বিভাগ - ক
( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো :
১.১। সুন্দরী গাছের শ্বাসমূলে যে চলন দেখা যায় তা স্থির করো ।
ক) অনুকূল জিওট্রফিক
খ) প্রতিকূল জিওট্রফিক
গ) অনুকূল হাইড্রোট্রপিক
ঘ) কেমোন্যাস্টি
১.২। অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হরমোনটি শনাক্ত করো ।
ক) থাইরক্সিন
খ) ইনসুলিন
গ) অ্যাড্রিনাল
ঘ) টেস্টস্টেরণ
১.৩। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি স্থির করো ।
ক) লঘুমস্তিষ্ক
খ) থ্যালামাস
গ) সুষ্ণুন্মাশীর্ষক
ঘ) গুরুমস্তিষ্ক
১.৪। কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি নির্নয় করো ।
ক) M>G¹ >G² >S
খ) M>G¹ >S >G²
গ) S>G¹ >G² >M
ঘ) G¹ >S>G² >M
১.৫। মানুষের জননকোশের ক্রোমোজম সেটের সংখ্যা স্থির করো ।
ক) ডিপ্লয়েড
খ) হ্যাপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
১.৬। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কোনটি তা নির্বাচন করো ।
ক) তিনটি
খ) চারটি
গ) ছয়টি
ঘ) আটটি
১.৭। দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত কালো গিনিপিগের সংখ্যা নির্ধারণ করো ।
ক) ২৫%
খ) ৫০%
গ) ৭৫%
ঘ) ১০০%
১.৮। মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রমোজমের উপর নির্ভর করে তা নির্ণয় করো ।
ক) অটোজোমের উপর
খ) X এবং Y ক্রোমোজোমের উপর
গ) Y ক্রোমোজোমের উপর
ঘ) X ক্রোমোজোমের উপর
১.৯। থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো ।
ক) এটি অটোজোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ
খ) RBCগুলো অল্প সময়ে বিনষ্ট হয়
গ) রোগের জিন গুলো “X” ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হয়
ঘ) জেনেটিক কাউন্সেলিং এর মাধ্যমে এটির প্রকাশ কমানো সম্ভব
১.১০। পৃথিবীতে জীবন সৃষ্টির সময় যে গ্যাসটি বায়ু মন্ডলে অনুপস্থিত ছিল তা স্থির করো ।
ক) মিথেন
খ) অ্যামোনিয়া
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন
১.১১। মিলার ও উড়ে তাঁদের পরীক্ষায় নীচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন তা নির্বাচন করো ।
ক) প্রোটিন
খ) অ্যামাইনো অ্যাসিড
গ) ভিটামিন
ঘ) উৎসেচক
১.১২। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম শনাক্ত করো ।
ক) ইকুয়াস
খ) ইওহিপ্পাস
গ) মেসহিপ্পাস
ঘ) মেরিচিপ্পাস
১.১৩। নীচের কোনটি ডি নাইট্রিফাইং অণুজীব তা স্থির করো ।
ক) নাইট্রোব্র্যাকটার
খ) অ্যাজোটোব্র্যাকটার
গ) অ্যানাবিনা
ঘ) সিউডোমোনাস
১.১৪। নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় তা নির্বাচন করো ।
ক) Co²
খ) So²
গ) N²O²
ঘ) CFC
১.১৫। সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান নির্দিষ্ট করো ।
ক) উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশ
খ) নিকোবর , সুমাত্রা এবং জাভা দ্বীপ
গ) সিকিম ও তারাই অঞ্চল
ঘ) ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল
বিভাগ - খ
২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১ টি প্রশ্নের উত্তর লেখো ।
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান গুলি পূরণ করো । ( যে কোনো পাঁচটি )
২.১।_____রক্তের লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে ।
২.২। প্রথম মিয়োসিস কোষ বিভাজনে দুটি ____ক্রমটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে ।
২.৩। একই জিনের ভিন্ন রূপকে _____বলে ।
২.৪। দুটি জীবের মধ্যে যে অল্পবিস্তর ভিন্নতা দেখা যায় তাকে______বলে ।
২.৫। জলদুষণের ফলে_____বাহিত রোগের প্রাদুভাব বাড়ে ।
২.৬। _____ন্যাশনাল পার্ক এ রেডপান্ডা সংরক্ষণ করা হয় ।
নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )
২.৭। ইনসুলিন হরমোন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় ।
২.৮। কোষচক্রের ইন্টারফেজের G² উপদশায় DNA সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরী হয় ।
২.৯। দুটি দীর্ঘ মটর গাছের জিনোটাইপ একই রকম বা পৃথক হতে পারে ।
২.১০। সমসংস্থ অঙ্গগুলি অপসারী বিবর্তন প্রদর্শন করে ।
২.১১। মৃত্তিকাদূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রামিত হয় ।
২.১২। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ হলো হাঁচি ও কাশি ।
A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )
A-স্তম্ভ | B-স্তম্ভ |
---|---|
২.১৩. অ্যাসিটাইল কোলিন | (a) ব্রংকাইটিস |
২.১৪. অ্যানাষ্ঠাল মাইটোনিস | (b) ইতর পরাগযোগ |
২.১৫. হেটেরোগ্যামেটিক | (c) নিউরোট্রান্সমিটার |
২.১৬.অস্তিত্বের জন্য সংগ্রাম | (d) স্ব পড়াগযোগ |
২.১৭. দমকলকর্মী | (e) উদ্ভিদকোষ |
২.১৮. চাঁপাফুল | (f) 44AA+XY |
(g) ডারউইন |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যে কোনো ছয়টি )
২.১৯। বিসদৃশটি বেঁছে লেখো : কোরয়েড , লেন্স , কর্নিয়া , ভিট্রিয়াস হিউমার ।
২.২০। কোয়াড্রিসেপস পেশী মানুষের গমনের সময় কোন ধরনের কাজ করে ?
২.২১। নীচে সম্পকর্যুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও ।
মেটাফেজ : বিষুবতলে ক্রমোজোমের বিন্যাস_________অপত্য ক্রমোজোমের মেরু অভিমুখে গমন ।
২.২২। কালো ও মসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হতে পারে তা লেখো ।
২.২৩। জেনেটিক কাউন্সেলিং এর একটি গুরুত্ব লেখো ।
২.২৪। পৃথিবীতে জীববৈচিত্র্যর কারণটি কী ?
২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : সুন্দরবন , নন্দাদেবী , বায়োস্ফিয়ার রিজার্ভ , নীলগিরি ।
২.২৬। গ্রিনহাউস গ্যাস গুলোর একটি উৎসের নাম লেখো ।
বিভাগ - গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই - তিনটি বাক্যে লেখো :
৩.১। সংবেদনশীলতার দুটি উদাহরণ দাও ।
৩.২। রক্ত সংবহনতন্ত্রের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব আলোচনা করো ।
৩.৩। নিমলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে অ্যাক্ষ্রণ ও ডেনড্রোনের মধ্যে পার্থক্য নিরূপণ করো :
(ক) গঠন
(খ) কাজ
৩.৪। সিলিয়ারি পেশী কীভাবে লেন্সের আকারের পরিমার্জন ঘটায় তা ব্যাখ্যা করো ।
৩.৫। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গুলোর নাম ছকের সাহায্য দেখাও ।
৩.৬। অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করো ।
৩.৭। মাইক্রোপ্রোপাগেশন কীভাবে সম্পন্ন করা হয় ?
৩.৮। “ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় ” ব্যাখ্যা করো ।
৩.৯। হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রে বংশগত সঞ্চরণ কীভাবে ঘটে তা একটি উদাহরনের সাহায্য ব্যাখ্যা করো ।
৩.১০। মটর ফুল স্বপরাগীর ও উভলিঙ্গ হওয়ায় মেন্ডেল কী কী সুবিধা পেয়েছিলেন তা নির্ধারণ করো ।
৩.১১। মৌমাছির ওয়াগল নৃত্যের অভিযোজনগত গুরুত্ব ব্যাখ্যা করো ।
৩.১২। অস্তিত্বের জন্য সংগ্রামের চারটি উদাহরণ দাও ।
৩.১৩। ল্যামার্কবাদের দুটি প্রধান বক্তব্য বিবৃতি করো ।
৩.১৪। বায়ুদূষণের সঙ্গে অম্লবৃষ্টি ও জলের BOD মাত্রাবৃদ্ধির সম্পর্ক কি ?
৩.১৫। রেডপান্ডা সংরক্ষণে কি কি ব্যাবস্থা নেওয়া উচিত বলে মনে করো তা আলোচনা করো ।
৩.১৬। “ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হয় ” দুটি উদাহরনের সাহায্য ব্যাখ্যা করো ।
৩.১৭। জঙ্গল পুণরুদ্ধারের জন্য JFM প্রকল্পের ভূমিকা লেখো ।
৩.১৮। সুষুম্নশীর্ষক ও সুষুকান্ডের একটি করে প্রধান কাজ বিবৃতি করো ।
বিভাগ - ঘ
( দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন )
৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫ ।
৪.১। একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ গুলি চিহ্নিত করো :
(ক) অ্যাক্রণ (খ) মায়েলিন সিদ
(গ) প্রান্ত বুরুশ (ঘ) সোয়ান কোষ
৪.২। মিয়োসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো । উদ্ভিদ কোষে সাইটোকাইনসিস কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো ।
৪.৩। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি ? মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্ছৃতি একটি উদাহরণসহ ব্যাখ্যা করো ।
৪.৪। উভচর , সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর হিৎপিন্ডের গঠনগত পরিবর্তন বিবর্তন কে কীভাবে সমর্থন করে ? ডারউইনবাদের দুটি বক্তব্য ব্যাখ্যা করো ।
৪.৫। মানব জীবনে জলদূষণের প্রাথমিক ও গৌণ প্রভাবগুলো ক্রমানুসারে লেখো ।
৪.৬। জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা লেখো । বাতাসে SPM এর বৃদ্ধিজনিত সমস্যাগুলি চিহ্নিত করো ।