মাধ্যমিক জীবন বিজ্ঞান পার্ট ২

 

মাধ্যমিক জীবন বিজ্ঞান পার্ট ২ Madhyamik Life Sciences Questions Part2 Madhyamik Life Sciences answer

                        বিভাগ - ক 

       ( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )


১। প্রতিটি  প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো : 


১.১। নীচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় তা স্থির করো ।


ক) সূর্যমুখী ফুল 


খ) টিউলিপ ফুলে 


গ) লজ্জাবতীর পাতায় 


ঘ) সুন্দরীর শ্বাসমুলে 


১.২। মানুষের অক্ষিগোলকের আলোকসুবেদি অংশটি শনাক্ত করো ?


ক) কোরয়েড


খ) স্ক্লেরা 


গ) আইরিশ 


ঘ) রেটিনা 


১.৩। নীচের কোন হরমোনটি ক্যালোরি উৎপাদনে অংশ গ্রহণ করে তা নির্ণয় করো ?


ক) STH


খ) থাইরক্রীন 


গ) ACTH


ঘ) GTH 


১.৪। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা শনাক্ত করো ?


ক) প্রোফেজ


খ) মেটাফেজ 


গ) অ্যানাফেজ


ঘ) টেলোফেজ 


১.৫। দীর্ঘ সুপ্তদশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে তা স্থির করো ?


ক) যৌণ জনন 


খ) খন্ডিভবন


গ) পুনরুৎপাদন 


ঘ) মাইক্রোপ্রোপাগেশন 


১.৬। বায়ুপরাগী  উদ্ভিদ কোনটি তা স্মরণ করে লেখো ?


ক) আম 


খ) পাতাঝাঁঝি 


গ) ধান 


ঘ) শিমূল


১.৭। একজন বর্নান্ধতা রোগের বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের ক্ষেত্রে কোনটি সঠিক তা নির্ধারণ করো ?


ক) সকল কন্যা বর্নান্ধ


খ) ২৫% পুত্র সন্তান স্বাভাবিক এবং ২৫% পুত্র সন্তান বর্নান্ধ


গ) সকল পুত্র স্বাভাবিক 


ঘ) সকল কন্যা স্বাভাবিক


১.৮। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্ম গ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত তা গণনা করো ।


ক) ১০০%


খ) ২৫%


গ) ৭৫%


ঘ) ৫০%


১.৯। Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগের থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা বিশ্লেষণ করে লেখো ।


ক) ২


খ) ৩


গ) ১


ঘ) ৪


১.১০। “ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ” গ্রন্থের রচয়িতার নাম স্মরণ করে লেখো ?


ক) হারর্বাট স্পেনসার


খ) ওয়ালেস 


গ) চার্লস ডারউইন


ঘ) ল্যামার্ক 


১.১১। “ হার্ট ডাইলিউট স্যুপ ” কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যাবহার করেন তাঁর নাম লেখো ?


ক) ওপারিন


খ) ল্যামার্ক 


গ) হ্যালডেন


ঘ) হুগো দ্য ভ্রিস


১.১২। নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় তা স্থির করো ?


ক) রেডগ্রন্থি 


খ) অগ্র প্রকোষ্ট


গ) গ্যাসট্রিক গ্রন্থি 


ঘ) রেটিয়া মিরাবিলিয়া


১.১৩। সিউডমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা নির্ণয় করো ?


ক) নাইট্রোজেন আবদ্ধকরন 


খ) নাইট্রিফিকেশন 


গ) ডিনাইট্রিফিকেশন


ঘ) অ্যামোনিফিকেশন


১.১৪। “ অ্যালগাল ব্লুম ” এর কারণটি কি হতে পারে তা স্থির করো ?


ক) SPM বৃদ্ধি 


খ) গ্রিনহাউস গ্যাস এর ঘনত্ব বৃদ্ধি 


গ) শব্দের প্রাবল্য বৃদ্ধি 


ঘ) ইউট্রফিকেশন


১.১৫। পূর্ব হিমালয় হটস্পটে কোন বিপন্ন প্রাণীটি সংরক্ষণ হয় তা অনুমান করে লেখো ?


ক) সিংহলেজ বানর


খ) রেড পান্ডা


গ) নীলগাই


ঘ) ভারতীয় সিংহ 




                             বিভাগ - খ




২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :


নীচের বাক্যেগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরণ করো ( যে কোনো ৫টি )



২.১। হাইপোথালামাস থেকে ক্ষরিত একটি হরমোন হলো _________।


২.২। প্রাণীকোষে ________পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় ।


২.৩। হেটারোজাইগাস জীবে_________বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে ।


২.৪। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ________।


২.৫। JFM প্রকল্পটি প্রথম চালু হয়_____অরণ্যে ।


২.৬। ব্রংকাইটিসের জন্য দায়ী একটি দূষক হলো _______।




নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : ( যে কোনো ৫টি )



২.৭। এক্সটেনশন পেশী পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে ।


২.৮। উদ্ভিদ কোষের বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় ।


২.৯। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক ।


২.১০। ব্যাবহার ও অপব্যাবহার হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য ।


২.১১। পারদঘটিত জলদুষনের ফলে মিনামাটা রোগ হয় ।


২.১২। সাইটোকাইনিন উদ্ভিদে জরা বিলম্বিত করে ।




A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জড়োটি পুনরায় লেখো : ( যে কোনো ৫টি )


A-স্তম্ভ B-স্তম্ভ
২.১৩. প্রোজেস্টেরন (a) সুন্দাল্যান্ড
২.১৪. প্রজাতির ক্রোমোজম সংখ্যা ধ্রুবক রাখে (b) থ্যালাসেমিয়া
২.১৫. অটোজোমবাহিত রোগ (c) মিয়সিস কোষবিভাজন
২.১৬.ডিম্বাকার RBC (d) ডিম্বাশয়
২.১৭. হটস্পট (e) কচুরিপানা
২.১৮. খর্বধাবক (f) বর্নান্ধতা
(g) উট


একটি শব্দে একটি বাক্য উত্তর দাও : ( যে কোনো ৫টি )


২.১৯। বিসদৃশটি বেছে লেখো : গুরুমস্তিষ্ক , লঘুমস্তিষ্ক , থ্যালামাস , হাইপোথালামাস ।


২.২০। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যাবহারে ত্রুটি দূর হয় ?


২.২১। নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : অ্যামিবা : দ্বিবিভাজন :: প্লাসমোডিয়াম_______।


২.২২। কোনো একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত ১:২:১ পাওয়া গেলে তা কোন ঘটনাকে নির্দেশ করে ?


২.২৩। একটি শুক্রাণু ২২A + Y ক্রোমোজম যুক্ত হলে , ডিম্বাণুর নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে ?


২.২৪। রুই মাছের উদস্থেতিক অঙ্গের নাম কি ?


২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : 


ভ্রূণ , ভোজককলা , বীজ , ক্রয়সংরক্ষণ ।


২.২৬। ভারতের একটি অতিসংকটাপন্নভাবে বিপন্ন সরীসৃপ প্রাণীর নাম লেখো ।


                             বিভাগ - গ


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিন বাক্য লিখতে হবে :


৩.১। প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ও হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ।


৩.২। আগাছা দমনে ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো ।


৩.৩। দ্বিনেত্র দৃষ্টির দুটি বৈশিষ্ট্য সারণীর সাহায্য লেখো ।


৩.৪। ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো : 



• উদ্দীপকের সঙ্গে সম্পর্ক     •হরমোনের প্রভাব


৩.৫। প্লানেরিয়ার পুনরুৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো ।


৩.৬। ফার্নের জনুক্রম একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও ।


৩.৭। প্রদত্ত বৈশিষ্ট্যর ভিত্তিতে মাইটোসিস ও মিয়সিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


• ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি ।


• উৎপন্ন অপত্য কোষের সংখ্যা ।


৩.৮। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো ।


৩.৯। তোমার পরিবারে বা আত্মীয়দের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপনের আগে ও পরে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব লেখো ।


৩.১০। উদাহরণসহ প্রকটতা ও প্রচ্ছন্নতা ব্যাখ্যা করো ।


৩.১১। সুন্দরীর লবন সহনের অভিযোজনগত পদ্ধতিটি বর্ণনা করো ।


৩.১২। বিবর্তনে সমসংস্থ অঙ্গের ভূমিকা কি ?


৩.১৩। কোয়োসারভেট কি ?


৩.১৪। নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো ।


৩.১৫। “ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্থ হয় ” দুটি উদাহরনের সাহায্য বক্তব্যটির যথার্থ প্রমাণ করো ।


৩.১৬। জীববিবধন কীভাবে ঘটে তা একটি উদাহরনের সাহায্য দেখাও ।


৩.১৭। “ প্রজেক্ট টাইগার ” প্রকল্পের সফলতা মূল্যায়ন করো ।


                              বিভাগ - ঘ


৪। নীচের যে কোনো ৬টি প্রশ্নের বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লেখো :


৪.১। একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত প্রশ্নগুলির চিহ্নিত করো :


ক) অ্যাক্সন                            খ) ডেনড্রন



গ) মায়েলীন সিদ                 ঘ) স্বয়ান কোষ



৪.২। স্বপরাগযোগের একটি করে সুবিধা ও অসুবিধা লেখো । সপুষ্পক উদ্ভিদের যৌণ জনন প্রক্রিয়ার তিনটি ধাপ বর্ণনা করো ।



৪.৩। মেন্ডেল তাঁর বংশশতি সংক্রান্ত পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন কেন ? একটি সংকর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্য দেখাও ।



৪.৪। ল্যামার্কের তত্ত্বের প্রধান দুটি বক্তব্য নিজের ভাষায় লেখো । প্রাণ সৃষ্টি সম্পর্কিত রাসায়নিক সংশ্লেষ মতবাদটি ব্যাখ্যা করো ।



৪.৫। বায়ুদুষক রূপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM এর একটি করে উৎসের নাম লেখো । পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা , পূর্ব হিমালয় ও সুন্দাল্যান্ড হটস্পটে পাওয়া যায় এমন একটি করে জীববৈচিত্র্যর উদাহরণ দাও ।


৪.৬। হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি ? জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা লেখো ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন