Group-A
১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো :
১.১। বায়োগ্যাসের প্রধান উপাদান ?
ক) মিথেন
খ) ইথানল
গ) CO²
ঘ) বিউটেন
১.২। STP তে 22.4LH² তে অনুর সংখ্যা ?
ক) 6.022×10²³
খ) 6.022×10¹⁰
গ) 6.022×10²³
ঘ) 6.022×10²¹
১.৩। গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান জানা যায় ?
ক) বয়েলের সূত্র থেকে
খ) চার্লসের সূত্র থেকে
গ) গে - লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে
ঘ) অ্যাভোগাড্রো সূত্র থেকে
১.৪। তাপের সুপরিবাহী তরল হল ?
ক) জল
খ) অ্যালকোহল
গ) পারদ
ঘ) লবণের জলীয় দ্রবণ
১.৫। উত্তল লেন্স বস্তুর অসদ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয় যখন ?
ক) u<f
খ) u=2f
গ) f<u<2f
ঘ) u=oc
১.৬। প্রিজমের সাদা আলোর প্রতিসরণে যে আলোর বিচুতি সর্বনিম্ন হয় যখন ?
ক) বেগুনী
খ) হলুদ
গ) সবুজ
ঘ) লাল
১.৭। রোধের কোন প্রকার সমবায়ে তুল্য রোধের মান সমবায়ের প্রতিটি রোধের তুলনায় বেশী হয় ?
ক) শ্রেণী সমবায়
খ) সমান্তরাল সমবায়
গ) মিশ্র সমবায়
ঘ) শ্রেণী অথবা সমান্তরাল সমবায়
১.৮। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ (H) প্রবাহমাত্রার (I) সাথে নিম্নের কোন সম্পর্কে সম্পর্কিত ( যখন রোধ ও সময় অপরিবর্তিত থাকে ) ?
ক) H oc ✓I
খ) H oc I
গ) H oc I²
ঘ) H oc I³
১.৯। 1MeV নিউক্লিয় শক্তির সমান ?
ক) 1.6×10–¹³j
খ) 1.6×10–¹⁹j
গ) 1.6×10–¹⁶j
ঘ) 1.6×10–¹⁵j
১.১০। কোনটি মৌলের পর্যাবৃত্ত ধর্ম নয় ?
ক) তেজষ্ক্রিয়
খ) পরমাণুর ব্যাসার্ধ
গ) তড়িৎ ঋণাত্মক
ঘ) ক্ষারকীয়তা
১.১১। নীচের কোন সমযোজী যৌগটি জলে দ্রবীভূত হয় না ?
ক) চিনি
খ) গ্লুকোজ
গ) অ্যামোনিয়া
ঘ) কার্বন টেট্রাক্লোরাইড
১.১২। তড়িৎ বিশ্লেষনে ব্যবহৃত তড়িৎ প্রবাহ ?
ক) সমপ্রবাহ
খ) পরিবর্তী প্রবাহ
গ) সম ও পরিবর্তী প্রবাহ
ঘ) উপরের কোনোটিই নয়
১.১৩। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ?
ক) Cr
খ) Fe
গ) Mn
ঘ) সবকটি
১.১৪। একটি ত্রি বন্ধন যুক্ত জৈব যৌগ হলো ?
ক) CH²
খ) C²H⁴
গ) C²H²
ঘ) CH³COOH
১.১৫। অসওয়াল্ড পদ্ধতিতে HNO³ প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসাবে নেওয়া হয় ?
ক) N²ওO²
খ) NOওO²
গ) NH³ওO²
ঘ) N²ওH²
Group-B
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
২.১। তাপণ মূল্যের প্রচলিত একক কি ?
২.২। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাসকে বিজারিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে ?
২.৩। প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান কত পাস্কাল ?
২.৪। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P-V লেখচিত্রটি প্রকৃতি কিরূপ ?
২.৫। কোন সমবায়ে তুল্যরোধের মান উপাদান রোধ গুলির তুলনায় কম হয় ?
২.৬। LED এর পুরো নাম লেখো ?
২.৭। আদর্শ কুপরিবাহী বস্তুর তাপ পরিবাহিতাঙ্গ ক কত ?
২.৮। “প্রিজম বর্ন সৃষ্টি করে না , বিশিষ্ট করে মাত্র ” উক্তিটি সত্য না মিথ্যা ?
২.৯। ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয় ?
২.১০। তেজস্ক্রিয়তার S.I একক লেখো ।
২.১১। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামদিক | ডানদিক |
---|---|
২.১১.১. Ra | (a) তড়িৎ লেপনে বহুল ব্যবহৃত হয় |
২.১১.২. Ag | (b) জৈব যৌগের অত্যাবশকীয় মৌল |
২.১১.৩. Cu | (c) তেজষ্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা মৌল |
২.১১.৪. C | (d) পিতলের প্রধান উপাদান |
২.১২। সমযোজী ও তড়িৎযোজী যৌগের গলনাঙ্গক এর তুলনা করো ।
২.১৩। শূন্যস্থান পূরণ করো :
পর্যায় সারণীর বামদিক থেকে ডান দিকে পরমাণুর ব্যাসার্ধ ________।
২.১৪। অ্যানোড মাডে থাকা ধাতুর নাম কি ?
২.১৫। NH³ এর শুষ্ককরনে কি ব্যাবহার করা হয় ?
২.১৬। H²S এর জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ ?
২.১৭। ইথিলিনের অণুতে থাকা H—C=C কোণের মান কত ?
১.১৮। মিথেন অনুর H—C—H কোণের মান কত ?
Group-C
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৩.১। বায়ুমন্ডলের Green House Effect দুর করার দুটি উপায় লেখো ।
৩.২। পরম স্কেলে প্রকাশিত চার্লসের সূত্রের বিবৃতি লেখো ।
৩.৩। আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো ।
৩.৪। R¹ ও R² রোধদ্বয় শ্রেণী সমবায়ে থাকলে তুল্যরোধের মান নির্ণয় করো ।
৩.৫। লুইস ডট গঠনের সাহায্য C²H² এর গঠন দেখাও ।
৩.৬। এমন একটি তড়িৎযোগী যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয় ।
৩.৭। রুপোর গয়না পুরনো হলে কালো হয় কেন ?
৩.৮। চালকোপাইরাইটিস ও গিবসাইটের সংকেত লেখো ।
৩.৯। মেথিলেটেড স্পিরিট এর দুটি ব্যবহার লেখো ।
Group-D
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৪.১। PV=nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো ।
৪.২। ২০গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCI বিক্রিয়ায় কত সংখ্যক CO² অনু উৎপন্ন হবে ?
৪.৩। তাপ পরিবাহীতাঙ্গক এর সংজ্ঞা লেখো । কঠিন পদার্থে তাপ পরিবহনের হারের রাশিমালা লেখো ।
৪.৪। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো । পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো ?
৪.৫। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লেখো । জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটে ?
৪.৬। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে ? নিউক্লিও সংযোজন বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়ার সাহায্য নেওয়া হয় কেন ?
৪.৭। প্রিজমের চুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করো ।
৪.৮। চিত্রদ্বারা লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস চিহ্নিত করা । চোখের লেন্সের প্রকৃতি কিরূপ ।
৪.৯। মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র বিবৃত করো । একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম লেখো ।
৪.১০। কপার তড়িৎদ্বার ব্যাবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ কর এবং যুক্তিসহ ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দেখাও ।
৪.১১। নাইট্রোলিম কি ? এর প্রস্তুতি লেখো ।
৪.১২। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে ? কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম থাকার কারণ লেখো ।