মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ব্যাংক পার্ট ৪

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ব্যাংক পার্ট ৪ বাংলা টেষ্ট পেপার্স Madhyamik History Question Bank Part4 Madhyamik test papers

                       বিভাগ - ক 


১। সঠিক উত্তর নির্বাচন করো : 


১.১। ভারতের সংস্কৃতির শহর বলা হয় ?


ক) দিল্লিকে 


খ) মুম্বাইকে 


গ) কলকাতাকে 


ঘ) জয়পুরকে 


১.২। বাইশ গজের খেলা হল ?


ক) ক্রিকেট 


খ) ফুটবল 


গ) হকি 


ঘ) রাগবি 


১.৩। “ বামাবোধিনির ” বামা আসলে কারা ?


ক) বালিকারা 


খ) নববিবাহিতা


গ) বিধবারা


ঘ) সমগ্র নারীজাতি 


১.৪। “ শব্দকল্পদ্রুম ” বইটি লেখেন ?


ক) দেবেন্দ্রনাথ ঠাকুর 


খ) রামমোহন রায় 


গ) রাধাকান্ত দেব 


ঘ) উইলিয়াম কেরি 


১.৫। কেশবচন্দ্র সেনকে “ ব্রহ্মানন্দ ” উপাধি দেন ?


ক) দেবেন্দ্রনাথ ঠাকুর 


খ) রামমোহন রায় 


গ) শিবনাথ শাস্ত্রী 


ঘ) উইলিয়াম কেরি 


১.৬। বিরসা মুন্ডা উপাসক ছিলেন ?


ক) চন্দ্র দেবতার 


খ) সূর্যদেবতার 


গ) জলদেবতার


ঘ) বিষ্ণুদেবতার


১.৭। “ বাংলার নানা সাহেব ” বলা হত ?


ক) রামরতন মল্লিককে 


খ) তাতিয়া টোপীকে


গ) তিতুমীরকে


ঘ) মেঘু সর্দারকে


১.৮। উনিশ শতককে “ সভাসমিতির যুগ ” বলেছেন ?


ক) রামমোহন রায় 


খ) রবীন্দ্রনাথ ঠাকুর 


গ) অনিল শীল 


ঘ) বিবেকানন্দ 


১.৯। “ জমিদার সভা ” স্থাপিত হয় ?


ক) ১৮৩৬ খ্রি:


খ) ১৮৩৭ খ্রি:


গ) ১৮৩৮ খ্রি:


ঘ) ১৮৩৯ খ্রি:


১.১০। রবীন্দ্রনাথ “ গোরা ” উপন্যাস লেখেন ?


ক) সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে


খ) বঙ্গ ভঙ্গের প্রেক্ষাপটে


গ) ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে


ঘ) অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে 


১.১১। বাংলা ভাষায় ছাপাখানা প্রথম প্রতিষ্ঠা করেন ?


ক) কেরি 


খ) এন্ডুজ


গ) বেথুন 


ঘ) উপেন্দ্রকিশোর 


১.১২। কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হয় ?


ক) কল্যাণী বিশ্ববিদ্যালয়


খ) বেনারস বিশ্ববিদ্যালয়


গ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়


ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়


১.১৩। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে “ গভীর জাতীয় বিপর্যয় ” বলেছেন ?


ক) অরবিন্দ ঘোষ 


খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


গ) ড: বিপানচন্দ্র 


ঘ) লর্ড কার্জন 


১.১৪। “ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ” গ্রন্থটি লেখেন ?


ক) উইলিয়াম কেরি 


খ) উইলিয়াম ওয়ার্ড 


গ) পঞ্চানন কর্মকার 


ঘ) ব্রাসি হ্যালহেদ 


১.১৫। কংগ্রেস সমাজতন্ত্রি দলের সাধারণ সম্পাদক ছিলেন ?


ক) স্বামী সহজানন্দ সরস্বতী 


খ) এন.জি. রঙ 


গ) জয়প্রকাশ নারায়ণ 


ঘ) রামমনহর লোহিয়া 


১.১৬। “ ভারতের বুলবুল ” বলা হয় ?


ক) অমৃতা কাউরকে 


খ) সরোজিনী নাইডুকে 


গ) লীলা রায়কে


ঘ) উর্মিলা দেবীকে


১.১৭। “ জয়শ্রী ” পত্রিকা প্রকাশ করেন ?


ক) লীলা রায় 


খ) বীণা দাস 


গ) প্রীতিলতা ওয়াদ্দেদার 


ঘ) কল্পনা দত্ত 


১.১৮। গদর পার্টি প্রতিষ্ঠা হয় ?


ক) ১৯১২ খ্রি:


খ) ১৯১৩ খ্রি:


গ) ১৯১৪ খ্রি:


ঘ) ১৯১৫ খ্রি:


১.১৯। ভারতের লৌহমানব হলেন ?


ক) সর্দার বল্লভভাই প্যাটেল 


খ) অরবিন্দ ঘোষ


গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 


ঘ) নেতাজী সুভাষচন্দ্র বসু 


১.২০। রাজ্য পুর্ণগঠন কমিশনের সভাপতি ছিলেন ?


ক) জহরলাল নেহরু


খ) কে. এম পানিক্কর 


গ) এস.কে দর 


ঘ) ফজল আলি 




                        বিভাগ - ক


২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে একটি করে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও )




                        উপবিভাগ : ২.১


একটি বাক্যে উত্তর দাও :


২.১.১। “ ভারতবর্ষীয় বিজ্ঞান সভা ” কে প্রতিষ্ঠা করেন ?


২.১.২। বিদ্যাসাগর কোথায় ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ?


২.১.৩। “ লাঙল ” পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


২.১.৪। “ পুনাচুক্তি ” কত সালে স্বাক্ষরিত হয়েছিল ?




                        উপবিভাগ : ২.২


সত্য বা মিথ্যা নির্ণয় করো :


২.২.১। কলকাতায় “ প্রতাপদিত্য উৎসব ” চালু করেন সরলাদেবী চৌধুরানী ।


২.২.২। “ বেঙ্গল কেমিক্যালস ” প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বোস ।


২.২.৩। বিহারে কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ ।


২.২.৪। পাঞ্জাবের কলকাতা বড়ুয়া ভারত ছাড়ো অন্দোলন অংশ গ্রহণ করেছিলেন ।




                        উপবিভাগ : ২.৩


“ ক ” স্তম্ভের সঙ্গে “ খ ” স্তম্ভে মেলাও :


“ ক” স্তম্ভ “খ” স্তম্ভ
২.৩.১. রাজা রামমোহন রায় (১) ইন্ডিয়ান লিগ
২.৩.২. আশুতোষ মুখোপাধ্যায় (২) অ্যাংলো হিন্দু কলেজ
২.৩.৩. হজরত মহল (৩) কলকাতা বিশ্ববিদ্যালয়
২.৩.৪. শিশির কুমার ঘোষ (৪) অযোধ্যা


                        উপবিভাগ : ২.৪


প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :


২.৪.১। বাংলার ওয়াবাহী আন্দোলনের কেন্দ্র - বারাসাত ।


২.৪.২। সিপাহী বিদ্রোহের কেন্দ্র - মিরাট ।


২.৪.৩। সাঁওতাল বিদ্রোহের এলাকা ।


২.৪.৪। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।




                        উপবিভাগ : ২.৫


নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো : 


২.৫.১। বিবৃতি : ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যাবহার কম ।


ব্যাখ্যা - ১ : এটির সূচনা অনেক পরবর্তীকালে ।


ব্যাখ্যা - ২ : এটি অবাস্তব ও কল্পনা প্রসূত ।


ব্যাখ্যা - ৩ : এটি ব্যয়বহুল ও আনন্দদায়ক ।



২.৫.২। বিবৃতি : গান্ধীজী লবন আইন ভঙ্গের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ।


ব্যাখ্যা - ১ : লবন ব্যাবসা ছিল খুব লাভজনক ।


ব্যাখ্যা - ২ : লবন অতি প্রয়োজনীয় নিত্যব্যাবহার দ্রব্য ।


ব্যাখ্যা - ৩ : লবন ছিল খুব দামী দ্রব্য ।



২.৫.৩। বিবৃতি : বিপ্লবী বীনা দাসের জেল হয় ।


ব্যাখ্যা - ১ : তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে অংশ নেন ।


ব্যাখ্যা - ২ : তিনি অলিন্দ যুদ্ধে অংশ নেন ।


ব্যাখ্যা - ৩ : তিনি স্ট্যানলি জ্যাকসন কে লক্ষ্য করে গুলি করেন ।



২.৫.৪। বিবৃতি : মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নম: শুদ্রদের ঐক্যবদ্ধ করেন ।


ব্যাখ্যা - ১ : হরিনাম প্রচারের জন্ম ।


ব্যাখ্যা - ২ : তাঁর অনুগামীদের সামাজিক ও আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য ।


ব্যাখ্যা - ৩ : নতুন ধর্ম প্রচারের জন্য ।




                        বিভাগ : গ


৩। . সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে )



                        উপবিভাগ : ঘ .১


৪.১। ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের “ জীবনস্মৃতি ” এর গুরুত্ব কতখানি ?


৪.২। নারী শিক্ষা প্রসারের ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো ।



                        উপবিভাগ : ঘ .২


৪.৩। তোমার  মতে , অষ্টাদশ শতকে কৃষক ও উপজাতিরা কেন ব্রিটিশ বিরোধী বিদ্রোহে শামিল হয়েছিল ?


৪.৪। জাতীয়তাবাদী চেতনার বিস্তারে “ আনন্দমঠ ” উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব কতখানি ।



                        উপবিভাগ : ঘ .৩ 


৪.৫। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে “ বসু বিজ্ঞান মন্দির ” এর অবদান উল্লেখ করো ।


৪.৬। ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকার পরিচয় দাও ।



                        উপবিভাগ : ঘ . ৪ 


৪.৭। নম: শুদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।


৪.৮। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুর্ণগঠিত হয়েছিল ?




                           বিভাগ : ঙ


৫। পনেরো বা ষোলো টি বাক্যে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :


৫.১। নীল বিদ্রোহের কারণ গুলি লেখ । নীল বিদ্রোহ সম্পর্কে বাংলার শিক্ষিত সমাজের প্রতিক্রিয়া কিরূপ ছিল ?


৫.২। রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশের পরিচয় দাও ।


৫.৩। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো ।





একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন