মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নব্যাংক পার্ট ২

 

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নব্যাংক পার্ট ২ Madhyamik physics Science questions bank part2 Madhyamik physics Science questions answer

                              Group-A


১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো : 


১.১। জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য বেশী ?


ক) কয়লা 


খ) ডিজেল 


গ) কাঠকয়লা 


ঘ) LPG 


১.২। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক নয় ?


ক) P বনাম T


খ) V বনাম T


গ) V বনাম P


ঘ) V বনাম ¹—p


১.৩। প্রমাণ উষ্ণতার মান ?


ক) 0K


খ) 100K


গ) 273K


ঘ) 237K


১.৪। প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসার দেখা যায় ?


ক) পারদ


খ) জল


গ) তামা


ঘ) লোহা


১.৫। কোন প্রকার দর্পণে প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার ?


ক) সমতল দর্পন


খ) উত্তল দর্পন


গ) অবতল দর্পন


ঘ) উত্তলাবতল দর্পন


১.৬। বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরণে আপাতন কোন 60⁰ এবং প্রতিসরণ কোন 47⁰ হলে চ্রুতিকন হবে ?


ক) 30⁰


খ) 107⁰


গ) 13⁰


ঘ) 60⁰


১.৭। প্রদত্ত কোনটি তড়িৎ আধানের S.I.একক ?


ক) কুলম্ব


খ) অ্যাম্পিয়ার


গ) ওহম


ঘ) হেনরি 


১.৮। বালোচক্রের কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত ?


ক) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম 


খ) দক্ষিণ মুষ্টি নীতি


গ) অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম 


ঘ) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম 


১.৯। তেজস্ক্রিয়তা একটি ?


ক) রাসায়নিক ঘটনা


খ) ইলেকট্রনীয় ঘটনা


গ) নিউক্লিয় ঘটনা


ঘ) ভৌতরাসায়নিক ঘটনা


১.১০। একাধিক যোজ্যতা দেখা যায় ?


ক) ক্ষার ধাতুর 


খ) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর 


গ) হ্যালোজেনের 


ঘ) সন্ধিগত মৌলের 


১.১১। কোনটি সমযোজী যৌগ ?


ক) CaCI²


খ) COCI²


গ) CCI⁴


ঘ) NaCI


১.১২। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যানোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত ?


ক) 1:2


খ) 2:3


গ) 1:1


ঘ) 2:1


১.১৩। কোনটি ভেজা লাল লিটমাসকে নীল করবে ?


ক) CO²


খ) HCI


গ) H²O²


ঘ) NH³


১.১৪। কোন ধাতু জোড়টি পিতলে থাকে ?


ক) কপার - টিন


খ) জিংক - কপার 


গ) কপার - নিকল 


ঘ) লোহা - টিন


১.১৫। ভিনিগারের কার্যকরী মূলক হল ?


ক) - COOH


খ) >C=O


গ) -CHO


ঘ) -OH


                          Group-B


২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


২.১। বায়ুমন্ডলের কোন স্তরটি শীতলতম ?


২.২। কোনো গ্যাসের মোলার ভর M গ্রাম এবং অ্যাভোগাড্রো সংখ্যা N হলে , 1টি অনুর ভর কত ?


২.৩। চার্লসের সূত্রের ধ্রুবক গুলি কি কি ?


২.৪। আদর্শ গ্যাস কাকে বলে ?


২.৫। কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয় ?


২.৬। গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান কত ?


২.৭। সমতল দর্পনের ফোকাস দৈঘ্য কত ?


২.৮। দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য ?


২.৯। কোনো পরিবাহির মধ্য দিয়ে t সময়ে q পরিমাণ আধান প্রবাহিত হলে , পরিবাহীর প্রবাহমাত্রা কত ?


২.১০। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম কি ?


২.১১। C.F.C এর__________পরমাণু ওজন ধ্বংসের কারণ ।


২.১২। সর্বাধিক তড়িৎ ঋণাত্বক মৌলের নাম লেখো ।


২.১৩। CI² অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো ।


২.১৪। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো :


বামদিক ডানদিক
২.১১.১. পলিথিন (a) কপার
২.১১.২. ম্যালাকাইট (b) সমযোজী যৌগ
২.১১.৩. ক্যাথোড (c) নীল লিটমাস লাল করে
২.১১.৪. নাইট্রোজেন অনু (d) অভঙ্গুর পলিমার
২.১৪.৫. হাইট্রোজেন সালফাইড (e) বিজারণ ক্রিয়া


২.১৫। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত অ্যামোনিয়া ছাড়া অপর যৌগটি ___________।


২.১৬। CH³COOH এর IUPAC নাম লেখো ।


২.১৭। মরচে পড়া একটি মৃদু দহন প্রক্রিয়া । ( সত্য না মিথ্যা লেখো )


                          Group-C 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। ওজন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে ? পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসের একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো ।


৩.২। 300K উষ্ণতায় ও 760mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 500cm³, STP তে ঐ গ্যাসের আয়তন কত হবে ?


৩.৩। গোলীয় দর্পণে একটি মাত্র ফোকাস থাকে কিন্তু লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে কেন ?


৩.৪। কুলম্বের সূত্রটি বিবৃত করো এবং গাণিতিক রূপটি লেখো ।


৩.৫। তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো ।


৩.৬। একটি উদাহরণ দিয়ে দেখাও যে , আয়নীয় যৌগের আয়ন গুলির অষ্টক পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে ।


৩.৭। থার্মিট পদ্ধতি কি ? এটি কি কাজে ব্যাবহার করা হয় ?


৩.৮। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির শর্তসহ সমীকরণটি লেখো ।


৩.৯। সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে ? উদাহরণ দাও ।


                          Group-D 


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৪.১। অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো । এই সূত্রের দুটি অনুসিদ্ধান্ত বিবৃত করো ।


৪.২। 20kg90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কতটা CaO পাওয়া যাবে ? [ Ca=40, O=16, C=12 ] 


৪.৩। তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও । তরলের কেন দুটি প্রসারণ গুনাঙ্ক থাকে ?


৪.৪। একটি অবতল দর্পনের ক্ষেত্রে ফোকাস দুরত্ব ও বক্রতা ব্যাসাধের মধ্যে সম্পর্কটি নির্নয় করো ।


৪.৫। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও । চোখ ও সরল ক্যামেরার মধ্যে একটি পার্থক্য লেখো ।


৪.৬। ওহম সূত্রটি লেখো I-V ( প্রচলিত অর্থে ) লেখচিত্রটি অঙ্কন করো ।


৪.৭। তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র দুটি লেখো ।


৪.৮। নিউক্লিয় সংযোজন কাকে বলে সমীকরণসহ ব্যাখ্যা করো । তেজষ্ক্রিয়তার S.I একক কি ?


৪.৯। ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে ? জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে ? ইউরোনিয়ামোত্তর মৌল কাকে বলে ?


৪.১০। একটি লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ হিসাবে কি কি পদার্থ ব্যাবহার করবে ? তড়িৎলেপনের একটি উদ্দেশ্য লেখো ।


৪.১১। অনুঘটক সহযোগে অ্যামোনিয়ার জারণ প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়াগুলির সমিত সমীকরণ লেখো ।


৪.১২। সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় , বিক্রিয়াটির সমীকরণসহ লেখো । ডিনেচার্ড স্পিরিট কি ?






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন