Group-A
১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো :
১.১। জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য বেশী ?
ক) কয়লা
খ) ডিজেল
গ) কাঠকয়লা
ঘ) LPG
১.২। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয় ?
ক) P বনাম T
খ) V বনাম T
গ) V বনাম P
ঘ) V বনাম ¹—p
১.৩। প্রমাণ উষ্ণতার মান ?
ক) 0K
খ) 100K
গ) 273K
ঘ) 237K
১.৪। প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসার দেখা যায় ?
ক) পারদ
খ) জল
গ) তামা
ঘ) লোহা
১.৫। কোন প্রকার দর্পণে প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার ?
ক) সমতল দর্পন
খ) উত্তল দর্পন
গ) অবতল দর্পন
ঘ) উত্তলাবতল দর্পন
১.৬। বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপাতন কোন 60⁰ এবং প্রতিসরণ কোন 47⁰ হলে চ্রুতিকন হবে ?
ক) 30⁰
খ) 107⁰
গ) 13⁰
ঘ) 60⁰
১.৭। প্রদত্ত কোনটি তড়িৎ আধানের S.I.একক ?
ক) কুলম্ব
খ) অ্যাম্পিয়ার
গ) ওহম
ঘ) হেনরি
১.৮। বালোচক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?
ক) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম
খ) দক্ষিণ মুষ্টি নীতি
গ) অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম
ঘ) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম
১.৯। তেজস্ক্রিয়তা একটি ?
ক) রাসায়নিক ঘটনা
খ) ইলেকট্রনীয় ঘটনা
গ) নিউক্লিয় ঘটনা
ঘ) ভৌতরাসায়নিক ঘটনা
১.১০। একাধিক যোজ্যতা দেখা যায় ?
ক) ক্ষার ধাতুর
খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর
গ) হ্যালোজেনের
ঘ) সন্ধিগত মৌলের
১.১১। কোনটি সমযোজী যৌগ ?
ক) CaCI²
খ) COCI²
গ) CCI⁴
ঘ) NaCI
১.১২। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যানোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত ?
ক) 1:2
খ) 2:3
গ) 1:1
ঘ) 2:1
১.১৩। কোনটি ভেজা লাল লিটমাসকে নীল করবে ?
ক) CO²
খ) HCI
গ) H²O²
ঘ) NH³
১.১৪। কোন ধাতু জোড়টি পিতলে থাকে ?
ক) কপার - টিন
খ) জিংক - কপার
গ) কপার - নিকল
ঘ) লোহা - টিন
১.১৫। ভিনিগারের কার্যকরী মূলক হল ?
ক) - COOH
খ) >C=O
গ) -CHO
ঘ) -OH
Group-B
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
২.১। বায়ুমন্ডলের কোন স্তরটি শীতলতম ?
২.২। কোনো গ্যাসের মোলার ভর M গ্রাম এবং অ্যাভোগাড্রো সংখ্যা N হলে , 1টি অনুর ভর কত ?
২.৩। চার্লসের সূত্রের ধ্রুবক গুলি কি কি ?
২.৪। আদর্শ গ্যাস কাকে বলে ?
২.৫। কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয় ?
২.৬। গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান কত ?
২.৭। সমতল দর্পনের ফোকাস দৈঘ্য কত ?
২.৮। দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য ?
২.৯। কোনো পরিবাহির মধ্য দিয়ে t সময়ে q পরিমাণ আধান প্রবাহিত হলে , পরিবাহীর প্রবাহমাত্রা কত ?
২.১০। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি ?
২.১১। C.F.C এর__________পরমাণু ওজন ধ্বংসের কারণ ।
২.১২। সর্বাধিক তড়িৎ ঋণাত্বক মৌলের নাম লেখো ।
২.১৩। CI² অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো ।
২.১৪। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
---|---|
২.১১.১. পলিথিন | (a) কপার |
২.১১.২. ম্যালাকাইট | (b) সমযোজী যৌগ |
২.১১.৩. ক্যাথোড | (c) নীল লিটমাস লাল করে |
২.১১.৪. নাইট্রোজেন অনু | (d) অভঙ্গুর পলিমার |
২.১৪.৫. হাইট্রোজেন সালফাইড | (e) বিজারণ ক্রিয়া |
২.১৫। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া ছাড়া অপর যৌগটি ___________।
২.১৬। CH³COOH এর IUPAC নাম লেখো ।
২.১৭। মরচে পড়া একটি মৃদু দহন প্রক্রিয়া । ( সত্য না মিথ্যা লেখো )
Group-C
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৩.১। ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে ? পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ।
৩.২। 300K উষ্ণতায় ও 760mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 500cm³, STP তে ঐ গ্যাসের আয়তন কত হবে ?
৩.৩। গোলীয় দর্পণে একটি মাত্র ফোকাস থাকে কিন্তু লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে কেন ?
৩.৪। কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখো ।
৩.৫। তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো ।
৩.৬। একটি উদাহরণ দিয়ে দেখাও যে , আয়নীয় যৌগের আয়ন গুলির অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে ।
৩.৭। থার্মিট পদ্ধতি কি ? এটি কি কাজে ব্যাবহার করা হয় ?
৩.৮। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির শর্তসহ সমীকরণটি লেখো ।
৩.৯। সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে ? উদাহরণ দাও ।
Group-D
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৪.১। অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো । এই সূত্রের দুটি অনুসিদ্ধান্ত বিবৃত করো ।
৪.২। 20kg90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কতটা CaO পাওয়া যাবে ? [ Ca=40, O=16, C=12 ]
৪.৩। তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও । তরলের কেন দুটি প্রসারণ গুনাঙ্ক থাকে ?
৪.৪। একটি অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দুরত্ব ও বক্রতা ব্যাসাধের মধ্যে সম্পর্কটি নির্নয় করো ।
৪.৫। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও । চোখ ও সরল ক্যামেরার মধ্যে একটি পার্থক্য লেখো ।
৪.৬। ওহম সূত্রটি লেখো I-V ( প্রচলিত অর্থে ) লেখচিত্রটি অঙ্কন করো ।
৪.৭। তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো ।
৪.৮। নিউক্লিয় সংযোজন কাকে বলে সমীকরণসহ ব্যাখ্যা করো । তেজষ্ক্রিয়তার S.I একক কি ?
৪.৯। ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে ? জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে ? ইউরোনিয়ামোত্তর মৌল কাকে বলে ?
৪.১০। একটি লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ হিসাবে কি কি পদার্থ ব্যাবহার করবে ? তড়িৎলেপনের একটি উদ্দেশ্য লেখো ।
৪.১১। অনুঘটক সহযোগে অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলির সমিত সমীকরণ লেখো ।
৪.১২। সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় , বিক্রিয়াটির সমীকরণসহ লেখো । ডিনেচার্ড স্পিরিট কি ?