বিভাগ - ক
( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো :
১.১। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে । এটি কোন ধরনের চলন স্থির করো ।
ক) কেমোন্যাস্টি
খ) সিসমোন্যাস্টি
গ) ফোটোন্যাস্টি
ঘ) থার্মোন্যাস্টি
১.২। নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস হওয়ার কারণ নির্ধারণ করো ।
ক) ইনসুলিন হরমোনের অভাব
খ) থাইরক্সিনের হরমোনের অভাব
গ) ADH এর অভাব
ঘ) ACTH এর অভাব
১.৩। প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে মস্তিষ্কের কোন অংশ তা নিধারণ করো ।
ক) থ্যালামাস
খ) লঘুমস্তিষ্ক
গ) হাইপোথালামাস
ঘ) সুষুম্নাশীর্ষক
১.৪। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরী হতে না দেখলে তোমার মতে সেটি কোন প্রকারের কোষবিভাজন হতে পারে তা স্থির করো ।
ক) অ্যামাইটোসিস
খ) প্রথম মিয়োটিক বিভাজন
গ) মাইটোসিস কোষ বিভাজন
ঘ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
১.৫। DNA এর গঠনগত এককটি নির্ধারণ করো ।
ক) নিউক্লিসাইড
খ) নিউক্লিওটাইড
গ) নাইট্রোজেনঘটিত ক্ষার
ঘ) পেন্টোজ শকরা
১.৬। দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে তা নির্নয় করো ।
ক) খন্ডিভবন
খ) যৌণ জনন
গ) পুনরুৎপাদন
ঘ) মাইক্রোপ্রোপাগেশন
১.৭। পিতা ও মাতা উভয়েই থালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্ম গ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হবার সম্ভাবনা আক্রান্ত হবার কত হতে পারে তা গণনা করে লেখো ।
ক) ১০০%
খ) ৫০%
গ) ৭৫%
ঘ) ২৫%
১.৮। কোন রোগটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায় তা নির্বাচন করো ।
ক) ক্যান্সার
খ) থ্যালাসেমিয়া
গ) যক্ষ্মা
ঘ) লাল সবুজ বর্ণন্ধতা
১.৯। মেন্ডেল তাঁর বংশগতিবিদ্যার পরীক্ষার জন্য মটর গাছের কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
ক) সাত জোড়া
খ) পাঁচ জোড়া
গ) দশ জোড়া
ঘ) নয় জোড়া
১.১০। মিলার ও উরের পরীক্ষায় মিথেন , অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল ।
ক) ২:২:১
খ) ২:১:২
গ) ১:২:২
ঘ) ২:২:২
১.১১। নীচে দেওয়া উচ্চতা গুলির মধ্যে কোনটি প্লাওহিপ্পাসের উচ্চতা তা স্থির করো ।
ক) ৬০ সেমি
খ) ১০০ সেমি
গ) ১২০ সেমি
ঘ) ১৫০ সেমি
১.১২। “ অস্তিত্বের জন্য সংগ্রাম ” মতবাদটির প্রবক্তার নাম লেখো ?
ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) দ্য ভ্রীস
ঘ) ওপারিন
১.১৩। জলাশয়ে ফসফটে জাতীয় সারের মাত্রা বৃদ্ধির জন্য জলের অনুগত মান নষ্ট হওয়াকে কি বলে তা স্থির করো ।
ক) ইউট্রফিকেশন
খ) জীববিবর্ধন
গ) জৈব সঞ্চয়ন
ঘ) অ্যালগাল ব্লুম
১.১৪। বায়ুদূষনের ফলে সৃষ্ট রোগটি নির্বাচন করো ?
ক) কলেরা
খ) ব্রংকাইটিস
গ) ডিসলেক্সিয়া
ঘ) মিনামাটা
১.১৫। রেডপান্ডা সংরক্ষণ করা হয় যে জাতীয় উদ্যানে সেটি খুঁজে নিয়ে লেখো ?
ক) কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান
খ) নামডাফা জাতীয় উদ্যান
গ) সিঙালিলা জাতীয় উদ্যান
ঘ) সুন্দরবন জাতীয় উদ্যান
বিভাগ - খ
২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।
নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি )
২.১। মানব মস্তিষ্কের তিনটি স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ________বলে ।
২.২। মাইটোসিস কোষবিভাজনের একটি দশায় সিস্টার ক্রমোটিডদ্বয়কে আলাদা হতে দেখা যায় সেই দশাটি হলো __________।
২.৩। __________হলো মানুষের একটি প্রচ্ছন্ন অটোজোমবাহিত রোগ ।
২.৪। মাছের পটকার ____________গ্যাস উৎপাদন করে ।
২.৫। একটি নাইট্রিফাইং ব্যাকটোরিয়ার উদাহরণ হলো _________।
২.৬। ভারতবর্ষে জীববৈচিত্র হটস্পটের সংখ্যা ________টি ।
নীচের বাক্য গুলি সত্য ও মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )
২.৭। লঘুমস্তিষ্ক দর্শন ও শ্রবণে সাহায্য বৃদ্ধি ঘটে ।
২.৮। মানুষের বয়: সন্ধিকালে সর্বাধিক বৃদ্ধি ঘটে ।
২.৯। থ্যালাসেমিয়ার আক্রান্ত ব্যক্তি লাল সবুজ রং চিনতে পারে না ।
২.১০। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন ।
২.১১। ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক হলো সুন্দরবন ।
২.১২। ফেক্সোর পেশী পরস্পর অবস্থিত দুটি অস্থীকে কাছাকাছি আসতে সাহায্য করে ।
A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )
A-স্তম্ভ | B-স্তম্ভ |
---|---|
২.১৩. অগ্রস্থ প্রকটতা | (a) এক্সে সিটু সংরক্ষণ |
২.১৪. মাইক্রোটিউবিউল | (b) সিডনি ফক্স |
২.১৫. অসম্পূর্ণ প্রকটতা | (c) রাজকীয় হিমোফিলিয়া |
২.১৬.মাইক্রস্ফিয়ার | (d) বাহকের প্রয়োজন হয় |
২.১৭. বোটানিক্যাল গার্ডেন | (e) জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত ১:২:১ |
২.১৮. ইতর পরাগযোগ | (f) অক্সিণ হরমোন |
(g) বেমতন্তু গঠন করে |
শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যে কোনো ছয়টি )
২.১৯। বিসদৃশটি বেছে লেখো : মায়োপিয়া , হাইপারোপিয়া , প্রেসবায়োপিয়া , ক্যাটারাক্ট
২.২০। BMR নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো ।
২.২১। নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । এমন জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
পাথরকুচি : পত্রজমুকুল :: কুচুরিপানা :________।
২.২২। DNA - র গঠন বদল ঘটার ফলে জিনের পরিবর্তন ঘটাকে কি বলে তুমি তা স্থির করো ।
২.২৩। সেক্স ক্রোমোজোম বাহিত একটি জিনগত রোগের নাম লেখো ।
২.২৪। মিলার ও উরের পরীক্ষায় উৎপন্ন একটি অ্যামাইনো অ্যাসিডের নাম ।
২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো :
ইন সিটু সংরক্ষণ , অভয়ারণ্য , জাতীয় উদ্যান , বায়োস্ফিয়ার রিজার্ভ ।
২.২৬। ভারতীয় গন্ডার হ্রাস পাবার একটি গুরুত্বপূর্ন কারণ লেখো ।
বিভাগ - গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :
৩.১। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো :
• উদ্দীপকে সাথে সম্পর্ক ।
• অক্সিন হরমোনের সাথে সম্পর্ক ।
৩.২। উপযোজন বলতে কি বোঝো তা উদাহরণসহ আলোচনা করো ।
৩.৩। স্নায়ুকোষ , স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্ত:সম্পর্ক আলোচনা করো ।
৩.৪। সুষুন্মাশীর্ষক ও সুষুন্মাকান্ডের একটি করে কাজ বিবৃতি করো ।
৩.৫। নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে মাইটোসিস ও মিয়োটোসিসের পার্থক্য নিরূপণ করো :
• সম্পাদনের স্থান ।
• বিভাজনের প্রকৃতি ।
৩.৬। কোষবিভাজনে সাহায্যকারি চারটি প্রধান কোষীয় অঙ্গাণুর নাম স্মরণ করে লেখো ।
৩.৭। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে যৌণ ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো :
• গ্যামেট উৎপাদন ।
• জনিতৃ জীবের সংখ্যা ।
৩.৮। অ্যালিল সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে বর্ণনা করো ।
৩.৯। মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি বিবৃতি করো ।
৩.১০। থ্যালাসেমিয়া রোগের চারটি উপসর্গ ব্যাখ্যা ।
৩.১১। ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য লেখো যা কালক্রমে পরিবর্তিত হয়েছে ।
৩.১২। ল্যামার্কের ব্যাবহার ও অপব্যাবহার সূত্রটি উদাহরণসহ বিবৃতি করো ।
৩.১৩। নিম্নলিখিত বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে সমবৃত্তিয় ও সমসংস্থ অঙ্গের দুটি পার্থক্য নিরূপণ করো :
• অঙ্গের গঠন ।
• কাজ ।
৩.১৪। হটস্পট নির্ধারণের শর্তগুলি বিবৃতি করো ।
৩.১৫। রেড পান্ডা সংরক্ষনে কী কী ব্যাবস্থা নেওয়া উচিত বলে মনে করো তা আলোচনা করো ।
৩.১৬। কীটনাশক ও আগাছানাশক কীভাবে মাটিদূষণ ঘটায় তা বিবৃতি করো ।
৩.১৭। অম্লবৃষ্টি প্রাণীদের স্বাভাবিক জীবনে কি প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে করো তা বর্ণনা করো ।
৩.১৮। সুষুম্নশীর্ষক ও সুষুকান্ডের একটি করে প্রধান কাজ বিবৃতি করো ।
বিভাগ - ঘ
৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫
৪.১। মানুষের অক্ষিগুলোকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো ।
ক) আইরিশ খ) লেন্স
গ) রেটিনা ঘ) অন্ধবিন্দু
৪.২। রং ধারণ ও জিনের সক্রিয়তার উপর ভিত্তি করে ইউক্রোমাটিন ও হেটোরোক্রোমাটিনের দুটি পার্থক্য নিরূপণ করো । মিয়োসিসের তাৎপর্য বর্ণনা করো ।
৪.৩। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের মাধ্যমে বিবৃতি দেখাও ।
৪.৪। রেখাচিত্রের সাহায্য অভিব্যাক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলীর উল্লেখ করো । উটের অতিরিক্ত জলক্ষয় সহণের অভিযজনগত গুরুত্ব ব্যাখ্যা করো ।
৪.৫। জীববৈচিত্র্য কি কি হ্রাস পায় তা উপযুক্ত উদাহরনের সাহায্য নির্ধারণ করো ।
৪.৬। পশ্চিমবঙ্গের একটি খাঁড়ির কুমির সংরক্ষণ স্থান ও একটি একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ স্থানের নাম লেখো । বিপন্ন বন্যপ্রাণীদের সংরক্ষণ গুরুত্বপূর্ন কেন তাঁর সপক্ষে যুক্তি দেখাও ।