বিভাগ - ক
১। সঠিক উত্তর টি বেছে নিয়ে লেখো :
১.১। “ সত্তর বৎসর ” আত্মজীবনীটি হলো ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের
খ) সরলা দেবী চৌধুরানীর
গ) বিপিনচন্দ্র পালের
ঘ) মহাত্মা গান্ধীর
১.২। ইন্দিরা গান্ধী কে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেছিলেন ?
ক) খুশবন্ত সিং
খ) সাদাৎ হাসান মান্ট
গ) মুন্সী প্রেমচাঁদ
ঘ) কৃষ্ণাচন্দ্র
১.৩। “ বামাবোধিনি পত্রিকার ” মূল উদ্দেশ্য ছিল ?
ক) জাতীয়তাবাদের প্রসার ঘটানো
খ) ব্রিটিশ বিরোধিতা করা
গ) বাংলা ভাষার উন্নতি সাধন
ঘ) মেয়েদের কথা ও সমস্যা তুলে ধরা
১.৪। বিধবা বিবাহের সপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন ?
ক) রামমোহন
খ) বিদ্যাসাগর
গ) ডিরোজিও
ঘ) রাধাকান্ত দেব
১.৫। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন ?
ক) জেমস উইলিয়াম কোলভিল
খ) স্যার গুরুদাস বন্দোপাধ্যায়
গ) আশুতোষ মুখোপাধ্যায়
ঘ) প্রশান্তচন্দ্র মহলানবীশ
১.৬। “ বাঁশের কেল্লা ” তৈরী করেন ?
ক) দুদু মিঞা
খ) তিতুমীর
গ) দুর্জন সিংহ
ঘ) ভবানী পাঠক
১.৭। “ হুল ” কথাটি সম্পকৃত বা যুক্ত ?
ক) মুন্ডা বিদ্রোহের সাথে
খ) সাঁওতাল বিদ্রোহের সাথে
গ) কোল বিদ্রোহের সঙ্গে
ঘ) মহাবিদ্রোহের সঙ্গে
১.৮। মঙ্গল পান্ডে ছিলেন ?
ক) ১৮৫৭ সালে মহাবিদ্রোহের নেতা
খ) স্বাধীনতা সংগ্রামী
গ) কৃষক বিদ্রোহের নেতা
ঘ) শ্রমিক আন্দোলনের নেতা
১.৯। “ জমিদার সভার ” সভাপতি ছিলেন ?
ক) রাজা রামমোহন রায়
খ) রাধাকান্ত দেব
গ) বিদ্যাসাগর
ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
১.১০। “ বন্দেমাতরম ” সংগীতটি আছে ?
ক) “ গোরা ” উপন্যাসে
খ) “ আনন্দমঠ ” উপন্যাসে
গ) “ বর্তমান ভারত ” গ্রন্থে
ঘ) “ গীতাঞ্জলি ” কাব্য গ্রন্থে
১.১১। “ সন্দেশ ” পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন ?
ক) সুকুমার রায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ঘ) কাঙাল হরিনাথ
১.১২। “ বিশ্বভারতী ” প্রতিষ্ঠা করেন ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.১৩। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ খ্রি: ?
ক) ১লা অক্টোবর
খ) ১৬ইঅক্টোবর
গ) ২০শে অক্টোবর
ঘ) ৩০শে অক্টোবর
১.১৪। “ একা বা একতা ” আন্দোলনের নেতৃত্ব দেন ?
ক) বল্লভভাই প্যাটেল
খ) মাদারি পাসি
গ) আল্লুরি সীতারাম রাজু
ঘ) লক্ষণ নায়েক
১.১৫। AITUC প্রতিষ্ঠিত হয়েছিল ?
ক) ১৯২০ খ্রি:
খ) ১৯২৫ খ্রি:
গ) ১৯৩৭ খ্রি:
ঘ) ১৯৩৬ খ্রি:
১.১৬। “ বিরাষ্টমিব্রত ” প্রচলন করে ভারতীয়দের বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন ?
ক) বীণা দাস
খ) লীলা রায়
গ) সরলাদেবী চৌধুরানী
ঘ) কল্পনা দত্ত
১.১৭। “ তাম্রলিপ্ত জাতীয় সরকার ” এর প্রধান নেতা ছিলেন ?
ক) সতীশচন্দ্র সামন্ত
খ) গণেশ ঘোষ
গ) দীনেশ গুপ্ত
ঘ) বাঘা যতীন
১.১৮। “ সাম্প্রদায়িক বাটোরায়া নীতি ” ঘোষণা করেন ?
ক) গান্ধীজী
খ) লর্ড কার্জন
গ) রামসে ম্যাকডোনাল্ড
ঘ) মোহাম্মদ আলি জিন্না
১.১৯। “ ভারতের লৌহমানব ” বলা হয় ?
ক) জহরলাল নেহেরুকে
খ) বল্লভ ভাই প্যাটেলকে
গ) মহাত্মা গান্ধীকে
ঘ) সুভাষচন্দ্র বসুকে
১.২০। “ নেহেরু লিয়াকৎ চুক্তি ” স্বাক্ষরিত হয় ?
ক) ১৯৪৭ খ্রি:
খ) ১৯৫০ খ্রি:
গ) ১৯৫২ খ্রি:
ঘ) ১৯৬৪ খ্রি:
বিভাগ - খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও )
উপবিভাগ : ২.১ ( একটি বাক্য উত্তর দাও )
২.১.১। “ Silent Spring ” গ্রন্থটির রচয়িতা কে ছিলেন ?
২.১.২। “নববিধান ব্রাহ্মণ সমাজের ” প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
২.১.৩। “ দামিন - ই - কোহ ” কথাটির অর্থ কি ?
২.১.৪। মহাবিদ্রোহে সিপাহীরা কাকে “ ভারতের সম্রাট ” বলে ঘোষণা করেছিলেন ?
উপবিভাগ : ২.২ ( সত্য বা মিথ্যা নির্ণয় করো )
২.২.১। খেলাধুলার ইতিহাস কেবলমাত্র নামকরা খেলোয়াড়দের জীবনকে আলোচনা করো ।
২.২.২। “ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ” নামে বিতর্ক সভা গড়ে তুলেছিলেন ডিরোজিও ।
২.২.৩। “ ফরাজী ” শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ।
২.২.৪। “ হিন্দু মেলা ”র প্রাণ পুরুষ ছিলেন নবগোপাল মিত্র ।
উপবিভাগ : ২.৩ ( ‘ ক ’ স্তম্ভের সঙ্গে ‘ খ ’ স্তম্ভ মেলাও )
“ ক” স্তম্ভ | “খ” স্তম্ভ |
---|---|
২.৩.১. হাফটোন বুক প্রিন্টিং | (১) চট্টগ্রাম বিদ্রোহ |
২.৩.২. জয় প্রকাশনারায়ণ | (২) দেশীয় রাজ্য অন্তর্ভুক্তি সমস্যা সমাধান |
২.৩.৩. প্রীতিলতা ওয়াদ্দদার | (৩) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী |
২.৩.৪. সর্দার বল্লভভাই প্যাটেল | (৪) কংগ্রেসে সমাজতান্ত্রিক দল |
উপবিভাগ : ২.৪ ( প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো )
২.৪.১। সাঁওতাল বিদ্রোহের এলাকা ।
২.৪.২। বারদৌলি ।
২.৪.৩। মাতঙ্গিনি ।
২.৪.৪। দেশীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ।
উপবিভাগ : ২.৫ ( নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো )
২.৫.১। বিবৃতি : কালীপ্রসন্ন সিংহ রচিত “ হুতোম প্যাঁচার নকশা ” একটি উৎকৃষ্ট রচনা -
ব্যাখ্যা - ১) একটি প্যাঁচার উপর লেখা মূল্যবান গ্রন্থ ।
২) এটি হাস্যরসাত্মক রচনা ।
৩) সমসাময়িক কলকাতার সমাজ জীবনের সুস্পষ্ট প্রতিফলন ।
২.৫.২। বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১খ্রি: “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা করেন -
ব্যাখ্যা : ১) রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল সম্পূর্ন পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো ।
২) রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো ।
৩) রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল মুক্ত চিন্তা ও সত্যানুসন্ধানের প্রসার ঘটানো ।
২.৫.৩। বিবৃতি : ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় -
ব্যাখ্যা : ১) পূর্ববঙ্গে শ্রমিক আন্দোলনকে গতিশীল করার জন্য ।
২) আইন অমান্য আন্দোলনকে গতিশীল করার জন্য ।
৩) স্বদেশী আন্দোলন এবং পরে বিপ্লবী কার্যকলাপের তৎপরতা বৃদ্ধির জন্য ।
২.৫.৪। বিবৃতি : বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা সবচেয়ে বেশী এগিয়ে এসেছিল -
ব্যাখ্যা : ১) বাংলার নারীরা জেদি ছিলেন ।
২) বাংলার নারীরা অন্য দেশের নারীদের চেয়ে এগিয়ে থাকতে চেয়েছিলেন ।
৩) বাংলায় নারীশিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল ।
বিভাগ - গ
৩। দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি )
৩.১। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝ ?
৩.২। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাবহারের দুটি অসুবিধা বা ত্রুটি উল্লেখ করো ।
৩.৩। “ গ্রামবাত্তা প্রকাশিকা ” পত্রিকার দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ।
৩.৪। “ উডের ডেসপ্যাঁচ ” এর দুটি সুপারিশ উল্লেখ করো ।
৩.৫। ঔপনিবেশিক অরন্য আইনের মূল উদ্দেশ্য কি ছিল?
৩.৬। বিরসা মুন্ডা বিখ্যাত কেন ?
৩.৭। “ বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ” কেন প্রতিষ্ঠিত হয়েছিল ?
৩.৮। গোগেন্দ্রনাথ ঠাকুরের ব্যাঙ্গচিত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
৩.৯। জেমস অগাস্টাস হিকি কেন স্মরণীয় ব্যাক্তি ।
৩.১০। “ বসু বিজ্ঞান মন্দির ” জগদীশ চন্দ্র বসু কেন প্রতিষ্ঠা করেছিলেন ?
৩.১১। বঙ্গভঙ্গের পশ্চাতে লর্ড কার্জনের মূল উদ্দেশ্য কি ছিল ?
৩.১২। কে , কবে “ ফরওয়ার্ড ব্লক ” গঠন করেন ?
৩.১৩। স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো ।
৩.১৪। “ অলিন্দ যুদ্ধ ” বলতে কি বোঝায় ?
৩.১৫। “ কাশ্মীর সমস্যা ” বলতে কি বোঝায় ?
৩.১৬। পশ্চিম বাংলার উদবাস্তু পুর্নবাসনে বিধান চন্দ্র রায়ের দুটি অবদান উল্লেখ করো ।
বিভাগ - ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ : ৪.১
৪.১। ইতিহাস চর্চার ক্ষেত্রে কন্যা ইন্দিরা কে লেখা জহরলাল নেহেরুর চিঠি পত্র গুলির মূল্য বিচার করো ।
৪.২। শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো ।
উপবিভাগ : ৪.২
৪.৩। সংক্ষিপ্ত টিকা লেখো : সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ।
৪.৪। রাজনৈতিক সমিতি হিসাবে “ ভারত সভার ” অবদান আলোচনা করো ।
উপবিভাগ : ৪.৩
৪.৫। উপনিবেশিক যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে IACS এর ভূমিকা আলোচনা করো ।
৪.৬। “ ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পাটি ” সম্পর্কে সংক্ষেপে যা জানো লেখো ।
উপবিভাগ : ৪.৪
৪.৭। মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন তা আলোচনা করো ।
৪.৮। “ উদবাস্তুর সমস্যার ” স্বরূপ নিয়ে ভারতের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা করো ।
বিভাগ - ঙ
৫। পনেরো বা ষোলো টি বাক্যে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১। নীল বিদ্রোহের কারণ গুলি উল্লেখ করো । এই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা উল্লেখ করো ।
৫.২। ছাপাখানার বিস্তার কীভাবে শিক্ষা বিস্তারে সহায়তা করেছিল ? মুদ্রণ শিল্প এর বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো ।
৫.৩। বিংশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো ।