মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ Madhyamik Physics Sciences question paper 2020 Madhyamik Physics Sciences answer

 

                      প্রশ্নপত্র - ২০২০


                         Group-A



১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো : 


১.১। নীচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না ?


ক) NO


খ) NO²


গ) CFC


ঘ) CO²


১.২। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত ?


ক) 2 RT


খ) RT


গ) 0.5 RT


ঘ) 11.2 RT


১.৩। নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী 

CH⁴+20→CO²+2H²O

10 মোল CH⁴ পোড়াতে STP তে কত আয়তন O² লাগবে ?


ক) 448 L


খ) 224 L


গ) 44.8 L


ঘ) 22.4 L


১.৪। নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক ?


ক) রুপা


খ) হীরা 


গ) তামা


ঘ) অ্যালুমিনিয়াম 


১.৫। একটি লাল ও একটি বেগুনী বর্ণের অলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরণ কোন উৎপন্ন করলে নীচের কোনটি ঠিক ?


ক) r = v


খ)  r=¹_v


গ)  r > v


ঘ) r < v


১.৬। একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোন হল ?


ক) 0⁰


খ) 180⁰


গ) 90⁰


ঘ) 360⁰


১.৭। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের ?


ক) একটি বিন্দু , একটি গোলকাকৃতি 


খ) দুটিই গোলকাকৃতি


গ) একটি বিন্দু , অন্যটি বিস্তৃত 


ঘ) দুটিই বিন্দু 


১.৮। ফিউজ তারের বৈশিষ্ট্য হল ?


ক) রোধ উচ্চ , গলনাজ্ঞক উচ্চ 


খ) রোধ নিম্ন , গলনাজ্ঞক নিম্ন 


গ) রোধ নিম্ন , গলনাজ্ঞক উচ্চ 


ঘ) রোধ উচ্চ , গলনাজ্ঞক নিম্ন 


১.৯। a - কণায় উপস্থিত ?


ক) একটি প্রোটন , একটি নিউট্রন 


খ) একটি প্রোটন 


গ) দুটি প্রোটন , দুটি নিউট্রন 


ঘ) একটি ইকেট্রন 


১.১০। নীচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গর্ত ধর্ম নয় ?


ক) ঘনত্ব 


খ) গলনাজ্ঞক  


গ) স্ফুটাঙ্গক


ঘ) তেজস্ক্রিয়তা


১.১১। নীচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই ?


ক) হাইড্রোজেন ক্লোরাইড 


খ) ক্যালশিয়াম অক্সাইড 


গ) মিথেন 


ঘ) অ্যামোনিয়া


১.১২। Cu তড়িৎদ্বার ব্যাবহার করে CuSO⁴ দ্রবণের তড়িৎবিশ্লেষণের ক্ষেত্রে নীচের কোন বিবৃতিটি ঠিক ? 


ক) ক্যাথোডের ভর কমে 


খ) অ্যানোডের ভর বাড়ে 


গ) দ্রবণে CuSO⁴ এর গাঢ়ত্ব কমে 


ঘ) দ্রবণে CuSO⁴ এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে 


১.১৩। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H²S গ্যাস চালনা করলে কি রঙ উৎপন্ন হয় ?


ক) বেগুনী 


খ) কমলা 


গ) গাঢ় নীল 


ঘ) সবুজ 


১.১৪। লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হল ?


ক) FeO


খ) Fe²O⁴


গ) Fe³O⁴


ঘ) FeO³


১.১৫। নীচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO³ এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয় ?


ক) CH³CH²OH


খ) CH³CHO


গ) CH³COCH³


ঘ) CH³COOH



                          Group-B



২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


২.১। কোল বেড থেকে কোন জ্বালানী গ্যাস আহরণ করা হয় ?


২.২। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যাবহার করা যায় ।


২.৩। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : 

নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান ।


২.৪। চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কি ?


২.৫। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : 

তামা , ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুনাঙ্গক সর্বনিম্ন ।


২.৬। গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায় ?


২.৭। X- রশ্মির একটি ব্যাবহার লেখো ।


২.৮। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ।


২.৯। গৃহস্থালীর বর্তনীতে লাইভ তাঁর ছাড়া বাকি তার দুটি কি কি ?


২.১০। একটি প্রাকৃতিক তেজষ্ক্রিয় মৌলের উদাহরণ দাও ।


২.১১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 


“ বাম ” স্তম্ভ “ ডান ” স্তম্ভ
২.১১.১. একটি ইউরোনিয়ামোত্তর মৌল (a) ক্রিপটন
২.১১.২. একটি অভিজাত মৌল (b) নেপচুনিয়াম
২.১১.৩. ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় (c) কপার
২.১১.৪. ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি (d) জিঙ্ক


২.১১.৩. ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়  (c) কপার


২.১১.৪. ধাতু সংকর পিতলে যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি (d) জিঙ্ক 



২.১২। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ।


২.১৩। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎলেপনে অ্যানোডটি কি ?


২.১৪। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় ।


২.১৫। শূন্যস্থান পূরণ করো : 

NaOH+H²S→_____________+H²O


২.১৬। ইউরিয়ার একটি ব্যাবহার লেখো ।


২.১৭। প্রপান এর গঠন সংকেত লেখো ।


২.১৮। একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলীমারের উদাহরণ দাও ।


                          Group-C 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। বায়ুমন্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারন সহ লেখো ।


৩.২। 27⁰C উষ্ণতায় ও 700 mmHg চাপে 32g O² ও 44g CO² গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো । ( C =12 , O= 16 )


৩.৩। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।


৩.৪। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো ।


৩.৫। একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না ।


৩.৬। দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে , কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে । ( H,F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1,9 ও 11 )


৩.৭। 1100⁰C উষ্ণতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইড এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো ।


৩.৮। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো ।


৩.৯। কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় একটি উদাহরণসহ লেখো ।


                          Group-D 


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৪.১। অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো ।

কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাস গুলির মোলার আয়তন (V/n) প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4L mol–¹ । এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগ্যাড্রো সূত্রে উপনীত হওয়া যায় ?


৪.২। A ও B পরস্পর বিক্রিয়া করে নীচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী C উৎপন্ন করে 

                   2A + B → 2C

A B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত । A ও B র বাষ্পঘনত্ব যথাক্রমে 32 ও 16 । C এর বাষ্পঘনত্ব নির্ণয় করো ।


৪.৩। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো ।


৪.৪। আলোকের বিচ্ছুরণ কি ? একটি কাচফলকের ওপর 45⁰ কোনে আপতিত সাদা আলোর প্রতিসরনের পর কাচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে কি ? 


৪.৫। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000A হলে 1.5 প্রতিসরাঙ্গক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে ?


৪.৬। দুটি 10 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায়ে যোগ করা হল । অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্নয় করো ।


৪.৭। তড়িৎক্ষমতা বলতে কি বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V — 100W এর অর্থ কি ?


৪.৮। তেজষ্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নিগর্ত হয় ? তেজষ্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক ?


৪.৯। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌল গুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যর উল্লেখ করো ।


৪.১০। কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেস্য গুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেস্য হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎবিশ্লেস্যর একটি উদাহরণ দাও ।


৪.১১। অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখসহ লেখো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো ।


৪.১২। ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । সি এন জি (CNG ) র একটি ব্যাবহার উল্লেখ করো ।






একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন