মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮ Madhyamik Life Sciences question paper 2018 Madhyamik Life Sciences answer

                       প্রশ্নপত্র - ২০১৮


                        বিভাগ - ক 
       ( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )

১। প্রতিটি  প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো : 

১.১। সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গ কে চেপে ধরে । এটি হলো —

ক) সিসমোন্যাস্টি

খ) থার্মোন্যাস্টি

গ) ফটোন্যাস্টি

ঘ) কেমোন্যাস্টি

১.২। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হলো   ।

ক) TSH

খ) ADH

গ) ইস্ট্রোজেন

ঘ) ACTH

১.৩। নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ ?

ক) গ্রাহক →কারক → বহিবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র →অন্তবাহী স্নায়ু  

খ) স্নায়ুকেন্দ্র →গ্রাহক → অন্তবাহী স্নায়ু → কারক →বহিবাহী স্নায়ু 

গ) বহিবাহী স্নায়ু → গ্রাহক →অন্তবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র →কারক

ঘ) গ্রাহক →অন্তবাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র →বহিবাহী স্নায়ু  →কারক

১.৪। মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?

ক) অ্যানাফেজ

খ) প্রোফেজ

গ) মেটাফেজ

ঘ) টেলোফেজ

১.৫। নীচের কোনটি DNA এর গঠনগত উপাদান নয় ?

ক) ডি - অক্সিরাইবোজ শর্করা

খ) ইউরাসিল ক্ষারক 

গ) থাইমীন ক্ষারক

ঘ) ফসফরিক অ্যাসিড

১.৬। যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক ?

ক) যৌণ জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য

খ) যৌণ জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর

গ) যৌণ জননে একটিমাত্র জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে 

ঘ) যৌণ জননের ফলে উৎপন্ন অপত্য জীব জীনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয় 

১.৭। নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F² জনুর জিনোটাইপিক অনুপাত ?

ক) 1:2:1

খ) 3:1

গ) 9:3:3:1

ঘ) 2:1:2

১.৮। মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?

ক) রোলার জিভ 

খ) হিমোফিলিয়া

গ) থ্যালাসেমিয়া 

ঘ) কানের যুক্ত লতি 

১.৯। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন  পরীক্ষায় F² জনুতে ফেনোটাইপের অনুপাত কি হতে পারে ?

ক) 3:1

খ) 2:1:1

গ) 9:3:3:1

ঘ) 1:2:1

১.১০। নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্ত:প্রজাতি সংগ্রাম ?

ক) শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম 

খ) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম 

গ) পুকুরে রুই মাছদের মধ্যে সংগ্রাম 

ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম 

১.১১। নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ?

ক) পায়ের দৈঘ্য বৃদ্ধি 

খ) পায়ের সবকটি আঙ্গুলের দৈঘ্য ও প্রস্থে বৃদ্ধি

গ) পায়ের শুধু তৃতীয় আঙ্গুলের দৈঘ্য ও প্রস্থে বৃদ্ধি 

ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি 

১.১২। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন ?

ক) সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ 

খ) সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ 

গ) নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ 

ঘ) মাটির তলার জলে তপ্ত লঘু স্যুপ 

১.১৩। নীচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনের অংশ গ্রহণ করে ?

ক) নাইট্রোসোমোনাস

খ) অ্যাজোটোব্যাকটার

গ) সিউডোমোনাস

ঘ) থায়োব্যাসিলাস 

১.১৪। এক্স সিটু সংরক্ষনের একটি উদাহরণ হলো ?

ক) সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প 

খ) করবেট জাতীয় উদ্যান 

গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ 

ঘ) ক্রায়োসংরক্ষন 

১.১৫। জলদূষনের ফলে নীচের যেটি ঘটে তাহলো ?

ক) বিশ্ব উষ্ণায়ন 

খ) ইউট্রফিকেশন 

গ) বধিরতা 

ঘ) ব্রংকাইটিস



                          বিভাগ - খ 



২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।

নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি ) 


২.১। আয়োডিনের অভাবে _________হরমোনের সংশ্লেষ ব্যবহৃত হয় ।

২.২। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় _________কোশ বিভাজন ঘটে ।

২.৩। মটর গাছের ভিন্ন ভিন্ন ________একই ফিনোটাইপ দেখাতে পারে ।

২.৪। ________বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।

২.৫। স্থানীয় জীববৈচিত্র্যর ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো ________।

২.৬। বাতাসে ভাসমান ধোঁয়া , ছাই , ধূলিকণা , পরাগরেনু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ________ বলে,যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে ।



নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )


২.৭। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ।

২.৮। DNA — তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সংগে যুক্ত থাকে ।

২.৯। মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন ।

২.১০। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে ।

২.১১। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ুদূষনের ফলে সৃষ্ট SO² এবং NO² গ্যাস ।

২.১২। অক্সিজেন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে ।




A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )


“ A ” স্তম্ভ “ B ” স্তম্ভ
২.১৩. CSF (a) বৃহৎ কোলয়েড সম্বন্ধয়
২.১৪. ক্রসিং ওভার (b) জংগল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ
২.১৫. হিমোফিলীয়া (c) মিয়োসিস
২.১৬. কোয়ারভেট (d) অপত্য ক্রোমোজমের মেরুবর্তী গমন
২.১৭. JFM (e) মানুষের X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ
২.১৮. গ্রাফটিং (f) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
(g) স্টক এবং সিয়ন

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ( যে কোনো ছয়টি )



২.১৯। বিসদৃশটি বেছে লেখো : 
বাষ্পঘনত্ব , গলগন্ড , থ্যালাসেমিয়া , মধুমেহ

২.২০। মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো ।

২.২১। নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : 
 মাইটোসিস : ভ্রূণমূল ::______: রেনু মাতৃকোশ ।

২.২২। গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই ? 

২.২৩। মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F² জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি লেখো ।

২.২৪। লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযাজন উল্লেখ করো । 

২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তগত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : 
স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান , PBR , স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস , স্থানীয় জীবসম্পদ সম্পদের স্থিতিশীল ব্যাবহার ।

২.২৬। সিংগালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো ।




                             বিভাগ - গ



৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :

৩.১। নীচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে । এই প্রতিবর্ত ক্রিয়া দুটির গুরুত্ব লেখো ।

          • যখন শ্বাসনালীতে খাদ্যকনা ঢুকে পড়ে ।

          • যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে । 

৩.২। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয় ? 

৩.৩। নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো : 

          • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ।

          • থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরনে উদ্দীপনা প্রদান ।

          • স্ত্রীদেহে কর্পাস লুটিয়ামের বৃদ্ধি ঘটানো ও প্রোজেস্টেরণ হরমোনের ক্ষরণে উদ্দীপনা প্রদান ।

          • উদবেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করা ।

৩.৪। বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যোত হল । এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করো ।

৩.৫। নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো : 

          • প্রকৃতি               • সংখ্যা 

৩.৬। স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় ?

৩.৭। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বাধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো ।

৩.৮। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্য দেখাও ।

৩.৯। একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়লো এবং একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হলো । জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে তা লেখো ।

৩.১০। দ্বিসংকর জনন পরীক্ষায় F¹ জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে ?

৩.১১। পায়রার বায়ুথলীর অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি ? 

৩.১২। মানবদেহের মেরুদন্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো ।

৩.১৩। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো ।

৩.১৪। “ মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে ” — দুটি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো ।

৩.১৫। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে ?

৩.১৬। শব্দদূষণ মানব শরীরে কান ও হৃৎপিন্ডের ওপর কি কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে ?

৩.১৭। মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যর ভূমিকা উল্লেখ করো : 

          • খাদ্য উৎপাদন           • ওষুধ প্রস্তুতি 




                             বিভাগ - ঘ 

৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫

৪.১। একটি প্রতিবর্ত চাপের চিত্র আঁকে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো : 

ক) গ্রাহক  

খ) সংজ্ঞাবহ স্নায়ু

গ) স্নায়ুকেন্দ্র

ঘ) চেষ্টিয় স্নায়ু 

৪.২। একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় ? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে ?

৪.৩। মটর গাছের বীজের বর্ন ও বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন । এই পরীক্ষার F² জনুতে যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় , তাদের জিনোটাইপ গুলো লেখো ।মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো ।

৪.৪। একটি উপযুক্ত উদাহরনের সাহায্য ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো । রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি ? 


৪.৫। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্য দেখাও ।

৪.৬। পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে ? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যর কি কি সমস্যা হতে পারে ? 




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন