Group-A
১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো :
১.১। কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
ক) কয়লা
খ) ডিজেল
গ) সৌরশক্তি
ঘ) পেট্রোল
১.২। গ্রাম আণবিক আয়তনের STP তে মান কত ?
ক) 11.2L
খ) 33.6L
গ) 2.24L
ঘ) 22.4L
১.৩। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পর্দাথের বাষ্প ঘনত্ব 13 হলে , তাঁর আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?
ক) CO²
খ) C²H⁴
গ) C²H⁶
ঘ) C²H²
১.৪। S.I পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হল ?
ক) Wm¹K¹
খ) Wk¹
গ) Jk¹
ঘ) Jm¹K¹
১.৫। মোটোর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় ?
ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ
গ) সমতল দর্পন
ঘ) উপবৃত্তিয় দর্পন
১.৬। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ স্লাবের উপর লম্বভাবে আপতিত হলে , এর চ্ছৃতি কোন কত হবে ?
ক) O²
খ) 180⁰
গ) 30⁰
ঘ) 90⁰
১.৭। গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলি কোন সমবায়ে যুক্ত থাকে ?
ক) শ্রেণী সমবায়ে
খ) সমান্তরাল সমবায়ে
গ) শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে
ঘ) শ্রেণী সমবায়ে অথবা সমান্তরাল সমবায়ে
১.৮। তড়িৎ ক্ষমতার SI একক কোনটি ?
ক) ভোল্ট
খ) ওয়াট
গ) কুলম্ব
ঘ) অ্যাম্পিয়ার
১.৯। তেজস্ক্রিয় মৌলের প্রতিটি a কর্নার আধান হল ?
ক) -1 একক
খ) +1 একক
গ) +2 একক
ঘ) -2 একক
১.১০। নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায়সারণীতে কোন শ্রেণীতে থাকে ?
ক) 1 নং শ্রেণী
খ) 2 নং শ্রেণী
গ) 17 নং শ্রেণী
ঘ) 18 নং শ্রেণী
১.১১। নীচের কোন যৌগটিতে সমযোজী বন্ধন দেখা যায় ?
ক) NaCI অণুতে
খ) CH⁴ অণুতে
গ) CaO অণুতে
ঘ) MgO অণুতে
১.১২। একটি তড়িৎ বিশ্লেষ পর্দার্থ হলো ?
ক) বেঞ্জিন
খ) কপার সালফেট
গ) চিনি
ঘ) পেট্রোল
১.১৩। ফেরিক হাইড্রক্সরাইডের বর্ন হলো ?
ক) হলুদ
খ) সাদা
গ) কালো
ঘ) লাল
১.১৪। কাঁসা কোন দুটি ধাতুর ধাতুসংকর ?
ক) Cu ও Zn
খ) Cu ও Ni
গ) Cu ও Al
ঘ) Cu ও Sn
১.১৫। ইথাইল অ্যালকোহলের কার্যকারী মূলক হল ?
ক) _OH
খ) _CHO
গ) C=O
ঘ) _COOH
Group-B
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
২.১। বায়োগ্যাসের একটি ব্যাবহার লেখো ?
২.২। একটি অচিরাচিত শক্তির উৎসের নাম লেখো ?
২.৩। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি ?
২.৪। 30⁰ ও 300K এই দুটি তাপমাত্রার মধ্যে কোনটি উচ্চতর তাপমাত্রা ?
২.৫। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা ?
লোহার কড়াই , তামার কড়াই এর চেয়ে আগে গরম হয়ে যায় ।
২.৬। মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে ?
২.৭। একটি পাতলা উত্তল্ লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কি হবে লেখো ।
২.৮। AC জেনারেটরে কয়টি স্লিপ রিং ব্যবহৃত হয় ?
২.৯। বৈদ্যুতিক ইস্ত্রির কুন্ডলী কোন ধাতু দিয়ে তৈরী করা হয় ?
২.১০। ⁹²X²³⁴ মৌলটি থেকে একটি B কর্না নিগর্ত হয়ে Y পরমাণু উৎপন্ন হয় । Y এর পারমাণবিক সংখ্যা কত হবে ?
২.১১। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামদিক | ডানদিক |
---|---|
২.১১.১. সমযোজী যৌগ | (a) তামা |
২.১১.২. সর্বাধিক তড়িৎ ঋণাত্বক মৌল | (b) F² |
২.১১.৩. ব্রোঞ্জ | (c) ক্যালামাইন |
২.১১.৪. জিঙ্ক | (d) H²S |
২.১২। H²O এর অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?
২.১৩। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যাবহার করা হয় ?
২.১৪। অ্যামোনিয়া গ্যাস কীভাবে শুষ্ক করা হয় ?
২.১৫। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো ?
২.১৬। নাইট্রোজেন আধুনিক পর্যায় সারণীতে অবস্থান লেখো ?
২.১৭। CH³CH²COOH যৌগটির IUPAC নাম কি ?
২.১৮। ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যাবহার উল্লেখ করো ।
Group-C
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৩.১। বায়োমাস কী ?
৩.২। O⁰C উষ্ণতায় ও 50 সেমি পারদস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 800cc হলে 27⁰C উষ্ণতা ও 75 সেমি পারদ স্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে ?
৩.৩। উত্তল লেন্সের ফোকাস দুরত্ব কাকে বলে ?
৩.৪। ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি বিবৃত করো ।
৩.৫। আয়নীয় যোগের গলনাঙ্গক বেশী হয় কেন ?
৩.৬। একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরন দাও ।
৩.৭। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরনসহ লেখো ।
৩.৮। লোহা ও জিঙ্কের একটি করে ব্যাবহার উল্লেখ করো ।
৩.৯। LPG এর প্রধান উপাদান গুলি কি কি ? LPG এর একটি ব্যাবহার উল্লেখ করো ।
Group-D
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )
৪.১। চার্লসের সূত্রের পরিপ্রেক্ষিত স্থিরচাপে V-T লেখা চিত্র অঙ্কন করো । স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা O⁰C 30⁰C পর্যন্ত বৃদ্ধি করলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত কত হবে ?
৪.২। কতগ্রাম CaCO³ এর সঙ্গে অতিরিক্ত লঘু HCI বিক্রিয়া করে 66 গ্রাম CO² উৎপন্ন করে ?
৪.৩। কোনো পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ? দৈঘ্য প্রসারণ গুনাঙ্কের SI একক কি ?
৪.৪। উত্তল লেন্সের সাহায্য কীভাবে সদ ও বিবধিত প্রতিবিম্ব গঠন করা যায় চিত্রসহ দেখাও ।
৪.৫। কোন একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোন 45⁰ হলে মাধ্যমটির প্রতিসরাঙ্গক কত ?
৪.৬। ওহমের সূত্রটি বিবৃত করো । এর থেকে রোধের সংজ্ঞা কীভাবে পাওয়া যায় ?
৪.৭। একটি স্কুলে 10টি 40W এর শাখা প্রতিদিন 5 ঘণ্টা চলে এবং 5 টি 60W এর বাতি গড়ে 3 ঘণ্টা জ্বলে । প্রতি ইউনিট 5 টাকা হলে ঐ স্কুলের মাসিক বৈদ্যুতিক খরচা কত হবে ?
৪.৮। a রশ্মি ও B রশ্মি আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো । তেজস্ক্রিয়তার একটি ব্যাবহার উল্লেখ করো ।
৪.৯। A ও B দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ২০ ও ১ , AB যৌগটির সংকেত কি হবার সম্ভাবনা ? মৌল দুটির যোজ্যতা কত ? উৎপন্ন যৌগের সংকেত লেখো ।
৪.১০। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে বিশুদ্ধ কপার পাওয়া যায় ? অ্যানোড ও ক্যাথোডে কি কি পদার্থ উৎপন্ন হয় ? তড়িৎ বিশ্লেষনের ব্যাবহারিক প্রয়োগ কি ?
৪.১১। সালফিউরিক অ্যাসিডের শিল্পৎপাদনের শর্তাবলী ও সমিত সমীকরণ সহ লেখো । দ্রবণটির বর্ণের ( ব্রোমিনের ) কি পরিবর্তন ঘটে ?
৪.১২। পলিমার কি ? এর ব্যাবহারের একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো । এর প্রতিকার কি লেখো ।