বিভাগ - ক
১। সঠিক উত্তর নির্বাচন করো :
১.১। “ নতুন সামাজিক ইতিহাস ” এর চর্চা শুরু হয় ?
ক) সপ্তদশ শতকে
খ) অষ্টাদশ শতকে
গ) উনবিংশ শতকে
ঘ) বিংশ শতকে
১.২। “ আন্তর্জাতিক নারী দিবস ” পালিত হয় ?
ক) ৮ই ফেব্রুয়ারী
খ) ৮ই মার্চ
গ) ৮ই এপ্রিল
ঘ) ৮ই মে
১.৩। নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয়েছিল ?
ক) ১৮৭২ খ্রি:
খ) ১৮৭৪ খ্রি:
গ) ১৮৭৬ খ্রি:
ঘ) ১৮৬২ খ্রি:
১.৪। “ গ্রামবার্তা প্রকাশিকা ”র সম্পাদক কাঙাল হরিনাথ এর প্রকৃত নাম ছিল ?
ক) হরিশচন্দ্র মজুমদার
খ) হরচন্দ্র মজুমদার
গ) হরিনাথ মজুমদার
ঘ) হরশঙ্কর মজুমদার
১.৫। বিট্রিশ সরকার “ রাজাবাহাদুর ” উপাধিতে ভূষিত করেছিলেন ?
ক) রামমোহন রায়কে
খ) রাধাকান্ত দেবকে
গ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ।
১.৬। কোলবিদ্রোহের একজন নেতা হলেন ?
ক) সিধু
খ) বিরসা
গ) বুদ্ভু ভগৎ
ঘ) লাল সিংহ
১.৭। “ দার - উল - হারব ” কথার অর্থ ?
ক) ধর্মরাজ্য
খ) বন্ধুর দেশ
গ) মহম্মদের দেশ
ঘ) বিধর্মীর দেশ
১.৮। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন ?
ক) লর্ড ক্লাইভ
খ) লর্ড বেন্টিং
গ) লর্ড ক্যানিং
ঘ) লর্ড লিটন
১.৯। “ জমিদারসভা ” স্থাপিত হয়েছিল ?
ক) ১৮৩৬ খ্রি:
খ) ১৮৩৭ খ্রি:
গ) ১৮৩৮ খ্রি:
ঘ) ১৮৩৯ খ্রি:
১.১০। “ ভারতীয় জাতীয়তাবাদের জনক ” বল হয় ?
ক) রামমোহন রায়
খ) বিদ্যাসাগর
গ) বিবেকানন্দ
ঘ) বঙ্কিমচন্দ্র
১.১১। “ বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ ” এর প্রথম অধ্যক্ষ ছিলেন ?
ক) অরবিন্দ ঘোষ
খ) রাসবিহারী ঘোষ
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
১.১২। রবীন্দ্রনাথ ঠাকুর কবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ?
ক) ১৯২১ খ্রি:
খ) ১৯১৩ খ্রি:
গ) ১৯৫৫ খ্রি:
ঘ) ১৮৭২ খ্রি:
১.১৩। AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ?
ক) লালা লাজপত রায়
খ) জোসেফ ব্যাপ্তিস্তা
গ) মতিলাল নেহেরু
ঘ) দেওয়ান চমনলাল
১.১৪। ভারতে প্রথম মে - দিবস পালিত হয় ?
ক) ১৯২০ খ্রি:
খ) ১৯২১ খ্রি:
গ) ১৯২২ খ্রি:
ঘ) ১৯২৩ খ্রি:
১.১৫। “ বারদৌলি সত্যাগ্রহ ” আন্দোলনের সূচনা হয়েছিল ?
ক) সাতারা
খ) ফোইজাবাদ
গ) সুরাটি
ঘ) মিরাটে
১.১৬। “ ভারত স্ত্রী মহামন্ডল ” গঠন করেন ?
ক) সরলাদেবী চৌধুরানী
খ) সরোজিনী নাইডু
গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
ঘ) কল্পনা দত্ত
১.১৭। কোন বিপ্লবী “ পি . এন . ঠাকুর ” ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে যান ?
ক) বসন্ত বিশ্বাস
খ) সুভাষচন্দ্র বসু
গ) রাসবিহারী ঘোষ
ঘ) রাসবিহারী বসু
১.১৮। “ রশিদ আলি দিবস ” পালিত হয় ১৯৪৬ খ্রি: ?
ক) ১৮ই ফেব্রুয়ারী
খ) ১৬ই ফেব্রুয়ারী
গ) ১২ই ফেব্রুয়ারী
ঘ) ১০ই জানুয়ারী
১.১৯। গোয়া ভারতভুক্ত হয়েছিল ?
ক) ১৯৬০ খ্রি:
খ) ১৯৬১ খ্রি:
গ) ১৯৬২ খ্রি:
ঘ) ১৯৬৩ খ্রি:
১.২০। পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ?
ক) ডা: বিধানচন্দ্র রায়
খ) প্রফুল্ল সেন
গ) প্রফুল্ল ঘোষ
ঘ) ডা: শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়
বিভাগ - খ
২। নীচের প্রশ্নগুলির উত্তর ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে যে কোনো ১৭টি প্রশ্নের উত্তর দাও )
উপবিভাগ :২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১। বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো ?
২.১.২। বাংলা তথা ভারতের প্রথম সাংবাদিক কে ছিলেন ?
২.১.৩। “ ভারতসভা ” কে প্রতিষ্ঠা করেন ?
২.১.৪। প্রথম ভাষাভিত্তিক প্রদেশ কোনটি ?
উপবিভাগ :২.২
সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.২.১। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় “ বর্তমান ভারত ” গ্রন্থে ।
২.২.২। ১৮৫৭ খ্রি: ভারতে ইস্টইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ।
২.২.৩। অষ্টাদশ শতককে ভারতে “ সভা সমিতির যুগ ” বলা হয় ।
২.২.৪। কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন হল কলকাতা হাইকোর্ট ।
উপবিভাগ :২.৩
“ ক ” স্তম্ভের সঙ্গে “ খ ” স্তম্ভ মেলাও :
“ ক” স্তম্ভ | “খ” স্তম্ভ |
---|---|
২.৩.১. সমাচার দর্পণ | (১) কানপুর |
২.৩.২. পঞ্চানন কর্মকার | (২) ঊষা মেহতা |
২.৩.৩. ভারতের কমিউনিস্ট পার্টি | (৩) শ্রীরাম পুর মিশন |
২.৩.৪. বেতার কেন্দ্র পরিচালনা | (৪) বাংলা হরফ তৈরী |
উপবিভাগ :২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত কর ও নাম লেখো :
২.৪.১। মুন্ডার বিদ্রোহের কেন্দ্র ছোটোনাগ পুর ।
২.৪.২। শ্রমিক আন্দোলনের কেন্দ্র মাদ্রাজ ।
২.৪.৩। আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি ।
২.৪.৪। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।
উপবিভাগ :২.৫
নিম্নলিখিত বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো :
২.৫.১। বিবৃতি : উনিশ শতকের বাংলার নবজাগরণের ঘটনা একটি প্রতারণা মাত্র ।
ব্যাখ্যা - ১ : এর ফলে সঠিক জাগরণ ঘটেনি ।
ব্যাখ্যা - ২ : মানুষ কুসংস্কার মুক্ত হয়নি ।
ব্যাখ্যা - ৩ : পাশ্চাত্য শিক্ষিত মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল ।
২.৫.২। বিবৃতি : ১৯০৬ সালে “ জাতীয় শিক্ষা পরিষদ ” গঠিত হয় ।
ব্যাখ্যা - ১ : কারিগরী শিক্ষার উন্নতির জন্য ।
ব্যাখ্যা - ২ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য ।
ব্যাখ্যা - ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য ।
২.৫.৩। বিবৃতি : লবনকে কেন্দ্র করে গান্ধীজির আইন অমান্য আন্দোলন গড়ে ওঠে ।
ব্যাখ্যা - ১ : লবণ ছিল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ।
ব্যাখ্যা - ২ : দেশীয় লবণের উপর সরকার অত্যাধিক কর চাপায় ।
ব্যাখ্যা - ৩ : বিদেশি লবণের গুণমান ভালো ছিল না ।
২.৫.৪। বিবৃতি : বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ।
ব্যাখ্যা - ১ : তারা ছিল কৃষক ও শ্রমিকের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক ।
ব্যাখ্যা - ২ : তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থক ।
ব্যাখ্যা - ৩ : তারা ছিল জমিদার ও শিল্পপতিদের সমর্থক ।
বিভাগ : গ
৩। দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো ১১টি )
৩.১। পরিবেশ ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কি ?
৩.২। ইন্টারনেট ব্যাবহারের ২টি অসুবিধা লেখো ।
৩.৩। “ মেকলে মিনিট ” কি ?
৩.৪। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুই মহিলা গ্র্যাজুয়েট কারা ?
৩.৫। বিপ্লব বলতে কি বোঝো ?
৩.৬। “ দামিন - ই - কোহ ” বলতে কি বোঝো ?
৩.৭। “ বঙ্গভাষা প্রকাশিকা সভা ” কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
৩.৮। “ গোরা ” ও “ আনন্দমঠ ” উপন্যাসের লেখক কারা ?
৩.৯। বিদ্যাসাগরকে “ বিদ্যাবণিক ” বলা হয় কেন ?
৩.১০। “ বোস ইনস্টিটিউট ” কে , কবে প্রতিষ্ঠা করেন ?
৩.১১। “ নিখিলভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ” কি উদ্দেশ্য স্থাপিত হয়েছিল ?
৩.১২। “ সর্বভারতীয় কিষান সভা ” গঠনের দুটি উদ্দেশ্য লেখো ।
৩.১৩। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের কি ভূমিকা লেখো ।
৩.১৪। “ রশিদ আলি দিবস ” কেন পালিত হয় ?
৩.১৫। “ উদ্বাস্তু ” কাদের বলে ?
৩.১৬। ১৯৬৪ সাল পর্যন্ত সংবিধানে মোট কটি সরকারি ভাষা স্বীকৃত ছিল ? বর্তমানে কটি সরকারিভাবে স্বীকৃত ভাষা আছে ?
৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । ( প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে )
উপবিভাগ : ঘ .১
৪.১। জহরলাল নেহেরু ইন্দিরা কে যে ৩০টি চিঠি লিখেছিলেন তাঁর গুরুত্ব কী ছিল ।
৪.২। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো ।
উপবিভাগ : ঘ .২
৪.৩। মুন্ডাবিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো ।
৪.৪। গোগেন্দ্রণাথ ঠাকুরের ব্যাঙ চিত্রে ঔপনিবেশিক সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায় ?
উপবিভাগ : ঘ .৩
৪.৫। বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে “ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ” এর অবদান ব্যাখ্যা করো ।
৪.৬। আইন অমান্য আন্দোলন কালে ভারতের শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ।
উপবিভাগ : ঘ . ৪
৪.৭। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টার দা সূর্য সেনের ভূমিকা কী ছিল ?
৪.৮। দেশীয় রাজ্য গুলির ভারত ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো ।
বিভাগ : ঙ
৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :
৫.১। নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ।
৫.২। ছাপাখানা বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ও “ ইউ . রায় অ্যান্ড সন্স ” এর অবদান আলোচনা করো ।
৫.৩। দলিত কারা ? বিংশ শতকে ভারতে সংগঠিত দলিত অন্দোলনের চারিত্রিক বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা করো ।