বিভাগ - ক
১। সঠিক উত্তর নির্বাচন করো :
১.১। ইন্দিরা গান্ধী কে লেখ জহরলাল নেহেরুর চিঠি গুলির হিন্দি অনুবাদ করেন ?
ক) মুন্সী প্রেমচাঁদ
খ) কৃষ্ণন চন্দর
গ) খুশবন্ত সিং
ঘ) সাদ্দাত হাসান মান্টো
১.২। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ?
ক) ১৯৪০ এর দশকে
খ) ১৯৫০ এর দশকে
গ) ১৯৬০ এর দশকে
ঘ) ১৯৯০ এর দশকে
১.৩। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন ?
ক) অক্ষয় কুমার দত্ত
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) কেশবচন্দ্র সেন
ঘ) দ্বারকনাথ বিদ্যাভূষণ
১.৪। “ ভারত পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা ” বলা হয় ?
ক) মেকলে মিনিটকে
খ) উডের ডেসপ্যাঁচকে
গ) বেন্টিক এর ঘোষণা কে
ঘ) সনদ আইনকে
১.৫। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৭৬১ খ্রি:
খ) ১৭৭১ খ্রি:
গ) ১৭৮১ খ্রি:
ঘ) ১৭৯১ খ্রি:
১.৬। “ বাংলার নানা সাহেব ” বলা হতো ?
ক) রামরতন মল্লিক
খ) তিতুমীরকে
গ) বিরসা মুন্ডাকে
ঘ) দুদু মিঞাকে
১.৭। “ হুল ” কথাটির অর্থ ?
ক) বিদ্রোহ
খ) আনুগত্য প্রদর্শন
গ) স্বাধীনতার জন্য লড়াই
ঘ) সামাজিক আক্রমন
১.৮। সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল ?
ক) মিরাটে
খ) বিহারে
গ) ব্যারাকপুরে
ঘ) নাগপুরে
১.৯। উনিশ শতককে সভাসমিতির যুগ বলেছেন ?
ক) যদুনাথ সরকার
খ) রমেশচন্দ্র মজুমদার
গ) অনিল শীল
ঘ) পার্থ চট্টোপাধ্যায়
১.১০। “ গোরা ” রচনা করেন ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
গ) গগেন্দ্রনাথ ঠাকুর
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.১১। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয় ?
ক) গোয়া
খ) কালিকট
গ) সুরাট
ঘ) হুগলি
১.১২। বাংলার প্রথম মুদ্রণ শিল্পী ?
ক) জেমস হিকি
খ) জন ম্যাকে
গ) পঞ্চানন কর্মকার
ঘ) উইলিয়াম কেরি
১.১৩। History of Hindu Chemistry গ্রন্থের লেখক ?
ক) জগদীশচন্দ্র বসু
খ) মেঘনাদ সাহা
গ) সিভি রমন
ঘ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৪। AITUC এর সাধারণ সম্পাদক ছিলেন ?
ক) দেওয়ান চমন লাল
খ) মেঘনাদ সাহা
গ) সিভি রমন
ঘ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৫। ফ্লাইড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
ক) চম্পারণ
খ) তেভাগা
গ) তেলেঙ্গানা
ঘ) মোপলা
১.১৬। “ জয়শ্রী ” পত্রিকাটি প্রকাশ করেন ?
ক) লীলা রায়
খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
গ) কল্পনা দত্ত
ঘ) বীনা দাস
১.১৭। প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন ?
ক) সরোজিনী নাইডু
খ) মুথুলক্ষ্মী রেড্ডি
গ) বি আর আম্বেদকর
ঘ) বেগম ইয়াকুব হাসান
১.১৮। বাংলার নম: শুত্ররা ছিলেন মূলত ?
ক) কৃষিজীবী
খ) শিক্ষক
গ) শ্রমিক
ঘ) পুরোহিত
১.১৯। রাজ্য পুর্নগঠন কমিশনের সভাপতি ছিলেন ?
ক) জহরলাল নেহেরু
খ) কে এম মুন্সী
গ) এস কে দর
ঘ) ফজল আলি
১.২০। রাজাকার নামে দাঙ্গা বাহিনী গড়ে ওঠে ?
ক) জুনাগড়
খ) হায়দ্রাবাদ
গ) মহীশূর
ঘ) কাশ্মীর
বিভাগ : খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও )
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১। জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
২.১.২। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি ?
২.১.৩। স্বামী বিবেকানন্দ কোথায় কবে বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন ?
২.১.৪। “ দিকু ” কাদের বলা হতো ?
উপবিভাগ : ২.২
সত্য বা মিথ্যা নির্ণয় করো
২.২.১। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় ।
২.২.২। সিধু ও কানুর উপাস্য দেবতা চুপ “ সিং বংগা ” ।
২.২.৩। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের ফলে আঞ্চলিক ভাষার বই বন্ধ হয়ে যায় ।
২.২.৪। মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ।
উপবিভাগ : ২.৩
“ ক” স্তম্ভের সঙ্গে “খ” স্তম্ভ মেলাও :
“ ক” স্তম্ভ | “খ” স্তম্ভ |
---|---|
২.৩.১. নবগোপাল মিত্র | (১) দলিত আন্দোলন |
২.৩.২. বি আর আম্বেদকর | (২) আজাদ হিন্দ ফৌজ |
২.৩.৩. রশিদ আলি | (৩) ল্যান্ড হোল্ডারস সোসাইটি |
২.৩.৪. রাধাকান্ত দেব | (৪) হিন্দু মেলা |
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একটি একলা ।
২.৪.২। ব্যারাকপুর ।
২.৪.৩। নীল বিদ্রোহের একটি এলাকা ।
২.৪.৪। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১। বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর “ গোরা ” উপন্যাস লিখেছিলেন ।
ব্যাখ্যা : (১) পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য ।
ব্যাখ্যা : (২) ঔপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ।
ব্যাখ্যা : (৩) সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য ।
২.৫.২। বিবৃতি : ১৯০৬ খ্রি: জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় ।
ব্যাখ্যা : (১) বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য ।
ব্যাখ্যা : (২) কারিগরী শিক্ষার জন্য ।
ব্যাখ্যা : (৩) জাতীয় শিক্ষা প্রদানের জন্য ।
২.৫.৩। বিবৃতি : ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রি: মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল ।
ব্যাখ্যা : (১) শ্রমিকদের মজুরি বৃদ্ধি না করার জন্য ।
ব্যাখ্যা : (২) কমিউনিস্টদের দমনের জন্য ।
ব্যাখ্যা : (৩) শ্রমিক আন্দোলন দমনের জন্য ।
২.৫.৪। বিবৃতি : অনিচ্ছা সত্বেও ড.বি.আর. আম্বেদকর “ পুর্নচুক্তিতে ” স্বাক্ষর করেন ।
ব্যাখ্যা : (১) নম:শুদ্র সম্প্রদায় “ পুর্নচুক্তিকে ” সমর্থন করেছিল ।
ব্যাখ্যা : (২) এই সময় অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় হয়েছিল ।
ব্যাখ্যা : (৩) এই চুক্তি স্বাক্ষরে ইংরেজদের চাপ ছিল ।
বিভাগ : গ
৩। দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি )
৩.১। ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রি: “ সোমপ্রকাশ ” সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয় ?
৩.২। খেলার ইতিহাসে ১৯১১ খ্রি: বিখ্যাত কেন ?
৩.৩। চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাসে মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন ?
৩.৪। কবে কি উদ্দেশ্য “ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ” প্রতিষ্ঠিত হয় ?
৩.৫। “ তিনকাঠিয়া ” ব্যাবস্থা কি ?
৩.৬। “ খুৎকাঠিয়া ” প্রথা কি ?
৩.৭। “ ইউরোপীয়রা ইলবার্ট বিলের ” বিরোধী করে কেন ?
৩.৮। “ ঝাঁসির রানী ” বিখ্যাত কেন ?
৩.৯। “ শ্রীরামপুর ত্রয়ী ” কাদের কেন বলা হয় ?
৩.১০। “ ভগিনী সেনা ” কি ?
৩.১১। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম লেখো ।
৩.১২। “ সীমান্ত গান্ধী ” কাকে কেন বলা হয় ?
৩.১৩। কালাইল সার্কুলার কি ?
৩.১৪। “ অলিন্দ যুদ্ধ ” কি ?
৩.১৫। উদবাস্তু কাদের বলা হয় ?
৩.১৬। রাজ্য পুর্নগঠন কমিশনের সদস্য কারা ছিলেন ?
বিভাগ : ঘ
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ : ঘ .১
৪.১। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো ।
৪.২। মানব সেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো ।
উপবিভাগ : ঘ .২
৪.৩। হিন্দু মেলা কি উদ্দেশ্য স্থাপন করা হয় ।
৪.৪। “ ভারতমাতা ” চিত্রটির মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়েছে ?
উপবিভাগ : ঘ .৩
৪.৫। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে যুক্ত ছিল না কেন ?
৪.৬। বারদৌলি সত্যাগ্রহের বিবরণ দাও ।
উপবিভাগ : ঘ .৪
৪.৭। টিকা লেখো : বাংলার নম:শুদ্র আন্দোলন ?
৪.৮। কাশ্মীর সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ।
বিভাগ : ঙ
৫। পনেরো বা ষোলো টি বাক্যে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১। বাংলায় নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো ।
৫.২। চিত্র ও সাহিত্য ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো ।
৫.৩। বিংশ শতকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো ।