মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮

মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র ২০১৮ Madhyamik Physics Sciences question paper 2018 Madhyamik Physics Sciences answer

                     প্রশ্নপত্র - ২০১৮

                        Group-A


১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন । সঠিক উত্তর যেটি সেটি লেখো : 

১.১।  গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি ?

ক) N²O 

খ) CH⁴

গ) CO²

ঘ) H²O বাষ্প

১.২। বয়েলের সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র কোনটি ?

ক) 

খ) 

গ) 

ঘ) 

১.৩। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে , তাঁর আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ?

ক) CO²

খ) C²H⁴

গ) C²H⁶

ঘ) C²H²

১.৪। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্গকের একক হল ?

ক) m

খ) m—1

গ) ⁰C–¹

ঘ) ⁰C

১.৫। একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ?

ক) সদ ও অবশির্ষ 

খ) অসদ ও অবশির্ষ

গ) সদ ও সমশির্ষ

ঘ) অসদ ও সমশির্ষ

১.৬। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বাভাবে আপতিত হলে , এর চ্যুতি কোন কত হবে ?

ক) 0²

খ) 180⁰

গ) 30⁰

ঘ) 90⁰

১.৭। নীচের এককগুলির মধ্যে কোনটি রোষের SI একক ?

ক) ভোল্ট 

খ) অ্যাম্পিয়ার 

গ) কুলম্ব

ঘ) ওহম 

১.৮। গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনিতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ?

ক) আর্থ লাইন 

খ) লাইভ লাইন 

গ) নিউট্রাল লাইন 

ঘ) লাইভ ও নিউট্রাল উভয় লাইন 

১.৯। তেজস্ক্রিয় মৌল থেকে নিগর্ত ß রস্মি হল ?

ক) ইলেকট্রনের স্রোত 

খ) প্রোটনের স্রোত

গ) নিউট্রনের স্রোত

ঘ) তড়িৎচুম্বকীয় তরঙ্গ 

১.১০। দীর্ঘ পর্যায় সারনীতে শ্রেণী সংখ্যা কত ?

ক) 7

খ) 8

গ) 9

ঘ) 18

১.১১। নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্ঠক নীতি মান্য হয় না ?

ক) NaCI

খ) LiH

গ) KCI

ঘ) CaO

১.১২। নীচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে ? 

ক) গলিত NaCI

খ) তরল HCI

গ) গলিত NaCI

ঘ) গ্লুকোজের জলীয় দ্রবণ 

১.১৩। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কি হবে ? 

ক) হলুদ 

খ) সবুজ

গ) গাঢ় নীল 

ঘ) বাদামী

১.১৪। নীচের কোন ধাতুসংকরে জিঙ্ক বর্তমানে ?

ক) C³H³

খ) C²H⁴

গ) C²H²

ঘ) C²H⁶

১.১৫। নীচের কোনটি একটি সম্পকৃত হাইড্রোকার্বন ?

ক) C³H⁵

খ) C²H⁴

গ) C²H²

ঘ) C²H⁶



                          Group-B


২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

২.১। বায়োগ্যাসের একটি ব্যাবহার করো । 

২.২। কাঠকয়লা , পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি ?

২.৩। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে ?

২.৪। PV=W—M RT সমীকরণটিতে M এর একক কি ? 

২.৫। নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা ।
কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে ।

২.৬। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোন ও প্রতিসরন কোণের মধ্যে কোনটি বড়ো ?

২.৭। মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যাবহৃত হয় ?

২.৮। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয় ?

২.৯। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিকে রূপান্তরিত হয় ?

২.১০। a, ß ও y রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার উর্দ্ধকমে সাজাও ।

২.১১। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো : 

“ বাম ” স্তম্ভ “ ডান ” স্তম্ভ
২.১১.১. একটি ক্ষার ধাতু (a) F
২.১১.২. যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা (b) Fe
২.১১.৩. হেমাটাইট থেকে নিষ্ষাশীত হয় (c) K
২.১১.৪. সর্বাধিক তড়িৎ ঋণাত্বক মৌল (d) CI



২.১২। CaO তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান ?

২.১৩। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদ্য তড়িৎবিশ্লেষ ।

২.১৪। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় ?

২.১৫। তরল অ্যামোনিয়ার একটি ব্যাবহার উল্লেখ করো ।

২.১৬। নাইট্রোজেনের পরীক্ষাগাড় প্রস্তুতিতে অ্যামোনিয়ার ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ।

২.১৭। CH³CH²CHO এর IUPAC নাম লেখো ।

২.১৮। পলি ( টেট্রাফ্লোওরো ) ইথিলিনের একটি ব্যাবহার উল্লেখ করো ।



                          Group-C 

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৩.১। মিথেন হাইড্রেট কি ?

৩.২। 0²C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দিগুন ও আয়তন অর্ধেক করা হল । গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে ?

৩.৩। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন ?

৩.৪। তরিৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো ।

৩.৫। লুইস এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো ।

৩.৬। একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও ।

৩.৭। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H²S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো ।

৩.৮। কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যাবহার উল্লেখ করো ।

৩.৯। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো ।




                           Group-D 


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )

৪.১। বয়েলের সূত্র , চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো ।

৪.২। কোনো ধাতব কার্বনেটের 200g কে উত্তপ্ত করলে 112g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় । গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 221বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় রোগটি উৎপন্ন হয় ?

৪.৩। তাপ পরিবাহিতা কাকে বলে ? এর SI একক কি ? 

৪.৪। উত্তল লেন্সের সাহায্য কীভাবে সমশির্ষ ও বিবধিত প্রতিবিম্ব গঠন করা যায় ? কোন ধরনের লেন্সের সাহায্য দীর্ঘ সৃষ্টি প্রতিকার করা যায় ?

৪.৫। কোনো মাধ্যমে আলোর বেগ 2×10⁸ m/s হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত ?

৪.৬। তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো ।  

৪.৭। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল । তুল্যরোধ কত হবে নির্ণয় করো । 

৪.৮। a ও y রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো । তেজষ্ক্রিয়তার একটি ব্যাবহার উল্লেখ করো ।

৪.৯। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো ।

৪.১০। তড়িৎ বিশ্লেষণের সাহায্য অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে ? এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যাবহৃত হয় ?

৪.১১। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো ।

৪.১২। জৈব ও অজৈব যৌগের তিনটি ধর্মের তুলনা করো ।







একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন