মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নব্যাংক পার্ট ৪

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নব্যাংক পার্ট ৪ Madhyamik physics Science questions bank part4 Madhyamik physics Science questions answer

                          Group-A

১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো : 

১.১। নিম্নলিখিত বায়ুমন্ডলের উষ্ণতম স্তর কোনটি ?

ক) ট্রপোস্ফিয়ার

খ) স্ট্রাটোস্ফিয়ার

গ) মেসোস্ফিয়ার

ঘ) থার্মোস্ফিয়ার

১.২। চার্লসের সূত্রের V - t লেখচিত্র উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে ?

ক) 100⁰C

খ) —273⁰C

গ) 0⁰C

ঘ) 273⁰C

১.৩। NTP তে 11.2L একটি গ্যাসের ভর 22g গ্যাসটির বাষ্প ঘনত্ব কত ?

ক) 44

খ) 88

গ) 22

ঘ) 11

১.৪। কোনো কঠিন পদার্থের দৈঘ্য প্রসারণ গুনাঙ্গক , ক্ষেত্র প্রসারণ গুনাঙ্গক ও আয়তন প্রসারণ যথাক্রমে a,B, ও y হলে , প্রদত্ত কোনটি সঠিক ?

ক) a>B>y

খ) y>B>a

গ) B>y>a

ঘ) a=B=y

১.৫। কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে কোথায় ?

ক) ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝখানে 

খ) বক্রতা কেন্দ্র ও অসীম দূরত্বের মাঝখানে 

গ) অসীমে

ঘ) বক্রতা কেন্দ্রে

১.৬। আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে তির্যকভাবে গেলে নীচের কোনটি সত্য হবে ?

ক) আপতন কোন > প্রতিসরণ কোন 

খ) আপতন কোন < প্রতিসরণ কোন

গ) আপতন কোন = প্রতিসরণ কোন

ঘ) আপতন কোন ≤ প্রতিসরণ কোন 

১.৭। 1 B.O.T = ?

ক) 1000 ওয়াট - ঘণ্টা 

খ) 100 ওয়াট - ঘণ্টা 

গ) 10 ওয়াট - ঘণ্টা 

ঘ) 1 ওয়াট - ঘণ্টা 

১.৮। শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয় নীচের কোনটি ?

ক) ওহমের সূত্র 

খ) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম 

গ) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম 

ঘ) লেঞ্জের সূত্র 

১.৯। তড়িৎক্ষেত্রে দ্বারা বিচ্যুত হয় না নীচের কোনটি ?

ক) a - রশ্মি 

খ) B - রশ্মি

গ) y - রশ্মি

ঘ) X - রশ্মি

১.১০। নিম্নলিখিত কোন ধর্মটি পর্যাবৃত্ত নয় ?

ক) পারমাণবিক ব্যাসার্ধ 

খ) তেজষ্ক্রিয়তা 

গ) অপরা তড়িৎধর্মিতা

ঘ) আয়নাইজেশন শক্তি 

১.১১। কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির ?

ক) C¹²H²²O¹¹

খ) NH³

গ) NaH

ঘ) H²O

১.১২। তড়িৎবিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে ?

ক) জারণ 

খ) বিজারণ
 
গ) বিয়োজন 

ঘ) সংযোজন 

১.১৩। কোন ধাতব ক্লোরাইডের উপস্থিতিতে NH ⁴OH যোগ করলে বাদামী বর্ণের অধ:ক্ষেপ তৈরী করে ?

ক)  ZnC1²

খ) PbC1²

গ) FeC1³

ঘ) CuC1²

১.১৪। জার্মান সিলভারে যে মৌলটি নেই সেটি হল ?

ক) কপার

খ) জিঙ্ক

গ) নিকেল

ঘ) সিলভার

১.১৫। নীচের কোনটি যৌগে অ্যালডিহাইড মূলকটি আছে ?

ক) CH³CH²OH

খ) CH³COOH

গ) CH³CHO

ঘ) CH³COCH³


 

                          Group-B

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

২.১। S.I পদ্ধতিতে তাপমূল্যের একক কি ?

২.২। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ?

২.৩। মোলার গ্যাস ধ্রুবক (R) এর মাত্রা লেখো ।

২.৪। শূন্যস্থান পূরণ করো :

গ্যাসীয় অনুগুলি পাত্রের দেওয়ালের সঙ্গে _______সংঘর্ষ ঘটায় ।

২.৫। একই ধাতুর একই আকারের একটি ফাঁপা চোঙ ও একটি নিরেট চোঙকে সমান উষ্ণতায় উত্তপ্ত করলে প্রসারণ কি একই হবে না আলাদা হবে ?

২.৬। রৈখিক বিবর্ধনের মান কত হলে বস্তু ও প্রতিবিম্বের দৈঘ্য সমান হবে ?

২.৭। কোন ধরনের দর্পণ “ সেভিং মিরর ” রূপে ব্যবহৃত হয় ?

২.৮। একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে ?

২.৯। বালোচক্রে কোন নিয়মের প্রয়োগ দেখা যায় ?

২.১০। S.I এককে B কর্নার আধান কত ?




বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো :


বামদিক ডানদিক
২.১১.১. ক্ষারীয় মৃত্তিকা ধাতু (a) অ্যালুমিনিয়াম
২.১১.২. ধাতু সংকর গান মেটাল এ উপস্থিত (b) Ca
২.১১.৩. বক্সইট থেকে নিষ্কাশিত (c) অ্যান্টিমনি
২.১১.৪. ধাতুকল্প (d) তামা

২.১২। এমন একটি যৌগের নাম লেখো , যা গ্যাসীয় অবস্থায় সমযোজী , কিন্তু তাঁর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে ।

২.১৩। কোন জাতীয় ধাতুর পরিশোধনে তড়িৎ বিশ্লেষন পদ্ধতি ব্যাবহার করা হয় ?

২.১৪। একটি তীব্র তড়িদবিশেষ ও একটি মৃদু তড়িদবিশেষ এর নাম লেখো ?

২.১৫। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্য গুলি কি কি ?

২.১৬। নাইট্রোজেন পূর্ন গ্যাসজারে জ্বলন্ত ম্যাগনেশিয়াম প্রবেশ করালে যে পদার্থটি উৎপন্ন হয় তাঁর নাম ও সংকেত লেখো ?

২.১৭। CH³CH²OH এর কার্যকরী মূলকগত সমবায়টির সংকেত লেখো ।

২.১৮। পলিপ্রপিলিন এর ব্যাবহার উল্লেখ করো ।



                          Group-C 



৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ? এর জন্য কি ধরনের শক্তি উৎস উপযুক্ত ?

৩.২। ব্যায়ের হার প্রতি সেকেন্ডে 10লক্ষ মুদ্রা হলে অ্যাভোগাড্রো সংখ্যা মুদ্রা ব্যয় করতে কত সময় লাগবে ?

৩.৩। ট্র্যাফিক সিগন্যাল এর বিপদ সংকেত লাল রঙের রাখা হয় কেন ?

৩.৪। 10π, 20π ,30π রোধকে প্রথম শ্রেণী সমবায়ে ও পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল । দুই ক্ষেত্রে তুল্যরোধের অনুপাত কত ? 

৩.৫। কঠিন অবস্থায় আয়নীয় যৌগ গুলি তড়িৎ পরিবহন করে না কেন ?

৩.৬। তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো ।

৩.৭। অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটে ? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও ।

৩.৮। “ সমস্ত আকরিক খনিজ , কিন্তু সমস্ত খনিজ আকরিক নয় ” ব্যাখ্যা করো ।

৩.৯। হাইড্রোজেন বিক্রিয়া কাকে বলে ? প্রয়োজনীয় সমীকরণ উল্লেখ করো ।





                          Group-D 


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৪.১। গ্যাসের গতিয়তত্ত্বের চারটি স্বীকার্য লেখো । বাস্তব গ্যাস গুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হবার দুটি কারণ বিবৃত করো ।

৪.২। 79.5gm কিউপ্রিক অক্সাইড কে সম্পূর্ন বিজারিত করার জন্য যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন হয় N.T.P তে তাঁর আয়তন কত ? বিক্রিয়া শেষে কঠিন অবশেষের ওজন কত হবে ?

৪.৩। তাপীয় রোধাঙ্গক ও বিদ্যুৎ রোধাঙ্গকের মধ্যে সাদৃশ্য দেখাও ।

৪.৪। হলুদ আলোর জন্য হিরের প্রতিরাঙ্ক 2.4। হিরেতে হলুদ আলোর বেগ কত ?

৪.৫। “ বিবর্ধক কাঁচ ” এর কার্যনীতিটি রশ্মি চিত্রের সাহায্য দেখাও ।

৪.৬। 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট ধরে প্রবাহিত হলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে ?

৪.৭। কোনো পরিবাহীর রোধ যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি ব্যাখ্যা করো ।

৪.৮। ²³⁸U⁹² থেকে প্রথমে একটি a এবং পরে দুইটি B কনা নিঃসরণের ফলে যে যে মৌল গুলি উৎপন্ন হয় তাদের পারমাণবিক সংখ্যা নির্নয় করো । প্রথম মৌলটির সাথে অন্তিম মৌলটির কি সম্পর্ক ?

৪.৯। পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বোঝো ? পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় ?

৪.১০। তড়িৎ প্রলেপণ কাকে বলে ? তড়িৎ প্রলেপন এর নীতিটি সংক্ষেপে লেখো ।

৪.১১। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো ।

৪.১২। পলিমার ব্যাবহারের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো । এর প্রতিকার কি ?




একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন