মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৯

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৯ Madhyamik Life Sciences question paper 2019 Madhyamik Life Sciences answer

                       প্রশ্নপত্র - ২০১৯


                        বিভাগ - ক 
       ( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )

১। প্রতিটি  প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো : 

১.১। ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো ?

ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত 

খ) উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় 

গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় 

ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন 

১.২। নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো ?

ক) FSH ,LH ও প্রোলাকটিন হল বিভিন্ন ধরনের GTH 

খ) অ্যাড্রীনালিন হাদ উৎপাদন কমায় 

গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে 

ঘ) প্রোজেস্টেরণ স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে 

১.৩। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো ?

ক) ১০ জোড়া

খ) ৩১ জোড়া

গ) ১২ জোড়া

ঘ) ২১ জোড়া

১.৪। অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো ?

ক) যৌণ জননকারী জীবের জনন মাতৃকোশে

খ) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় 

গ) ক্রোমোজম ও বেমতন্তু গঠিত হয় 

ঘ) ক্রোমোজম ও বেমতন্তু গঠিত হয় না 

১.৫। মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো ?

ক) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায় 

খ) জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায় 

গ) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লায়েড গ্যামেট উৎপাদন করে 

ঘ) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানী ঘটলে সেটি পুনরুৎপাদন করে 

১.৬। সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো ?

ক) বহুবিভাজন - হাইড্রা 

খ) খন্ডিভবন - স্পাইরোগাইরা

গ) পুনরুৎপাদন - ফার্ন 

ঘ) কোরকোদগম - প্ল্যানেরিয়া 

১.৭। নীচের কোনটি প্রকট গুন তা শনাক্ত করো ?

ক) কান্ডের দৈঘ্য - বেঁটে 

খ) বীজের আকার - কুঞ্চিত 

গ) বীজপত্রের বর্ন - হলুদ 

ঘ) ফুলের বর্ন - সাদা 

১.৮। RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো ।

ক) এক ধরনের 

খ) চার ধরনের 

গ) দুই ধরনের 

ঘ) তিন ধরনের 

১.৯। নীচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো ?

ক) RRYY ও rryy

খ) RRYy ও RrYy

গ) RRyy ও Rryy

ঘ) rrYY ও rrYy

১.১০। নীচের কোনটি আন্ত:প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো ?

ক) মশার লাভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম 

খ) ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম 

গ) একই জায়গার ঘাস খাওয়ার জন্য একদল হরিণদের মধ্যে সংগ্রাম 

ঘ) হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম 

১.১১। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো ?

ক) অস্তিত্বের জন্য সংগ্রাম 

খ) প্রকরণের উৎপত্তি 

গ) অজিত গুণের বংশানুসরণ 

ঘ) প্রাকৃতিক নির্বাচন 

১.১২। নীচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো ?

ক) শিম্পাঞ্জি

খ) আরশোলা 

গ) ময়ূর 

ঘ) মৌমাছি 

১.১৩। নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তাঁর জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো ?

ক) খবরের কাগজ  

খ) জীবজন্তুর মলমূত্র 

গ) পচা পাতা 

ঘ) ক্লোরিনযুক্ত কীটনাশক  

১.১৪। নীচের কোন সজ্জাটি গোরুমারা , করবেট , কুলিক , নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো ?

ক) বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য , জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান ,

খ) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান ,বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য

গ) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান ,অভয়ারণ্য ,বায়োস্ফিয়ার রিজার্ভ

ঘ) অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ , জাতীয় উদ্যান , অভয়ারণ্য 

১.১৫। বায়ুতে পরাগরেনু , ছত্রাকের রেনু ও ধূলিকণা পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো ?

ক) যক্ষ্মা 

খ) অ্যাজমা

গ) ম্যালেরিয়া 

ঘ) ডেঙ্গু



                          বিভাগ - খ 



২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।

নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি ) 


২.১।_______হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ?

২.২।_______অণুর ঘন কুন্ডলীকৃত ঘটনই হল ক্রোমোজম ।

২.৩। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌণ জনন পদ্ধতিকে _________বলে ।

২.৪। জীবন উৎপত্তির আদি পর্যায়ে_______ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্ধয় ।

২.৫। সর্পগন্ধা গাছের মূল থেকে _______পাওয়া যায় যা রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় ।

২.৬। নমুনা বীজকে - 196⁰C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স সিটু সংরক্ষনকে ___________বলে ।



নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )


২.৭। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যাক্তির অত্যধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয় ।

২.৮। সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদন্ডের সাহায্য পরাগরেনু সংগ্রহ করে ।

২.৯। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজম থাকে ।

২.১০। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে ।

২.১১। পশ্চিমবঙ্গের “ মানস ” জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষন করা হয় ।

২.১২। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রীনালিন হল নিউরোট্রান্সমিটার ।



A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )

“ A ” স্তম্ভ “ B ” স্তম্ভ
২.১৩. প্রেসবায়োপিয়া (a) BbRr
২.১৪. বৃদ্ধির কোষীয় বিভেদন দশা (b) হ্যালডেন
২.১৫. কালো অমসৃণ রোগযুক্ত গিনিপিগের জিনোটাইপ (c) নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ
২.১৬. হট ডাইলিউট স্যুপ (d) জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন
২.১৭. অরন্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় (e) প্রাণীকোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন
২.১৮. সেট্রোজোম (f) কলা , অঙ্গ ও তন্ত্র গঠন
(g) bbrr




একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ( যে কোনো ছয়টি )



২.১৯। বিসদৃশ শব্দটি বেছে লেখো - গ্লাসোফ্যরিঞ্জিয়াল , অকিউলোমোটর , ট্রাইজেমিনাল , অক্সিটোসিন ।


২.২০। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি ?  

২.২১। নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : জোড়কলম :আম::____________:জবা ।

২.২২। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি ?

২.২৩। মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো ।

২.২৪। সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে ? 

২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার , টাইফয়েড , জলদূষণ , কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য ।

২.২৬। কোন ইন সিটু সংরক্ষণ ব্যাবস্থায় অণুজীব , বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য , কুষ্টি ও জীবযাত্রা সংরক্ষণ করা হয় ?


                             বিভাগ - গ


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :

৩.১। দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে , সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও ।

৩.২। মোনিনজেস ও CSF এর অবস্থান বিবৃতি করো ।

৩.৩। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো ।

৩.৪। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো ।

৩.৫। মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রোমোজম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খন্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো ।

৩.৬। অযৌন ও যৌণ জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো : জনিতৃ  জীবের সংখ্যা , অপত্য জনুর প্রকৃতি ।

৩.৭।  নিম্নলিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশা গুলি শনাক্ত করো : ক্রোমোজম গুলির কোশের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা , বেতমতন্তুর বিলুপ্তি , নিউক্লিয় পর্দা ও নিউক্লীওলাসের বিলুপ্তি , অপত্য ক্রোমোজোমের কোশের বিপরীত মেরুতে গমন ।

৩.৮। মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল । এরকম বিপরীত গুনসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো । 

৩.৯। একজন বর্ণান্ধ রোধের বাহক মহিলা , একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করলো । তাদের একটি কন্যাসন্তান হল । এই কন্যাসন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো ।

৩.১০। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো ।

৩.১১। “ বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে । এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল ।” বেঁচে থাকতে গিয়ে ওই বাঘ দের যে যে জীবনসংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখো ।

৩.১২। লবন সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো ।

৩.১৩। শিম্পাঞ্জিরা খাবার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো ।

৩.১৪। নিম্নলিখিত দুষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো - গ্রিনহাউস গ্যাস , SPM , কৃষিক্ষেত্রে ব্যাবহৃত রাসায়নিক সার , অভঙ্গুড় রাসায়নিক কীটনাশক ।

৩.১৫। জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রে অবস্থিত স্থানীয় জীববৈচিত্র্যর ক্ষতিসাধন করে এমন একটি করে বহিরাগত প্রজাতির উদাহরণ দাও ।

৩.১৬। একটি বিপন্ন সরীসৃপ প্রজাতির সংরক্ষনের জন্য ইন সিটু সংরক্ষণ ব্যাবস্থা গুলি লেখো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত এরকম একটি সংরক্ষণ স্থানের নাম লেখো ।

৩.১৭। “ চোরাশিকার ভারতের প্রাণীবৈচিত্র্যর বিপন্নতার একটি প্রধান কারণ ” - যে যে কারণে এই চোরাশিকার ঘটে তার চারটি কারণ নির্ধারণ করো । 



                             বিভাগ - ঘ 


৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫

৪.১। একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো 

ক) ড্রেনড্রন

খ) রানভিয়ার এর পর্ব  

গ) মায়োলিন সিদ 

ঘ) সোয়ান কোশ 


৪.২। উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো ।

৪.৩। থ্যালসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয় ? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয় ?

৪.৪। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্য বর্ণনা করো ।

৪.৫। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যর বিপন্নতার দুটি উদাহরণ দাও । নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তাঁর যে কোনো প্রধান তিনটি ঘটনা ব্যাখ্যা করো ।

৪.৬। “ ক্রবর্ধমান জন সংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন ” পরিবেশে এর কি কি প্রভাব পড়তে পারে তাঁর সারসংক্ষেপ করো । শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায় - এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃতি করো ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন