Group-A
১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো :
১.১। নীচের কোনটি ওজোন স্তর কে ক্ষয় করে না ?
ক) NO
খ) N²O
গ) CO²
ঘ) CFC
১.২। 16g অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো ?
ক) PV=16RT
খ) PV=½RT
গ) PV=RT
ঘ) PV=4RT
১.৩। 17গ্রাম ভরের একটি গ্যাসের S.T.P. তে আয়তন 22.4 লিটার । এই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত ?
ক) 17
খ) 0.85
গ) 8.5
ঘ) 1.7
১.৪। কোন পদার্থের দৈঘ্য প্রসারণ গুনাঙ্গক হল দৈঘ্য 1×10–⁶⁰C–¹ । এর আয়তন প্রসারণ গুনাঙ্গক ?
ক) 1×10–⁶⁰C–¹
খ) 4×10–⁶⁰C–¹
গ) 5×10–⁶⁰C–¹
ঘ) 9×10–⁶⁰C–¹
১.৫। নীচের বর্ন গুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈঘ্য সবচেয়ে বেশী ?
ক) লাল
খ) হলুদ
গ) সবুজ
ঘ) বেগুনী
১.৬। কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান সর্বনিম্ন হয় ?
ক) 90⁰
খ) 45⁰
গ) 0⁰
ঘ) 60⁰
১.৭। 3π ও 12π দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত ?
ক) 3π
খ) 4π
গ) 2π
ঘ) 1π
১.৮। নীচের কোনটি তড়িৎ বিভবের একক ?
ক) ভোল্ট
খ) ওহম
গ) কুলম্ব
ঘ) ওয়াট
১.৯। কোন হাইড্রোজেনঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির ?
ক) NaH
খ) HCI
গ) H²O
ঘ) CH⁴
১.১০। নীচের কোন মৌলটি তড়িৎ ধনাত্বক বেশী ?
ক) B
খ) F
গ) N
ঘ) O
১.১১। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় ?
ক) তাপ শক্তিতে
খ) রাসায়নিক শক্তিতে
গ) চুম্বক শক্তিতে
ঘ) আলোক শক্তিতে
১.১২। পিতলের উপাদান মৌল দুটি হলো ?
ক) Cu,Zn
খ) Zn,Fe
গ) Cu, Fe
ঘ) Cu,Sn
১.১৩। a কর্নার আধানের মান ?
ক) +1
খ) +2
গ) O
ঘ) -1
১.১৪। নীচের কোন কার্যকরী গ্রুপটি অ্যালকোহলে উপস্থিত ?
ক) >C=O
খ) —CHO
গ) —OH
ঘ) —COOH
১.১৫। কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত হয় একটি গ্যাস হলো ?
ক) H²S
খ) CO²
গ) NH³
ঘ) O²
Group-B
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
২.১। তাপন মূল্যের একক হলো ________।
২.২। বায়ুমন্ডলের স্তরগুলির মধ্যে শীতলতম স্তর কোনটি ?
২.৩। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?
২.৪। তাপমাত্রার সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্কটি লেখো ।
২.৫। তাপ পরিবাহিতঙ্গকের c.g.s একক লেখো ।
২.৬। A,B,C,D—4 টি পদার্থের প্রতিসারঙ্গক যথাক্রমে 1.5,1.4,1.9,1.2 এদের মধ্যে কোন মাধ্যমে আলোর বেগ বেশি ?
২.৭। কোনো অবতল গোলীয় দর্পণে বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্তন কত হবে ?
২.৮। কোশের অভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
২.৯। a.c ডায়নামোতে স্লিপ রিং এর পরিবর্তে d.c ডায়ানামোতে কি ব্যাবহার করা হয় ?
২.১০। শূন্য মাধ্যমে a - রশ্মির বেগ কত ?
২.১১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামদিক | ডানদিক |
---|---|
২.১১.১. পিতল ও ব্রোঞ্জ উভয়েই উপস্থিত | (a) Ca |
২.১১.২. ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে H² উৎপন্ন করে | (b) Cu |
২.১১.৩. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (c) Zn |
২.১১.৪. ক্যালামাইন | (d) Na |
২.১২। N,Be,B,Li,C কে আয়ন বিভবের ক্রমানুসারে লেখো :
২.১৩। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস জমা হয় ?
২.১৪। কোন গ্যাসের সংস্পর্শে নেসলার দ্রবণ তামাটে হয় ?
২.১৫। ওলিয়াম কি ?
২.১৬। একটি সমযোজী বন্ধনে কটি করে ইলেকট্রন থাকে ?
২.১৭। স্পর্শ পদ্ধতিতে SO² কে SO³ তে রূপান্তরিত করতে কোন অনুঘটক ব্যবহৃত হয় ?
২.১৮। একটি জৈব বিশেষস্য পলিমারের উদাহরন দাও ।
Group-C
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৩.১। স্ট্রাটোস্ফিয়ার স্তরে O² কীভাবে ওজনে রূপান্তরিত হয় ? যথাথ বিক্রিয়া দাও ।
৩.২। একটি বেলুনে 95সেমি পারদ স্তম্ভের 0.8 লিটার বাতাস ভরা আছে । যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76সেমি পারদ স্তম্ভে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে ?
৩.৩। গোলীয় দর্পণের প্রধান ফোকাস ও ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও ।
৩.৪। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র গুলি লেখো ।
৩.৫। কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া অণুর লুইস ডট গঠন দেখাও ।
৩.৬। H²S তৈরীর প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ ও সংগ্রহ উল্লেখ করো ।
৩.৭। খোলা বাতাসে তামার তৈরী বাসনপত্র রাখলে তাঁর ওপর সবুজ ছোপ পড়ে কেন ?
৩.৮। অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাসে তরল Br² চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো ।
৩.৯। একই আণবিক সংকেত C²H⁶O বিশিষ্ট দুটি জৈবযৌগের নাম ও গঠন সংকেত লেখো ।
Group-D
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৪.১। গ্যাসের গতীয় তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ স্বীকার্য লেখো । বয়েলের সূত্রটিতে (P বনাম V) লেখচিত্রের সাহায্য প্রকাশ করো ।
৪.২। S.T.P তে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যানোমিয়া ক্লোরাইড কলিচুনের সঙ্গে মিশিয়ে বিক্রিয়া করতে হবে ?
৪.৩। তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্গক কাকে বলে ? কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্গক 05.calg—¹⁰C—¹s—¹ হলে SIতে এর মান কত ? কঠিনের মধ্য দিয়ে তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
৪.৪। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরনের ক্ষেত্রে প্রমাণ চ্যুতি কোন =i¹+i²-A ( চিহ্ন গুলি প্রচলিত অর্থ বহন করে ) ।
৪.৫। স্নেলের সূত্রের সাহায্য আলোর বিচ্ছুরনের ব্যাখ্যা দাও । বায়ু থেকে কোনো স্বচ্ছ তরলে আলোর প্রতিসরনে আপতন কোন 60⁰ ও প্রতিসরণ কোন 45⁰ হলে চ্যুতিকোণের মান কত ?
৪.৬। ফ্লেমিং এর বামহস্ত সূত্রটি লেখো । 220V-100W রেটিং সম্পন্ন কোন বাতির রোধ কত ?
৪.৭। ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো । পরিবাহীর রোধ পরিবাহীর দৈঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কী ভাবে নির্ভর করে ?
৪.৮। তেজষ্ক্রিয়তা কি ? চিকিৎসাক্ষেত্রে এর দুটি ব্যাবহার লেখো ।
৪.৯। কোশের অভ্যন্তরীণ রোধ কাকে বলে ? কোশের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ চালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ।
৪.১০। কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো :
(a) ব্যাবহৃত তড়িৎদ্বার ও তড়িৎবিশেষ্য ।
(b) তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া ।
৪.১১। অ্যামোনিয়া হতে ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ লেখো । একটি অজৈব সারের নাম লেখো ।
৪.১২। নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের বিভিন্ন ধাপগুলি শর্তসহ লেখো ।