মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৯

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৯ Madhyamik Physics Sciences question paper 2019 Madhyamik Physics Sciences answer

 

                     প্রশ্নপত্র - ২০১৯


                        Group-A



১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো : 


১.১। নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত  দীর্ঘ তরঙ্গ দৈঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ?


ক) N²


খ) O²


গ) CH⁴


ঘ) He


১.২। STP তে 2.24L অধিকার করে ? 


ক) 4.4g CO²


খ) 0.64g SO²


গ) 28g CO


ঘ) 16g O²


১.৩। 1 মোল C, 1 মোল 0² - র সঙ্গে সম্পূর্ন ভাবে বিক্রিয়া করলে CO² এর কতগুলি অণু উৎপন্ন হবে ?


ক) 6.022×10²³


খ) 1.806×10²⁴


গ) 6.022×10²²


ঘ) 6.022×10²⁴


১.৪। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্গক আছে ?


ক) এক 


খ) দুই 


গ) তিন


ঘ) চার


১.৫। নীচের কোনটির তরঙ্গদৈঘ্য সবচেয়ে বেশী ?


ক) X-রশ্মি


খ) y-রশ্মি


গ) অবলোহিত রশ্মি 


ঘ) অতিবেগুনী রশ্মি 


১.৬। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে 45⁰ ও 30⁰ হলে কৌণিক চ্যুতির মান হবে ?


ক) 75⁰


খ) 15⁰


গ) 7.5⁰


ঘ) 37.5⁰


১.৭। অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ?


ক) V ∞ I


খ) V ∞ I²


গ) V ∞ I—¹


ঘ) V ∞ I—²


১.৮। তড়িৎচালক বল ( V ) , কার্য ( W ) ও আধান ( Q ) এর মধ্যে সম্পর্কটি হল ?


ক) Q=WV


খ) Q=V_W


গ) Q=V_W²


ঘ) Q=W_V


১.৯। তেজষ্ক্রিয় পরমাণু থেকে ß কনা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ?


ক) ভরসংখ্যা বাড়ে 


খ) পারমাণবিক সংখ্যা বাড়ে 


গ) ভরসংখ্যা কমে 


ঘ) পারমাণবিক সংখ্যা কমে 


১.১০। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত ?


ক) শ্রেণী 1


খ) শ্রেণী 16


গ) শ্রেণী 17


ঘ) শ্রেণী 2


১.১১। নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?


ক) সোডিয়াম ক্লোরাইড 


খ) হাইড্রোজেন ক্লোরাইড 


গ) ন্যাপথালিন 


ঘ) গ্লুকোজ 


১.১২। নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?


ক) বিশুদ্ধ জলের 


খ) চিনির জলীয় দ্রবণের 


গ) তরল হাইড্রোজেন ক্লোরাইডের 


ঘ) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের 


১.১৩। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন যৌগটি উৎপন্ন হয় ?


ক) NO


খ) NO²


গ) N²O⁵


ঘ) HNO³


১.১৪। নীচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত ?


ক) Al²O³


খ) Al²O³.H²O


গ) Al²O³.2H²O


ঘ) AIF³.3NaF


১.১৫। নীচের কোনটি দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ ?


ক) মিথাইল 


খ) ইথাইল


গ) প্রোপাইল 


ঘ) আইসোপ্রোপাইল 



                          Group-B



২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


২.১। জ্বালানির তাপন মূল্যের একক লেখো ।


২.২। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতন কে প্রতিহত করে ?


২.৩। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : 

অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অনুগুলির আয়তন গণ্য করা হয় ।


২.৪। STP তে কতগ্রাম N² গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার . অ্যাটমস্ফিয়ার ? [ N = 14 ] 


২.৫। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : 

কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কনাগুলির স্থান পরিবর্তন হয় ।


২.৬। একটি অলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কত হবে ?


২.৭। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে ? 


২.৮। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও ।


২.৯। একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈঘ্য সমান । একই বিভবপ্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ?


২.১০। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যাবহারের উল্লেখ করো ।


২.১১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 

“ বাম ” স্তম্ভ “ ডান ” স্তম্ভ
২.১১.১. অক্সাইডের আস্তরন দ্বারা জলীয় বাষ্পের আক্রমন থেকে সুরক্ষিত থাকে (a) Cu
২.১১.২. দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুন সম্পন্ন ধাতু (b) Be
২.১১.৩. ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির ওপরে ধীরে ধীরে ছোপ ধরে (c) Al
২.১১.৪. দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধযুক্ত মৌল (d) Li

২.১২। N² অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো । ( N এর পারমাণবিক সংখ্যা 7 ) । 


২.১৩। তরিৎবিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যাবহার করা হয় ? 


২.১৪। পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িদ বিশ্লেস্য হিসেবে কি ব্যাবহৃত হয় ?


২.১৫। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয় ?


২.১৬। সিলভার নাইট্রোটের জলীয় বাষ্প দ্রবণে H²S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো ।


২.১৭। মিথেন অণুতে H — C — H বন্ধন কোণের মান কত ? 


২.১৮। CNG-র শিল্প উৎসব কি ?


                          Group-C 


৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৩.১। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি ?


৩.২। কোনো গ্যাসের 1 গ্রাম 7⁰C উষ্ণতায় ও 2 অ্যাটস্ফিয়ার চাপে 410 mL আয়তন অধিকার করে । গ্যাসটির মোলার ভর নির্ণয় করো ।


৩.৩। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্গক কাকে বলে ?


৩.৪। r¹ এবং r² দুটি রোধকে একই বিভবপ্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r¹ এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r² এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার ছয়গুণ । r¹ ও r² র অনুপাত নির্ণয় করো ।


৩.৫। কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন ?


৩.৬। দুটি ভৌত ধর্মের সাহায্য সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথালিনের মধ্যে পার্থক্য করো ।


৩.৭। দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড । অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্য কীভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে ? সমিত রাসায়নিক সমীকরণসহ উত্তর দাও ।


৩.৮। লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো ।


৩.৯। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যাবহার উল্লেখ করো ।



                          Group-D 



৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )


৪.১। কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় ? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো । 


৪.২। উচ্চ তাপমাত্রায় AI দ্বারা Fe²O³ কে বিজারিত করে 558g Fe প্রস্তুতির জন্য কত গ্রাম AI প্রয়োজন ? বিক্রিয়াটিতে কত মোল Fe²O³ লাগবে ? ( Fe = 55.8, Al = 27, O = 16 )


৪.৩। গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে ? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহি


৪.৪। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যাবহার করেন ? কাচফলকে প্রতিসরনের ফলে অলোকরশ্মির চ্যুতি হয় না কেন ? 


৪.৫। একটি বস্তুর দৈঘ্য 5cm । এটিকে উত্তল লেন্সের সামনে 2cm দুরত্ব রেখে 10cm দৈঘ্যর প্রতিবিম্ব পাওয়া গেল । রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দুরত্ব কত ?


৪.৬। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো ।


৪.৭। 220V - 60W ও 110 - 60W দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ।


৪.৮। কোনো তেজষ্ক্রিয় মৌলের থেকে a কনা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু y রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো ।


৪.৯। ডবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো ।


৪.১০। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেস্যর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো । 


৪.১১। ইউরিয়ার শিল্পৎপাদনের ব্যাবহৃত রাসায়নিক পদার্থ গুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো । 


৪.১২। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ । প্যাকেজিং এ ব্যাবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশবান্ধব এবং কেন ? 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন