মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০

 

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০২০ Madhyamik Life Sciences question paper 2020 Madhyamik Life Sciences answer

                        বিভাগ - ক 

       ( সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক )


১। প্রতিটি  প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তাঁর ক্রমিক সংখ্যাসহ বাক্যেটি সম্পূর্ন করে লেখো : 


১.১। সঠিক জোড়টি নির্বাচন করো ?


ক) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা 


খ) হাইপোথ্যালামাস — বৃদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ 


গ) লঘুমস্তিষ্ক — দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ


ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধ: করন নিয়ন্ত্রণ 


১.২। ইনসুলিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো ?


ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে 


খ) যকৃত ও পেশীকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে 


গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে 


ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় 


১.৩। “ ক ” স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে  “ খ ” স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তর গুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো :

“ ক ” স্তম্ভ “ খ ” স্তম্ভ
A. ফ্লেক্সণ (i) কোয়াড্রীসেপস
B. অক্সটেনশন (ii) পাইরিফরমিস
C. রোটেশন (iii) বাইসেপস


ক) A (i)    B (ii)       C (iii)


খ) A (ii)   B (iii)     C (i)


গ) A (iii)   B (i)     C (ii)


ঘ) A (ii)   B (i)     C (iii)


১.৪। মাইট্রোসিস কোশ বিভাজনের ক্যারি ও কাইনেসিসের নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো ।

(অ) অপত্য ক্রোমোজম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে 


(আ) নিউক্লীওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয় 


ক) ( অ ) প্রোফেজ        ( আ ) অ্যানাফেজ 


খ)  ( অ ) অ্যানাফেজ    ( আ ) প্রোফেজ


গ) ( অ ) টেলোফেজ      ( আ ) মেটাফেজ


ঘ) ( অ ) মেটাফেজ        ( আ ) টেলোফেজ  


১.৫। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা আলোচনা করো ।


ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে 


খ) বাহকের প্রয়োজন হয় না 


গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে 


ঘ) পরাগরেনুর অপচয় বেশি হয় 


১.৬। মানব দেহের মাইটোসিস কোশ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজম ক - টি DNA অণু কুন্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো ।


ক) 46


খ) 1


গ) 23


ঘ) অসংখ্য 


১.৭। কালো বর্ন ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো ?


ক) BbRr , BBRr


খ) BBrr , Bbrr


গ) bbRR , bbRr


ঘ) bbrr , bbRr


১.৮। নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো । 


ক) ফুলের বর্ন — বেগুনী , ফুলের অবস্থান — কাক্ষীক 


খ) কান্ডে দৈঘ্য — খর্ব , পরিণত বীজের আকার  — কুঞ্চিত 


গ) পরিণত বীজের আকার — গোল , বীজের বর্ন — হলুদ 


ঘ) ফুলের অবস্থান — কাক্ষীক, কান্ডের দৈঘ্য — লম্বা  


১.৯। হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে তা নীচের গুলো থেকে নিধারন করো ?


ক) H ।। h , h । Í 


খ) H ।। H , H । Í 


গ) H ।। H , h । Í 


ঘ) H ।। h , H । Í 


১.১০। আমাদের দেশে পাথেনিয়াম একটি বহিরাগত প্রজাতি । এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না । এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে । প্রতিপাদ্যটি শনাক্ত করে ।


ক) অন্ত:প্রজাতি সংগ্রাম 


খ) আন্ত:প্রজাতি সংগ্রাম


গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম 


ঘ) নতুন প্রজাতির উৎপত্তি 


১.১১। মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতক গুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন । সেগুলোর মধ্যে কোন গুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো ?


ক) ল্যাকটিক অ্যাসিড , অ্যাসেটিক অ্যাসিড


খ) ইউরিয়া , অ্যাডেনিন 


গ) গ্লাইসিন , অ্যালানিন 


ঘ) ফরমিক অ্যাসিড , অ্যাসেটিক অ্যাসিড


১.১২। নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো ?


ক) প্রজনন সঙ্গী খোঁজা 


খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দুরত্ব জানানো 


গ) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা 


ঘ) সম্ভাব্য শত্রুর আক্রমন এড়ানো 


১.১৩। নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো ?


ক) বাস্তুতন্ত্র সংরক্ষনের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয় 


খ) জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তভূক্ত নয় 


গ) বাস্তুতন্ত্র সংরক্ষনে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয় 


ঘ) এর আকার সাধারণত একটি অভয়ারণ্যর থেকে ছোটো হয় 


১.১৪। নীচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো ?


ক) চোরাশিকার — গরিলার বিপন্নতা বৃদ্ধি 


খ) বহিরাগত প্রজাতি — ল্যান্টানা , তিলাপিয়া


গ) হটস্পট নির্ধারণ — স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা 


ঘ) গ্রিনহাউস গ্যাস — ইউট্রফিকেশন 


১.১৫। নিম্নলিখিত ব্যাঘ্রো প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্য অবস্থিত তা স্থির করো ?


ক) বন্দীপুর 


খ) সিমলিপাল 


গ) সুন্দরবন 


ঘ) কানহা


                          বিভাগ - খ 


২। নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর লেখো ।


নীচের বাক্য গুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও ( যে কোনো পাঁচটি ) 



২.১। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের _________ধর্মটি প্রমাণ করেন ।


২.২। মানুষের মধ্যে যদি মায়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো , তবে অপত্য সন্তানের একটি দেহকোশে অটোজোম সংখ্যা হতো ।


২.৩। মানুষের পপুলশনে ‘ X ’ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ________।


২.৪। আধুনিক ঘোড়ার খুব হলো তাদের পূর্বপুরুষের _________নং আঙ্গুলের রূপান্তর ।


২.৫। নাইট্রোজেন চক্রের ___________পর্যায়ে অ্যামোনিয়া কতক গুলো ব্যাকটিরিয়ার সাহায্য নাইট্রাইট এবং নাইট্রেট রূপান্তরিত হয় ।


২.৬। বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে _________জলের প্রচুর অপচয় ঘটে ।




নীচের বাক্য গুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো ( যে কোনো পাঁচটি )



২.৭। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ।


২.৮। মাইটোসিস কোশবিভাজনে ক্রসিং ওভার ঘটে ।


২.৯। মেন্ডেল তাঁর বংশগতি সংক্রান্ত পরীক্ষা গুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন ।


২.১০। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে ।


২.১১। পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন ।


২.১২। কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে ।




A স্তম্ভের শব্দের সাথে B স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে কোনো পাঁচটি )

“ A ” স্তম্ভ “ B ” স্তম্ভ
২.১৩. জিব্বেরেলিন (a) rrYY
২.১৪. শাখাকলম (b) ভূগর্ভস্থ জলের পুননবীকরন
২.১৫. কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ (c) পিরিমিডিন ক্ষারক
২.১৬. সমসংস্থ অংগ (d) মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে
২.১৭. জলাভূমি (e) গঠন এক কিন্তু কাজ ভিন্ন
২.১৮. থাইমিন ও ইউরাসিল (f) RRYy
(g) গোলাপ



একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : ( যে কোনো ছয়টি )


২.১৯। বিসদৃশ শব্দটি বেছে লেখো : 

গুরুমস্তিষ্ক , হাইপোথ্যালামাস , পনস , থ্যালামাস



২.২০। সোয়ান কোশ কোথায় থাকে ?


২.২১। নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : 


মাইটোসিস: ভ্রূণমুল :: মিয়োসিস : __________।


২.২২। মেন্ডেল তাঁর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল ?


২.২৩। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় , এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও । 


২.২৪। শিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙ্গে বাদাম খায় ?


২.২৫। নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তগত । সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো : SPM , বায়ুদূষণ , গ্রিনহাউস গ্যাস , ফুসফুসের রোগ । 


২.২৬। স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জংগল পুনরুদ্ধারের জন্য যে ব্যাবস্থা অনুসরণ করে তার নাম লেখো ।


                             বিভাগ - গ


৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো :


৩.১। নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো : 


       • কাজের প্রকৃতি 

       • কাজের গতি 

       • কাজের স্থায়ীত্ব 

       • পরিণতি 


৩.২। কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না - এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লেখো ।


৩.৩। কৃষির ফলনবৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো ।


৩.৪। “ LH ও ICSH মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে ” — বক্তব্যটির যথার্থতা বিচার করো ।


৩.৫। বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি — এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণীকোশে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে ?


৩.৬। কোশচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানব দেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো ।


৩.৭। “ অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে ” — একটি উপযুক্ত উদাহরনের সাহায্য বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো ।  


৩.৮। বাবা ও মায়ের মধ্যে অপত্যর লিঙ্গ নির্ধারণের কার গুরুত্ব বেশি তা একটি ক্রশের মাধ্যমে দেখাও ।


৩.৯। “ ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে ” — মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্য বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো ।


৩.১০। সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতি কে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে , সে বিষয়ে তোমার মতামত জানাও ।


৩.১১। প্রাকৃতিক ভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে , এমন একটি পুকুরে বেশ কিছু তিলাপিয়া মাছ ছাড়া হলো । বেঁচে থাকতে গেলে ওই তিলাপিয়াদের যে যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো ।


৩.১২। বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলী যে যে ভূমিকা পালন করে তাঁর তালিকা তৈরি করে ।


৩.১৩।  •গঠন ও কাজ 

            • বিবর্তনের ধরন নির্দেশক 

উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তিয় অংগের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো ।


৩.১৪। মানুষের বিভিন্ন ক্রিয়া কলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনা গুলোর সম্পর্ক স্থাপন করো ।


     • বিশ্ব উষ্ণায়ন


     • নদী এবং হ্রদের মাটি ও জলের অম্লীকরন 


৩.১৫। ইলিশ , মৌমাছি , পেঙ্গুইন , সর্পগন্ধা — 


       উপরোক্ত জীবগুলোর বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নিধারন করো ।


৩.১৬। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভারসিটি রেজিষ্টার ( PBR ) এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো ।


৩.১৭। বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্য যে যে কাজ নিষিদ্ধ তাঁর যে কোনো চারটি তালিকাভুক্ত করো । 



                             বিভাগ - ঘ 


৪। নীচের ৬টি প্রশ্ন বা তাঁর বিকল্প প্রশ্নের উত্তর লিখতে হবে । প্রতিটি প্রশ্নের মান ৫


৪.১। মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :


ক) কোরয়েড 


খ) অপটিক স্নায়ু


গ) আইরিশ 


ঘ) পীতবিন্দু 


৪.২। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো : 


            • সম্পাদনের স্থান 

            • ক্রোমোজম বিভাজনের প্রকৃতি 

            • উৎপন্ন কোশের সংখ্যা 

মানব বিকাশের বাধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো ।


৪.৩। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের তিন জোড়া প্রকট প্রচ্ছন্ন গুন সারণীর সাহায্য লেখো । এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো ।


৪.৪। প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্য ক্রমানুসারে দেখাও ।


৪.৫। নিম্নলিখিত দূষক গুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো : 


       • অভংগুর কীটনাশক 


      • পরাগরেনু 


      • ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার


      • স্বাস্থ্যকেন্দ্রের জীবাণুসমৃদ্ধ আবর্জনা 


      • ক্লোরোফ্লুরোকার্বন 



৪.৬। পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যাবৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষন প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখো । নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যর গুরুত্ব আলোচনা করো |



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন