কৌশল কে কি বলে ?


২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :


কোর অঞ্চল , বায়স্ফিয়ার রিজার্ভ , ট্রান্সজিশন অঞ্চল , বাফার অঞ্চল ।


২.২৬। নাইট্রোজেন চক্রে নাইট্রেট থেকে নাইট্রোজেনের বায়ুতে ফিরে যাওয়াকে কি বলা হয় ?



                             বিভাগ - গ


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :


৩.১। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ফোটোট্রপিক চলন ও ফোটোন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


• উদ্দীপকের প্রকৃতি 


• ফলাফল 


৩.২। মানবদেহের বিপাকে T⁴ হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো ।


৩.৩। সেনসরি নার্ভ এর একটি গঠনগত বৈশিষ্ট্য ও একটি কার্যগত বিবৃত উল্লেখ করো ।


৩.৪। নিম্নলিখিত ক্রিয়া গুলির সঙ্গে সম্পর্কিত মানব চোখের অংশ গুলির নাম তালিকাভুক্ত করো : 


• অক্ষিগোলকের কলাস্তরে পুষ্টি উপাদান ও অক্সিজেন সরবরাহ করা ।


• বস্তুর প্রতিবিম্ব গঠন ও বর্ণানুভূতি সৃষ্টি ।


• উপযোজন


• আলোর প্রতিসরণ 


৩.৫। প্রজাতির ধ্রুবক ক্রোমোজম সংখ্যা ও জিনগত প্রকরণ সৃষ্টি এই দুই ক্ষেত্রে মিয়োসিসের তাৎপর্য বিবৃত করো ।


৩.৬। অ্যামিবা ও স্পাইরোগাইবার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় ?


৩.৭। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


• বাহক 


• উৎপন্ন অপত্য উদ্ভিদের প্রকৃতি 


৩.৮। দ্বিসংকর জনন পরীক্ষায় F¹ জনুতে উৎপন্ন bbRr জিনোটাইপযুক্ত সংকর গিনিপিগে কি কি গ্যামেট পাওয়া যাবে তা নির্ধারণ করো ।


৩.৯। একটি বিশুদ্ধ লাল রঙের ফুলযুক্ত ও একটি বিশুদ্ধ সাদা সাদা রঙের ফুলযুক্ত সন্ধ্যামালতী গাছের মধ্যে ইতর পরাগ যোগের ফলে F¹ জনুতে উৎপন্ন সমস্ত গাছ গোলাপী রঙের ফুলযুক্ত হয় । এই ঘটনাটি ব্যাখ্যা করো ।


৩.১০। X ক্রোমোজম বাহিত দুটি রোগের নাম লেখো ।


৩.১১। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো ।


৩.১২। খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে শিম্পাঞ্জিরা কীভাবে সমস্যা সমাধান করে তা ব্যাখ্যা করো ।


৩.১৩। নিম্নলিখিত বিষয়ের ওপর ভিত্তি করে সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তিয় অঙ্গ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


• উৎপত্তি 


• কাজ 


৩.১৪। মানবজীবনের জল দূষণের দুটি ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো ।


৩.১৫। নিম্নলিখিত বিষয়ের ওপর ভিত্তি করে ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষনের মধ্যে পার্থক্য নিরূপণ করো :


• সংরক্ষনের স্থান ।


• বিবর্তন ঘটার সম্ভাবনা ।


৩.১৬। “ অতিব্যাবহারের ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে ” দুটি উদাহরনের সাহায্য বক্তব্যটির যথার্থতা বিচার করো । 


৩.১৭। সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যের অন্তর্গত চারটি মেরুদন্ডী প্রাণীর নাম লেখো ।



                             বিভাগ - ঘ 


৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫



৪.১। একটি প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো :



ক) ক্রোমোজম                     খ) বেমতন্তু


গ) মেরুঅঞ্চল                       ঘ) সেন্ট্রমিয়ার 



৪.২। কোশচক্রের দশা গুলি একটি পর্যায় চিত্রের সাহায্য দেখাও । নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে উদ্ভিদকোশ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


• পদ্ধতি 


• অভিমুখ 


৪.৩। বিশুদ্ধ গোল বীজযুক্ত মটরগাছ ও বিশুদ্ধ কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ এর সংকরায়ন ঘটানো হলো । F¹ ও F² জনুতে কি কি প্রকার অপত্য উৎপন্ন হবে তা চেকার বোর্ডের সাহায্য ব্যাখ্যা করো । মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি বিবৃত করো ।


৪.৪। ল্যামার্কের মতবাদের “ ব্যাবহার ও অব্যাবহার সূত্র ” ব্যাখ্যা করো । বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর হৃৎপিন্ডের গঠনের পরিবর্তন গুলো তালিকাভুক্ত করো ।


৪.৫। নিম্নলিখিত বিষয়গুলির ওপর জীববৈচিত্র্যর ভূমিকা ব্যাখ্যা করো :


• খাদ্য উৎপাদন ।


• গৃহসামগ্রী ও আসবাবপত্র তৈরী ।



৪.৬। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কি কি ? PBR এ জীব বৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখো ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন